ETV Bharat / state

Left-Leaning Teachers Protest: বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে, চলল জলকামান - Chaos over Uttarkanya Abhiyan

ফের উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি ৷ এবার বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে তুলকালাম ৷ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্চের অভিযোগ উঠল ৷ মিছিলকে ছত্রভঙ্গ করতে চলল জালকামান ৷

Uttarkanya Abhiyan
উত্তরকন্যা অভিযান
author img

By

Published : Apr 17, 2023, 9:43 PM IST

বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে,

শিলিগুড়ি, 17 এপ্রিল: এবার বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে ৷ সরকারি কর্মচারীদের ডিএ, উত্তরকন্যার অচলাবস্থা, সমকাজে সমবেতন, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল, মিড ডে মিলে বরাদ্দ বাড়াতে হবে-সহ একাধিক দাবিতে সোমবার উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বামফ্রন্টের এবিটিএ ও এবিপিটিএ শিক্ষক সংগঠন । এদিন ভিডাব্লিউডি মোড় থেকে একটি মিছিল তিনবাত্তি হয়ে উত্তরকন্যা যেতে গেলে বাধা দেয় পুলিশ ।

আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সংগঠনের কর্মী সমর্থকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা ময়দানে নামে পুলিশ । পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছতেই লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ । এরপরই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় পুলিশ । বেশ কয়েকজন আন্দোলনকারীদের ঘটনাস্থল থেকে গ্রেফতারও করা হয়েছে । জলকামান চালাতেই ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা । পরে তারা মিছিল করে তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় সমাবেশে যোগ দেয় ।

সম্প্রতি ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শিলিগুড়ি । আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ ৷ সেই বাধা উপেক্ষা করে এগতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ সিপিএমের যুব সংগঠনের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের ৷ এমনকী বিনা কারণে আন্দোলনকারীদের উপর লাঠিচার্চ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ ওইদিনের ঘটনায় আহত হন ডিওয়াইএফআইয়ের সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

Uttarkanya Abhiyan
বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানে চলল জলকামান

সেদিনের মিছিল থেকে মীনাক্ষী দাবি করেছিলেন, শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করা হয়েছে ৷ তারা কেবল স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন ৷ মহিলা পুলিশ ছাড়া মহিলাদের উপর আক্রমণের অভিযোগ করেছিলেন তিনি ৷ এদিন বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানের মিছিলেও একই অভিযোগ করলেন আন্দোলনকারীরা ৷ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা কমিটির সদস্য প্রণব দাস বলেন, "মহিলা পুলিশ ছিল না ৷ পুরুষ পুলিশ মহিলাদের আটকাচ্ছে ৷ এই পুলিশ ঘুষ খায়, চাকরি দুর্নীতিতে তারা যুক্ত রয়েছে ৷ পুলিশ সঠিক অপরাধীদের ধরতে পারে না ৷ সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্চ করে পুলিশ ৷"

বাম শিক্ষক সংগঠনের মিছিলের উপর পুলিশি আক্রমণ নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যসভার সাংসদ তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি এদিন বাম শিক্ষক সংগঠন ও প্রাথমিক শিক্ষক সংগঠনের সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুলিশের উপর নির্দেশ রয়েছে যে কোন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দিতে হবে । রাজ্যের পুলিশের মধ্যে একটা ক্ষোভ রয়েছে ৷ তাদের কাজ হচ্ছে চোর জোচ্চরের প্রতিরক্ষা দেওয়া । সেক্ষেত্রে শিক্ষকরা কেন মিছিল করবে । তাদের তো প্রতিরক্ষা দিতে পারব না । তাই শিক্ষকদের বার করে দিই । তাই শিক্ষা আর পুলিশের দৃষ্টির মধ্যে বৈরিতা আছে । তার উদাহরণ আজকে পাওয়া গেল ।"

আরও পড়ুন: ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি

বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে,

শিলিগুড়ি, 17 এপ্রিল: এবার বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে ৷ সরকারি কর্মচারীদের ডিএ, উত্তরকন্যার অচলাবস্থা, সমকাজে সমবেতন, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল, মিড ডে মিলে বরাদ্দ বাড়াতে হবে-সহ একাধিক দাবিতে সোমবার উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বামফ্রন্টের এবিটিএ ও এবিপিটিএ শিক্ষক সংগঠন । এদিন ভিডাব্লিউডি মোড় থেকে একটি মিছিল তিনবাত্তি হয়ে উত্তরকন্যা যেতে গেলে বাধা দেয় পুলিশ ।

আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সংগঠনের কর্মী সমর্থকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা ময়দানে নামে পুলিশ । পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছতেই লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ । এরপরই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় পুলিশ । বেশ কয়েকজন আন্দোলনকারীদের ঘটনাস্থল থেকে গ্রেফতারও করা হয়েছে । জলকামান চালাতেই ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা । পরে তারা মিছিল করে তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় সমাবেশে যোগ দেয় ।

সম্প্রতি ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শিলিগুড়ি । আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ ৷ সেই বাধা উপেক্ষা করে এগতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ সিপিএমের যুব সংগঠনের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের ৷ এমনকী বিনা কারণে আন্দোলনকারীদের উপর লাঠিচার্চ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ ওইদিনের ঘটনায় আহত হন ডিওয়াইএফআইয়ের সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

Uttarkanya Abhiyan
বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানে চলল জলকামান

সেদিনের মিছিল থেকে মীনাক্ষী দাবি করেছিলেন, শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করা হয়েছে ৷ তারা কেবল স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন ৷ মহিলা পুলিশ ছাড়া মহিলাদের উপর আক্রমণের অভিযোগ করেছিলেন তিনি ৷ এদিন বাম শিক্ষক সংগঠনের উত্তরকন্যা অভিযানের মিছিলেও একই অভিযোগ করলেন আন্দোলনকারীরা ৷ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা কমিটির সদস্য প্রণব দাস বলেন, "মহিলা পুলিশ ছিল না ৷ পুরুষ পুলিশ মহিলাদের আটকাচ্ছে ৷ এই পুলিশ ঘুষ খায়, চাকরি দুর্নীতিতে তারা যুক্ত রয়েছে ৷ পুলিশ সঠিক অপরাধীদের ধরতে পারে না ৷ সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্চ করে পুলিশ ৷"

বাম শিক্ষক সংগঠনের মিছিলের উপর পুলিশি আক্রমণ নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যসভার সাংসদ তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি এদিন বাম শিক্ষক সংগঠন ও প্রাথমিক শিক্ষক সংগঠনের সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুলিশের উপর নির্দেশ রয়েছে যে কোন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দিতে হবে । রাজ্যের পুলিশের মধ্যে একটা ক্ষোভ রয়েছে ৷ তাদের কাজ হচ্ছে চোর জোচ্চরের প্রতিরক্ষা দেওয়া । সেক্ষেত্রে শিক্ষকরা কেন মিছিল করবে । তাদের তো প্রতিরক্ষা দিতে পারব না । তাই শিক্ষকদের বার করে দিই । তাই শিক্ষা আর পুলিশের দৃষ্টির মধ্যে বৈরিতা আছে । তার উদাহরণ আজকে পাওয়া গেল ।"

আরও পড়ুন: ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.