ETV Bharat / state

Clash at Siliguri Mahila Mahavidyalaya: ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার, অশান্ত শিলিগুড়ি মহিলা কলেজ - শিলিগুড়ি

এআইডিএসওর (AIDSO) ডাকা ছাত্র ধর্মঘট (Student Strike) ঘিরে অশান্তি ছড়াল শিলিগুড়ি মহিলা কলেজে ৷ সংঘর্ষে (Clash at Siliguri Mahila Mahavidyalaya) আহত হলেন বেশ কয়েকজন ৷

Clash at Siliguri Mahila Mahavidyalaya during AIDSO agitation to support Student Strike
সংঘর্ষ
author img

By

Published : Mar 10, 2023, 3:58 PM IST

শিলিগুড়ি মহিলা কলেজে চলছে দোষারোপের পালা

শিলিগুড়ি, 10 মার্চ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি কলেজের পর এবার ছাত্র সংঘর্ষের সাক্ষী থাকল শিলিগুড়ি মহিলা কলেজ (Clash at Siliguri Mahila Mahavidyalaya) ৷ ছাত্র ধর্মঘটকে (Student Strike) কেন্দ্র করে শুক্রবার কলেজ চত্বরের বাইরে ও ভিতরে গন্ডগোল শুরু হয় ৷ যদিও এই অশান্তির জন্য তৃণমূল ছাত্র পরিষদকেই দায়ী করেছেন এআইডিএসওর নেত্রী রুকমা খাতুন ৷ পালটা তাঁদের বহিরাগত বলে কটাক্ষ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী ইন্দ্রাণী রায় ৷

উল্লেখ্য, শুক্রবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও (AIDSO) ৷ তাদের এই কর্মসূচির কথা কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল ৷ একাধিক দাবিদাওয়া সামনে রেখে এদিন এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় ৷ যার মধ্যে অন্যতম দু'টি ইস্যু হল, রাজ্যজুড়ে আট হাজারেরও বেশি সরকারি বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধিতা এবং জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহার ৷ স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা যাতে এই ধর্মঘটে সামিল হন, তার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের বাইরে দাঁড়িয়ে পড়ুয়াদের বোঝাতে দেখা যায় এআইডিএসও সদস্যদের ৷

রুকমা জানিয়েছেন, শিলিগুড়ি মহিলা কলেজের গেটের বাইরেও এদিন ছাত্র ধর্মঘটের সমর্থনে জমায়েত করেন তাঁরা ৷ কলেজের ছাত্রীদের কাছে ধর্মঘটের কারণ ব্যাখ্য়া করেন এবং তাঁরা যাতে ধর্মঘটে সামিল হন, সেই আবেদন করেন ৷ রুকমার দাবি, এই সময়েই তাঁদের উপর কয়েকজন যুবক আচমকা হামলা চালান ৷ হামলাকারীরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে জানিয়েছেন রুকমা ৷ তাঁর আরও অভিযোগ, পুলিশের সামনেই মেয়েদের গায়ে হাত তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের পুরুষ সদস্যরা ৷

আরও পড়ুন: 'শিক্ষানীতি বাস্তবায়নে কেন্দ্রের হয়ে কাজ করছে রাজ্য', বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্র সংগঠন

রুকমার অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন ইন্দ্রাণী ৷ তাঁর বক্তব্য, যে কেউ যে কোনও ইস্যুতে আন্দোলন করতেই পারেন ৷ কিন্তু, তা বলে আন্দোলনে সামিল হতে নারাজ ছাত্রীদের কেন কলেজে ঢুকতে বাধা দেওয়া হবে ? তিনি জানিয়েছেন, যাঁরা এদিন কলেজের গেটের বাইরে জমায়েত করেছিলেন, তাঁরা কেউই কলেজে বর্তমান বা প্রাক্তন ছাত্রী নন ৷ আন্দোলনের অজুহাতে তাঁরা কলেজের পঠনপাঠন ব্যাহত করার এবং কলেজে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেছেন ইন্দ্রাণী ৷ তবে, সংবাদমাধ্যমের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, শিলিগুড়ি মহিলা কলেজের বাইরে তুমুল মারপিট, সংঘর্ষ হচ্ছে ৷ সেই দলে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখা গিয়েছে ৷

