ETV Bharat / state

কোরোনা আতঙ্কে দার্জিলিঙে জমায়েত কর্মসূচি বাতিল মোর্চার - coronavirus news

15 এপ্রিল পর্যন্ত সমস্ত রকমের জমায়েত ও রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গোর্খা জনমুক্তি মোর্চা ৷ এমনকী মৌলবী, ধর্মগুরু, যাজকদের কাছেও এই মুহূর্তে যেকোনও ধরণের জমায়েত থেকে দূরে থাকার আবেদন জানিয়েছেন তারা ।

Corona Precaution : The Morcha canceled their political program gathering at Darjeeling Hills
কোরোনা আতঙ্ক: দার্জিলিং পাহাড়ে জমায়েত রাজনৈতিক কর্মসূচি বাতিল মোর্চার
author img

By

Published : Mar 20, 2020, 12:09 PM IST

দার্জিলিং, 20 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে গোটা দার্জিলিঙে 15 এপ্রিল পর্যন্ত সমস্ত রকমের জমায়েত ও রাজনৈতিক কর্মসূচি না করার সিদ্ধান্ত গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীরা । একইসঙ্গে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছেও তাঁর আবেদন, কেউ যেন জমায়েত কর্মসূচি না করে । খোলা হয়েছে হেল্পলাইন । কোরোনা নিয়ে মোর্চার তরফে দার্জিলিং, মিরিক, কালিম্পং এবং কার্শিয়াংয়ের জন্য আলাদা আলাদা হেল্পলাইন নম্বর খোলা হয় ।

কোরোনা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে হেল্পলাইনে ফোন করতে পারবেন পাহাড়বাসী । বিনয় তামাং এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, এখন কোনও রাজনীতি নয় । সবাই মিলে এই ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে লড়াই করতে হবে । ভাইরাস নামক এই অদৃশ্য শত্রুকে ভাইরাসকে পরাজিত করতে হবে । 10 জনের বেশি জমায়েত এড়িয়ে চলতে হবে ।

চা বাগান এলাকায় এ নিয়ে সচেতনতায় জোর দিতে বিনয় তামাং নিজে চা বাগানে যাওয়ার কথা বলেন । পাহাড়ের স্কুলগুলি বন্ধ থাকলেও পড়ুয়াদের জন্য হোম টাস্ক দেওয়ার আবেদন করেন তিনি । মৌলবী, ধর্মগুরু, যাজকদের কাছে তাঁর আবেদন এই মুহূর্তে যেকোনও ধরণের জমায়েত থেকে দূরে থাকা ।

গোর্খা জনমুক্তি মোর্চার হেল্পলাইন নম্বরগুলি হল :

দার্জিলিং : 8016208087- সুমন লাকান্দ্রি

9584241134 - প্রমোদ শর্মা

মিরিক : 97341 53654- বিবেক তামাং

কার্শিয়াং : 6295 010 581 - দিবস ছেত্রি

76022 49409 - বিশ্বাস গুরুং

কালিম্পং: 9563307674 - কমল রাই

8001210043 - বিনয় ঘিসিং

দার্জিলিং, 20 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে গোটা দার্জিলিঙে 15 এপ্রিল পর্যন্ত সমস্ত রকমের জমায়েত ও রাজনৈতিক কর্মসূচি না করার সিদ্ধান্ত গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীরা । একইসঙ্গে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছেও তাঁর আবেদন, কেউ যেন জমায়েত কর্মসূচি না করে । খোলা হয়েছে হেল্পলাইন । কোরোনা নিয়ে মোর্চার তরফে দার্জিলিং, মিরিক, কালিম্পং এবং কার্শিয়াংয়ের জন্য আলাদা আলাদা হেল্পলাইন নম্বর খোলা হয় ।

কোরোনা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে হেল্পলাইনে ফোন করতে পারবেন পাহাড়বাসী । বিনয় তামাং এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, এখন কোনও রাজনীতি নয় । সবাই মিলে এই ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে লড়াই করতে হবে । ভাইরাস নামক এই অদৃশ্য শত্রুকে ভাইরাসকে পরাজিত করতে হবে । 10 জনের বেশি জমায়েত এড়িয়ে চলতে হবে ।

চা বাগান এলাকায় এ নিয়ে সচেতনতায় জোর দিতে বিনয় তামাং নিজে চা বাগানে যাওয়ার কথা বলেন । পাহাড়ের স্কুলগুলি বন্ধ থাকলেও পড়ুয়াদের জন্য হোম টাস্ক দেওয়ার আবেদন করেন তিনি । মৌলবী, ধর্মগুরু, যাজকদের কাছে তাঁর আবেদন এই মুহূর্তে যেকোনও ধরণের জমায়েত থেকে দূরে থাকা ।

গোর্খা জনমুক্তি মোর্চার হেল্পলাইন নম্বরগুলি হল :

দার্জিলিং : 8016208087- সুমন লাকান্দ্রি

9584241134 - প্রমোদ শর্মা

মিরিক : 97341 53654- বিবেক তামাং

কার্শিয়াং : 6295 010 581 - দিবস ছেত্রি

76022 49409 - বিশ্বাস গুরুং

কালিম্পং: 9563307674 - কমল রাই

8001210043 - বিনয় ঘিসিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.