ETV Bharat / state

কোরোনার প্রভাব কাটলেই CAA কার্যকর হবে : নাড্ডা - J P Nadda in Siliguri

"বাংলায় যা হয়নি, তার একটি তালিকা তৈরি করুন । মোদি সরকার সব করে দেবে ।" বললেন BJP -র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । পাশাপাশি ক্ষমতায় এলে একমাসের মধ্যে আয়ুষ্মান ভারতও কার্যকর করে দেবেন বলেও আশ্বাস দেন তিনি । ।

জে পি নাড্ডা
জে পি নাড্ডা
author img

By

Published : Oct 19, 2020, 5:30 PM IST

Updated : Oct 19, 2020, 6:54 PM IST

শিলিগুড়ি, 19 অক্টোবর : পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । আজ শিলিগুড়ির সাংগঠনিক সভায় বক্তব্য রাখার সময় প্রতিটি মুহূর্তে যেন সে কথাই বুঝিয়ে দিচ্ছিলেন জে পি নাড্ডা । বৈঠকে ফের একবার জোর দিতে দেখা গেল নাগরিকত্ব সংশোধনী আইনের উপর ।

CAA নিয়ে আজ নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন BJP সভাপতি । বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন তো পাশ হয়েই গেছে । আপনারা নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা পাবেনই । এটা নিশ্চিত । এখন আইনের বিধিগুলি তৈরি হচ্ছে । কোরোনার কারণে কিছু বাধা তৈরি হয়েছে । কিন্তু কোরোনার প্রভাব একবার কমলেই বিধি তৈরি হয়ে যাবে । আপনারা খুব তাড়াতাড়ি এর সুবিধা পাবেন ।"

কী বললেন জে পি নাড্ডা ?

একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙা করতে অমিত শাহ এবং জে পি নাড্ডা দু'জনই গত কয়েকমাস ধরে বাংলায় বেশ কয়েকটি ভার্চুয়াল সমাবেশ ও দলীয় কর্মসূচি করেছেন । পুজোর আগে অমিত শাহেরও বাংলায় আসার কথা ছিল । কিন্তু বিহারের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি পুজোর আগে আসতে পারছেন না বাংলায় । তাঁর পরিবর্তে আজ বাংলার BJP কর্মীদের মনোবল চাঙা করতে শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।

বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "বাংলাকে ভাঙতে চায় বর্তমান রাজ্য সরকার । আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ । সবাইকে নিয়ে চলার ক্ষমতা একমাত্র নরেন্দ্র মোদিরই আছে ।"

বর্তমান রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন," গরিব কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র । গত ছয় বছরে ভারতে আত্মনির্ভরতা বেড়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতেই বলেন হবে না । বাংলায় কৃষি আইনে বাধা দিচ্ছেন । কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা । কৃষকনিধি সম্মান থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা । বাংলায় যা হয়নি, তার একটি তালিকা তৈরি করুন । মোদি সরকার সব করে দেবে । বাংলায় আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি । ক্ষমতায় এলে একমাসের মধ্যে কার্যকর করে দেব ।"

শিলিগুড়ি, 19 অক্টোবর : পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । আজ শিলিগুড়ির সাংগঠনিক সভায় বক্তব্য রাখার সময় প্রতিটি মুহূর্তে যেন সে কথাই বুঝিয়ে দিচ্ছিলেন জে পি নাড্ডা । বৈঠকে ফের একবার জোর দিতে দেখা গেল নাগরিকত্ব সংশোধনী আইনের উপর ।

CAA নিয়ে আজ নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন BJP সভাপতি । বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন তো পাশ হয়েই গেছে । আপনারা নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা পাবেনই । এটা নিশ্চিত । এখন আইনের বিধিগুলি তৈরি হচ্ছে । কোরোনার কারণে কিছু বাধা তৈরি হয়েছে । কিন্তু কোরোনার প্রভাব একবার কমলেই বিধি তৈরি হয়ে যাবে । আপনারা খুব তাড়াতাড়ি এর সুবিধা পাবেন ।"

কী বললেন জে পি নাড্ডা ?

একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙা করতে অমিত শাহ এবং জে পি নাড্ডা দু'জনই গত কয়েকমাস ধরে বাংলায় বেশ কয়েকটি ভার্চুয়াল সমাবেশ ও দলীয় কর্মসূচি করেছেন । পুজোর আগে অমিত শাহেরও বাংলায় আসার কথা ছিল । কিন্তু বিহারের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি পুজোর আগে আসতে পারছেন না বাংলায় । তাঁর পরিবর্তে আজ বাংলার BJP কর্মীদের মনোবল চাঙা করতে শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।

বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "বাংলাকে ভাঙতে চায় বর্তমান রাজ্য সরকার । আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ । সবাইকে নিয়ে চলার ক্ষমতা একমাত্র নরেন্দ্র মোদিরই আছে ।"

বর্তমান রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন," গরিব কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র । গত ছয় বছরে ভারতে আত্মনির্ভরতা বেড়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতেই বলেন হবে না । বাংলায় কৃষি আইনে বাধা দিচ্ছেন । কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা । কৃষকনিধি সম্মান থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা । বাংলায় যা হয়নি, তার একটি তালিকা তৈরি করুন । মোদি সরকার সব করে দেবে । বাংলায় আয়ুষ্মান ভারত কার্যকর হয়নি । ক্ষমতায় এলে একমাসের মধ্যে কার্যকর করে দেব ।"

Last Updated : Oct 19, 2020, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.