ETV Bharat / state

জাহাজের অভাবে আন্দামান থেকে উত্তরবঙ্গে আনা গেল না 6 কুনকিকে - siliguri

চোরা শিকারিদের হাত থেকে বন্য পশুদের নিরাপত্তার জন্য আন্দামান থেকে উত্তরবঙ্গে ছয় কুনকি হাতি আনার বন্দোবস্ত করেছিল বন দপ্তর । কিন্তু, সঠিক পরিকাঠামোর জাহাজের অভাবে আপাতত ওই হাতিগুলিকে উত্তরবঙ্গে আনা সম্ভব হচ্ছে না।

ফাইল ফোটো
author img

By

Published : May 3, 2019, 9:48 AM IST

শিলিগুড়ি, 3 মে : সঠিক পরিকাঠামোর জাহাজ না মেলায় আন্দামান থেকে ছয়টি কুনকি হাতিকে উত্তরবঙ্গে নিয়ে আসা সম্ভব হচ্ছে না । সেক্ষেত্রে বিকল্প পথও খুঁজে পাচ্ছে না বনকর্তারা । ফলত রাজ্য বন দপ্তরের একাংশ কর্তাই ওই ছয় কুনকি হাতির আশা ছেড়ে দিয়েছেন । যদিও রাজ্য বন দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ হার মানতে নারাজ । সবুরে মেওয়া ফলানোর আশায় প্রহর গুনছেন তিনি ।

উত্তরবঙ্গের বনাঞ্চল মূলত জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতো রিজ়ার্ভ ফরেস্ট সহ বিভিন্ন বনাঞ্চলে নজরদারি বাড়ানোর প্রয়োজন । তাই বনকর্মী নিয়োগের পাশাপাশি ঘন জঙ্গলে পেট্রোলিংয়ের জন্য কুনকি হাতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেক্ষেত্রে, রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর পড়লেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি । তবে, এক দফায় কুনকি হাতির সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে । যদিও তা প্রয়োজনের তুলনায় কম বটে । সেক্ষেত্রে জঙ্গল এলাকায় নজরদারি বাড়াতে দ্বিতীয় দফায় আন্দামান থেকে কুনকি আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য । যদিও, একমাত্র জাহাজের অপ্রতুলতার জেরে তা বিশবাঁও জলে ।

বন দপ্তর সূত্রে খবর, কুনকি হাতি না পৌঁছানোর জেরে নজরদারি সেভাবে আঁটোসাটো করা যাচ্ছে না । এদিকে, সেই সুযোগে এখনও চলছে চোরাশিকারিদের দাপট। তাদের দাপটে লেপার্ড থেকে শুরু করে হাতি গন্ডার কেউই রেহাই পাচ্ছে না । যা নিয়ে চিন্তার অন্ত নেই বনকর্মীদের।

বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "নথিপত্র সমস্ত প্রস্তুত। তবে উপযুক্ত জাহাজ না মেলায় ছয়টি কুনকি হাতিকে আন্দামান থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না । আমরা চেষ্টা করছি অতিসত্বর হাতিগুলিকে উত্তরে নিয়ে আসার বিষয়ে । হাতিগুলিকে প্রাথমিকভাবে উত্তরের বিভিন্ন বনাঞ্চলে নিরাপত্তার কাজে লাগানো হবে । তবে তার মধ্যে কোনও একটি কুনকি হাতিকে বেঙ্গল সাফারি পার্কের হাতি সাফারিতে কাজে লাগানো হবে ।

পরিকল্পনা অনেক থাকলেও তা বাস্তবায়িত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বনকর্মীরা । কেননা জলপথ পাড়ি দিতে একমাত্র ভরসা জাহাজ । বিকল্প কোনও পথ নেই । সেক্ষেত্রে আন্দামান থেকে আদৌ কুনকি হাতি আসবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বনকর্মীদের একাংশের ।

শিলিগুড়ি, 3 মে : সঠিক পরিকাঠামোর জাহাজ না মেলায় আন্দামান থেকে ছয়টি কুনকি হাতিকে উত্তরবঙ্গে নিয়ে আসা সম্ভব হচ্ছে না । সেক্ষেত্রে বিকল্প পথও খুঁজে পাচ্ছে না বনকর্তারা । ফলত রাজ্য বন দপ্তরের একাংশ কর্তাই ওই ছয় কুনকি হাতির আশা ছেড়ে দিয়েছেন । যদিও রাজ্য বন দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ হার মানতে নারাজ । সবুরে মেওয়া ফলানোর আশায় প্রহর গুনছেন তিনি ।

উত্তরবঙ্গের বনাঞ্চল মূলত জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতো রিজ়ার্ভ ফরেস্ট সহ বিভিন্ন বনাঞ্চলে নজরদারি বাড়ানোর প্রয়োজন । তাই বনকর্মী নিয়োগের পাশাপাশি ঘন জঙ্গলে পেট্রোলিংয়ের জন্য কুনকি হাতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেক্ষেত্রে, রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর পড়লেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি । তবে, এক দফায় কুনকি হাতির সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে । যদিও তা প্রয়োজনের তুলনায় কম বটে । সেক্ষেত্রে জঙ্গল এলাকায় নজরদারি বাড়াতে দ্বিতীয় দফায় আন্দামান থেকে কুনকি আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য । যদিও, একমাত্র জাহাজের অপ্রতুলতার জেরে তা বিশবাঁও জলে ।