শিলিগুড়ি মহিলা কলেজে চলছে দোষারোপের পালা

শিলিগুড়ি, 10 মার্চ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি কলেজের পর এবার ছাত্র সংঘর্ষের সাক্ষী থাকল শিলিগুড়ি মহিলা কলেজ (Clash at Siliguri Mahila Mahavidyalaya) ৷ ছাত্র ধর্মঘটকে (Student Strike) কেন্দ্র করে শুক্রবার কলেজ চত্বরের বাইরে ও ভিতরে গন্ডগোল শুরু হয় ৷ যদিও এই অশান্তির জন্য তৃণমূল ছাত্র পরিষদকেই দায়ী করেছেন এআইডিএসওর নেত্রী রুকমা খাতুন ৷ পালটা তাঁদের বহিরাগত বলে কটাক্ষ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী ইন্দ্রাণী রায় ৷

উল্লেখ্য, শুক্রবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও (AIDSO) ৷ তাদের এই কর্মসূচির কথা কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল ৷ একাধিক দাবিদাওয়া সামনে রেখে এদিন এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় ৷ যার মধ্যে অন্যতম দু'টি ইস্যু হল, রাজ্যজুড়ে আট হাজারেরও বেশি সরকারি বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধিতা এবং জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহার ৷ স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা যাতে এই ধর্মঘটে সামিল হন, তার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের বাইরে দাঁড়িয়ে পড়ুয়াদের বোঝাতে দেখা যায় এআইডিএসও সদস্যদের ৷

রুকমা জানিয়েছেন, শিলিগুড়ি মহিলা কলেজের গেটের বাইরেও এদিন ছাত্র ধর্মঘটের সমর্থনে জমায়েত করেন তাঁরা ৷ কলেজের ছাত্রীদের কাছে ধর্মঘটের কারণ ব্যাখ্য়া করেন এবং তাঁরা যাতে ধর্মঘটে সামিল হন, সেই আবেদন করেন ৷ রুকমার দাবি, এই সময়েই তাঁদের উপর কয়েকজন যুবক আচমকা হামলা চালান ৷ হামলাকারীরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে জানিয়েছেন রুকমা ৷ তাঁর আরও অভিযোগ, পুলিশের সামনেই মেয়েদের গায়ে হাত তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের পুরুষ সদস্যরা ৷

আরও পড়ুন: 'শিক্ষানীতি বাস্তবায়নে কেন্দ্রের হয়ে কাজ করছে রাজ্য', বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্র সংগঠন

রুকমার অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন ইন্দ্রাণী ৷ তাঁর বক্তব্য, যে কেউ যে কোনও ইস্যুতে আন্দোলন করতেই পারেন ৷ কিন্তু, তা বলে আন্দোলনে সামিল হতে নারাজ ছাত্রীদের কেন কলেজে ঢুকতে বাধা দেওয়া হবে ? তিনি জানিয়েছেন, যাঁরা এদিন কলেজের গেটের বাইরে জমায়েত করেছিলেন, তাঁরা কেউই কলেজে বর্তমান বা প্রাক্তন ছাত্রী নন ৷ আন্দোলনের অজুহাতে তাঁরা কলেজের পঠনপাঠন ব্যাহত করার এবং কলেজে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেছেন ইন্দ্রাণী ৷ তবে, সংবাদমাধ্যমের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, শিলিগুড়ি মহিলা কলেজের বাইরে তুমুল মারপিট, সংঘর্ষ হচ্ছে ৷ সেই দলে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.