শিলিগুড়ি, 8 মে : বর্ণবৈষম্যমূলক মন্তব্যকে কেন্দ্র করে আজ স্মারকলিপি প্রদান করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা । এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় । ছাত্রছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্মীদের হাতাহাতিরও অভিযোগ ওঠে । জখম হয় এক কর্মীসহ দুই ছাত্র । তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ ।
ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে । অভিযোগ ওঠে, বাংলা বিভাগের অধ্যাপক মঞ্জুলা বেড়া ছাত্রছাত্রী ও অধ্যাপকদের উদ্দেশে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছেন । এরপর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান । সেসময় মঞ্জুলাকে বাংলা বিভাগ থেকে সরিয়েও দেওয়া হয় । কিন্তু, মঞ্জুলা দাবি করেন, তাঁকে এই কারণে সরানো হয়নি । এদিকে, আজ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যায় । সেইসময় উপাচার্যের ঘরের সামনে থাকা নিরাপত্তারক্ষী গোপাল সন্ন্যাসী জানান, চারজন উপাচার্যের সাথে দেখা করতে পারবে । এরপরই তারা নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিতে শুরু করে । গুরুতর আহত হন গোপালবাবু । পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে হাতাহাতিতে চোট লাগে উপাচার্যের আত্মসহায়কেরও ।
ছাত্রছাত্রীদের দাবি, "উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে আমাদের বাধা দেওয়া হয় । বলা হয়, চারজনের বেশি দেখা করতে পারবে না । তারপরই আমাদের সাথে উপাচার্যের সিকিউরিটি গার্ডের ঝামেলা শুরু হয় । ধর্মেন্দ্র বর্মণ নামে এক ছাত্র জখম হয় । বিশ্ববিদ্যালয়ের কর্মীরা আসেন । অবশেষে উপাচার্য আমাদের ছয়জন ছাত্রছাত্রীকে দেখা করার সুযোগ দেন ।"
এই বিষয়ে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেন, "62 বছরের ইতিহাসে এই ধরনের অভিযোগ কখনও ওঠেনি । তাই পুরো বিষয়টি নিয়ে কার্যকরী সমিতির বৈঠকে আলোচনা করা হবে । CCTV ফুটেজ সহ সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে । ছাত্রছাত্রীরা অধ্যাপকের বিরুদ্ধে মঞ্জুলা বেড়ার নামে যে অভিযোগ তুলেছে তা অবশ্যই আমরা খতিয়ে দেখব ।"
আজ ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও বিক্ষোভে সামিল হন ।