বন দপ্তর সূত্রে খবর, কুনকি হাতি না পৌঁছানোর জেরে নজরদারি সেভাবে আঁটোসাটো করা যাচ্ছে না । এদিকে, সেই সুযোগে এখনও চলছে চোরাশিকারিদের দাপট। তাদের দাপটে লেপার্ড থেকে শুরু করে হাতি গন্ডার কেউই রেহাই পাচ্ছে না । যা নিয়ে চিন্তার অন্ত নেই বনকর্মীদের।

বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, "নথিপত্র সমস্ত প্রস্তুত। তবে উপযুক্ত জাহাজ না মেলায় ছয়টি কুনকি হাতিকে আন্দামান থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না । আমরা চেষ্টা করছি অতিসত্বর হাতিগুলিকে উত্তরে নিয়ে আসার বিষয়ে । হাতিগুলিকে প্রাথমিকভাবে উত্তরের বিভিন্ন বনাঞ্চলে নিরাপত্তার কাজে লাগানো হবে । তবে তার মধ্যে কোনও একটি কুনকি হাতিকে বেঙ্গল সাফারি পার্কের হাতি সাফারিতে কাজে লাগানো হবে ।

পরিকল্পনা অনেক থাকলেও তা বাস্তবায়িত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বনকর্মীরা । কেননা জলপথ পাড়ি দিতে একমাত্র ভরসা জাহাজ । বিকল্প কোনও পথ নেই । সেক্ষেত্রে আন্দামান থেকে আদৌ কুনকি হাতি আসবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বনকর্মীদের একাংশের ।

Intro:অমিল জাহাজ, সাগরের ওপারে আটকে ছয় কুনকি!

শিলিগুড়ি, ৩ মেঃ সঠিক পরিকাঠামো যুক্ত জাহাজ না মেলায় আন্দামান থেকে ছয়টি কুনকি হাতিকে উত্তরবঙ্গে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে বিকল্প পথও খুঁজে পাচ্ছে না বনকর্তারা। ফলত রাজ্য বনদপ্তরের একাংশ কর্তাই ওই ছয় কুনকি হাতির আশা ছেড়ে দিয়েছেন। যদিও রাজ্য বনদপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ অবশ্য হার মানতে নারাজ। সবুরে মেওয়া ফলানোর আশায় প্রহর গুনছেন তিনি।

উত্তরবঙ্গের বনাঞ্চল মূলত জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতোন রিজার্ভ ফরেস্ট সহ বিভিন্ন বনাঞ্চলে নজরদারী বাড়াতে বনকর্মী নিয়োগের পাশাপাশি ঘন জঙ্গলে পেট্রোলিং এর জন্য কুনকি হাতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর পড়লেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। তবে এক দফায় কুনকি হাতির সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। যদিও তা প্রয়োজনের তুলনায় কম বটে। সেক্ষেত্রে জঙ্গল এলাকায় নজরদারী বাড়াতে দ্বিতীয় দফায় আন্দামান থেকে কুনকি আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। যদিও একমাত্র জাহাজের অপ্রতুলতার জেরে তা বিশবাঁও জলে।

এদিকে কুনকি হাতি না পৌঁছানোর জেরে নজরদারী সেভাবে আটোসাটো করা যাচ্ছে না বলেই খবর বনদপ্তর সূত্রে। এদিকে সেই সুযোগে এখনও চলছে চোরা শিকারীদের দাপট। তাদের দাপটে লেপার্ড থেকে শুরু করে হাতি গন্ডার কারোরই রেহাই নেই। যা নিয়ে চিন্তার অন্ত নেই বনকর্মীদের।

বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, নথিপত্র সমস্ত প্রস্তুত। তবে উপযুক্ত জাহাজ না মেলায় ছয়টি কুনকি হাতিকে আন্দামান থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি অতিসত্বর হাতিগুলিকে উত্তরে নিয়ে আসার বিষয়ে। হাতিগুলিকে প্রাথমিকভাবে উত্তরের বিভিন্ন বনাঞ্চলে নিরাপত্তার কাজে লাগানো হবে। তবে তার মধ্যে কোন একটি কুনকি হাতিকে বেঙ্গল সাফারি পার্কের হাতি সাফারিতে কাজে লাগানো হবে।

পরিকল্পনা অনেক থাকলেও তা বাস্তবায়িত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন বনকর্মীরা। কেননা জলপাথ পারি দিতে একমাত্র ভরসা জাহাজ। বিকল্প কোন পথ নেই। সেক্ষত্রে আন্দামান থেকে আদৌ কুনকি হাতি আসবে কি না তা এখনও কল্পনাতীত বলেই মনে করছেন বনকর্মীদের একাংশ।


Body:. Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.