ETV Bharat / state

CM Mamata Banerjee: মণিপুরে ধসে মৃত জওয়ানদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর - দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই মণিপুরে ধসে মৃত জওয়ানদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Announced Compensation to Families of Soldiers Killed in Landslide)।

CM Mamata Banerjee News
মৃত জওয়ানদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Jul 12, 2022, 9:48 PM IST

দার্জিলিং, 12 জুলাই: মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার (CM Announced Compensation to Families of Soldiers Killed in Landslide)। মৃত জওয়ানদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি ও দু'লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি মৃত জওয়ানদের পরিবারের প্রতি দুঃখ ও সমবেদনাও প্রকাশ করেন তিনি । দ্রুত যাতে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ মৃত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেজন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

সেনার তরফে জানা গিয়েছে, কার্শিয়াং মহকুমার রোহিনী গৈরি গাঁওয়ের বাসিন্দা 18 ডোগরা ব্যাটেলিয়নের হাবিলদার মিলন তামাং ও রঙ্গবুলয়ের রঙ্গবুল গোর্খা বস্তির বাসিন্দা নায়েব সুদেবার সীতারাম রাই, দার্জিলিংয়ের মেরিবঙয়ের চুংথুংয়ের বাসিন্দা 19 ডোগরা ব্যাটেলিয়নের নায়েক দিওয়াঙ্কর থাপা, রঙ্গলি রঙ্গলিয়টের বাসিন্দা 5 আসাম রাইফেলসয়ের রাইফেলম্যান বেঞ্জামিন, সিংমারি নবীন গ্রামের বাসিন্দা 3/1 গ্রনেডিয়ার্স ব্যাটেলিয়নের রাইফেলম্যান মার্কাস গুরুং, মিরিকের মুরমা মারাধুরার বাসিন্দা 13 জাক রাইফেলস ব্যাটেলিয়নের লিঙ্কম্যান বিশাল ছেত্রী, কার্শিয়াংয়ের গৌরীশঙ্কর চা-বাগানের বাসিন্দা 15 জাক ব্যাটেলিয়নের হাবিলদার বেধ্যান রাই, হ্যাপি ভ্যালি চা-বাগানের বাসিন্দা 5/9 গ্রেনেডিয়ার্সের লিঙ্কম্যান ভূপেন রাই, নাগরিসপুরের নাগারি চা-বাগানের বাসিন্দা 2/1 গ্রেনেডিয়ার্স ব্যাটেলিয়নের রাইফেলম্যান লাদুপ তামাং, জলপাইগুড়ির কলাবাড়ির খেরকাটা বস্তির বাসিন্দা 3 আসাম রাইফেলস ব্যাটেলিয়নের রাইফেলম্যান শঙ্কর ছেত্রী ও উত্তর সিকিমের লিন্দগেমের বাসিন্দা 12 রাজপুত রাইফেলসের নায়েক শেরিং লেপচা মারা যান ।

আরও পড়ুন : ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী, শিখিয়ে দিলেন আলুমাখার রেসিপিও ! দেখুন ভিডিয়ো

সম্প্রতি বায়ুসেনার বিমানে তাঁদের দেহ ফিরিয়ে আনা হয়েছিল শিলিগুড়িতে । গত শনিবার সকালে সেনার বিশেষ হেলিকপ্টারে দু'দফায় মৃত সেনাদের দেহ ফিরিয়ে নিয়ে আসা হয় । মণিপুর থেকে বাগডোগরা বিমানবন্দরের বায়ুসেনা ঘাঁটির আলফা জোনে নিয়ে আসা হয় । প্রথমে ছয় জন সেনার দেহ নিয়ে আসা হয় । পরে আরও পাঁচ সেনার দেহ নিয়ে আসা হয় । বিমানবন্দর থেকে ওই দেহগুলি নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনা ছাউনিতে । সেখানে জওয়ানদের গার্ড অফ অনারের মাধ্যমে তাদের শেষশ্রদ্ধা জানানো হয় ।

দার্জিলিং, 12 জুলাই: মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার (CM Announced Compensation to Families of Soldiers Killed in Landslide)। মৃত জওয়ানদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি ও দু'লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি মৃত জওয়ানদের পরিবারের প্রতি দুঃখ ও সমবেদনাও প্রকাশ করেন তিনি । দ্রুত যাতে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ মৃত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেজন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

সেনার তরফে জানা গিয়েছে, কার্শিয়াং মহকুমার রোহিনী গৈরি গাঁওয়ের বাসিন্দা 18 ডোগরা ব্যাটেলিয়নের হাবিলদার মিলন তামাং ও রঙ্গবুলয়ের রঙ্গবুল গোর্খা বস্তির বাসিন্দা নায়েব সুদেবার সীতারাম রাই, দার্জিলিংয়ের মেরিবঙয়ের চুংথুংয়ের বাসিন্দা 19 ডোগরা ব্যাটেলিয়নের নায়েক দিওয়াঙ্কর থাপা, রঙ্গলি রঙ্গলিয়টের বাসিন্দা 5 আসাম রাইফেলসয়ের রাইফেলম্যান বেঞ্জামিন, সিংমারি নবীন গ্রামের বাসিন্দা 3/1 গ্রনেডিয়ার্স ব্যাটেলিয়নের রাইফেলম্যান মার্কাস গুরুং, মিরিকের মুরমা মারাধুরার বাসিন্দা 13 জাক রাইফেলস ব্যাটেলিয়নের লিঙ্কম্যান বিশাল ছেত্রী, কার্শিয়াংয়ের গৌরীশঙ্কর চা-বাগানের বাসিন্দা 15 জাক ব্যাটেলিয়নের হাবিলদার বেধ্যান রাই, হ্যাপি ভ্যালি চা-বাগানের বাসিন্দা 5/9 গ্রেনেডিয়ার্সের লিঙ্কম্যান ভূপেন রাই, নাগরিসপুরের নাগারি চা-বাগানের বাসিন্দা 2/1 গ্রেনেডিয়ার্স ব্যাটেলিয়নের রাইফেলম্যান লাদুপ তামাং, জলপাইগুড়ির কলাবাড়ির খেরকাটা বস্তির বাসিন্দা 3 আসাম রাইফেলস ব্যাটেলিয়নের রাইফেলম্যান শঙ্কর ছেত্রী ও উত্তর সিকিমের লিন্দগেমের বাসিন্দা 12 রাজপুত রাইফেলসের নায়েক শেরিং লেপচা মারা যান ।

আরও পড়ুন : ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী, শিখিয়ে দিলেন আলুমাখার রেসিপিও ! দেখুন ভিডিয়ো

সম্প্রতি বায়ুসেনার বিমানে তাঁদের দেহ ফিরিয়ে আনা হয়েছিল শিলিগুড়িতে । গত শনিবার সকালে সেনার বিশেষ হেলিকপ্টারে দু'দফায় মৃত সেনাদের দেহ ফিরিয়ে নিয়ে আসা হয় । মণিপুর থেকে বাগডোগরা বিমানবন্দরের বায়ুসেনা ঘাঁটির আলফা জোনে নিয়ে আসা হয় । প্রথমে ছয় জন সেনার দেহ নিয়ে আসা হয় । পরে আরও পাঁচ সেনার দেহ নিয়ে আসা হয় । বিমানবন্দর থেকে ওই দেহগুলি নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনা ছাউনিতে । সেখানে জওয়ানদের গার্ড অফ অনারের মাধ্যমে তাদের শেষশ্রদ্ধা জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.