ETV Bharat / state

Sikkim Flood: 200 ফুটের বেইলি ব্রিজ গড়ে নজির সেনার, বন্যার দেড় মাস পর যোগাযোগ স্বাভাবিক উত্তর সিকিমে

Bailey Bridge in Sikkim: দেড় মাস পর অবশেষে সেনার তৈরি বেইলি ব্রিজ দিয়ে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হল উত্তর সিকিমে ৷ 200 ফুটের বেইলি ব্রিজ তৈরি করে নজির সৃষ্টি করেছে ভারতীয় সেনা ও বিআরও ৷

বেইলি ব্রিজ
বেইলি ব্রিজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 5:11 PM IST

Updated : Nov 16, 2023, 10:54 PM IST

দার্জিলিং, 16 নভেম্বর: সিকিমে বাঁধ ভেঙে হড়পা বানে বিচ্ছিন্ন হয়েছে উত্তর সিকিমের সঙ্গে ৷ এ বার সেখানে অন্যতম লম্বা বেইলি ব্রিজ বানিয়ে উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করল ভারতীয় সেনা । দেড় মাস টানা বিচ্ছিন্ন ছিল চুংথাং-সহ উত্তর সিকিমের একটা বড় অংশ । বৃহস্পতিবার সকালে সেই বেইলি ব্রিজের সূচনা হয় ৷ এরপর সেখান দিয়ে ফের যান চলাচল শুরু হয় ।

জানা গিয়েছে, 3 অক্টোবর লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের ঘটনা ঘটে । তারপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল চুংথাং । সেখানে আটকে থাকা পর্যটক ও সাধারণ মানুষকে এয়ারলিফট করে উদ্ধার করেছিল ভারতীয় সেনা । কিন্তু উত্তর সিকিমে সড়কপথে যোগাযোগ পুনরায় স্থাপন করা সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল । কারণ পাশেই রয়েছে ভারত-চিন সীমান্ত । সেই বিষয়টিকে মাথায় রেখে বর্ডার রোড অর্গানাইজেশন ও ভারতীয় সেনার জওয়ানরা রাতদিন এক করে সেখানে বেইলি ব্রিজ তৈরি করার কাজ শুরু করে ।

Bailey Bridge in Sikkim
খুলল 200 ফুটের বেইলি ব্রিজ

এর আগেও উত্তর সিকিমের মঙ্গন ও টুং এলাকায় দুটি বেইলি ব্রিজ তৈরি করেছিল । চুংথাংয়ের তৃতীয় বেইলি ব্রিজটি সিঙ্গল স্প্যানের সব থেকে লম্বা বেইলি ব্রিজ । 200 ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরি হওয়ার ফলে একদিকে যেমন স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে, অন্যদিকে খুশি সেখানকার বাসিন্দারাও । এ দিন সকালে সেই ব্রিজটির সূচনা করেন সিকিমের সেতু, সড়ক ও পরিবহণ মন্ত্রী সেন্দুপ লেপচা । পাশাপাশি উপস্থিত ছিলেন বিআরও ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা ।

Bailey Bridge in Sikkim
বৃহস্পতিবার সকালে সেই বেইলি ব্রিজের সূচনা

সিকিম সরকার আগেই জানিয়েছিল যে, বিপর্যয়ের পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে 9টি বেইলি ব্রিজ তৈরি করা হবে ৷ পরিস্থিতি যাচাই করে ছয় জনের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি বা ইন্টার মিনিস্টেরিয়াল টিম তৈরি করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. বিপর্যস্ত সিকিমে যোগাযোগ ব্যবস্থা সামাল দিতে তৈরি হবে 9 বেইলি ব্রিজ
  2. বালি ব্রিজ ও সংলগ্ন মন্দির ওড়ানোর পরিকল্পনা পাক গুপ্তচরের ! দাবি কলকাতা এসটিএফের

দার্জিলিং, 16 নভেম্বর: সিকিমে বাঁধ ভেঙে হড়পা বানে বিচ্ছিন্ন হয়েছে উত্তর সিকিমের সঙ্গে ৷ এ বার সেখানে অন্যতম লম্বা বেইলি ব্রিজ বানিয়ে উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করল ভারতীয় সেনা । দেড় মাস টানা বিচ্ছিন্ন ছিল চুংথাং-সহ উত্তর সিকিমের একটা বড় অংশ । বৃহস্পতিবার সকালে সেই বেইলি ব্রিজের সূচনা হয় ৷ এরপর সেখান দিয়ে ফের যান চলাচল শুরু হয় ।

জানা গিয়েছে, 3 অক্টোবর লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের ঘটনা ঘটে । তারপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল চুংথাং । সেখানে আটকে থাকা পর্যটক ও সাধারণ মানুষকে এয়ারলিফট করে উদ্ধার করেছিল ভারতীয় সেনা । কিন্তু উত্তর সিকিমে সড়কপথে যোগাযোগ পুনরায় স্থাপন করা সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল । কারণ পাশেই রয়েছে ভারত-চিন সীমান্ত । সেই বিষয়টিকে মাথায় রেখে বর্ডার রোড অর্গানাইজেশন ও ভারতীয় সেনার জওয়ানরা রাতদিন এক করে সেখানে বেইলি ব্রিজ তৈরি করার কাজ শুরু করে ।

Bailey Bridge in Sikkim
খুলল 200 ফুটের বেইলি ব্রিজ

এর আগেও উত্তর সিকিমের মঙ্গন ও টুং এলাকায় দুটি বেইলি ব্রিজ তৈরি করেছিল । চুংথাংয়ের তৃতীয় বেইলি ব্রিজটি সিঙ্গল স্প্যানের সব থেকে লম্বা বেইলি ব্রিজ । 200 ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরি হওয়ার ফলে একদিকে যেমন স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে, অন্যদিকে খুশি সেখানকার বাসিন্দারাও । এ দিন সকালে সেই ব্রিজটির সূচনা করেন সিকিমের সেতু, সড়ক ও পরিবহণ মন্ত্রী সেন্দুপ লেপচা । পাশাপাশি উপস্থিত ছিলেন বিআরও ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা ।

Bailey Bridge in Sikkim
বৃহস্পতিবার সকালে সেই বেইলি ব্রিজের সূচনা

সিকিম সরকার আগেই জানিয়েছিল যে, বিপর্যয়ের পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে 9টি বেইলি ব্রিজ তৈরি করা হবে ৷ পরিস্থিতি যাচাই করে ছয় জনের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি বা ইন্টার মিনিস্টেরিয়াল টিম তৈরি করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. বিপর্যস্ত সিকিমে যোগাযোগ ব্যবস্থা সামাল দিতে তৈরি হবে 9 বেইলি ব্রিজ
  2. বালি ব্রিজ ও সংলগ্ন মন্দির ওড়ানোর পরিকল্পনা পাক গুপ্তচরের ! দাবি কলকাতা এসটিএফের
Last Updated : Nov 16, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.