শিলিগুড়ি, 2 ফেব্রুয়ারি : করোনা আবহে দীর্ঘ দশ মাস বন্ধ ছিল পর্যটন শিল্প । পর্যটকদের স্বার্থে এবং করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । দশ মাস পরে আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রাজ্যের পাশাপাশি দেশের পর্যটন ব্যবস্থা । দশ মাসে কোন আয় না হওয়ায় মুখ থুবড়ে পড়েছিল সমস্ত ট্যুর অপারেটর থেকে পর্যটন ব্যবসায়ীরা ।
আশা ছিল বাজেটের মাধ্যমে কেন্দ্র সরকার পর্যটন শিল্পকে ফের মূল স্রোতে ফিরতে আর্থিক প্যাকেজের ঘোষণা করবে । কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ হওয়ার পর স্তম্ভিত পুরো পর্যটনমহল । প্যাকেজের কথা তো দূরে থাক, গোটা বাজেটে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কোন মন্তব্যই করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী । ফলে আশাহত পর্যটন শিল্পী এবং ব্যবসায়ীরা । তাদের আবেদন কেন্দ্র সরকার আরও একবার বাজেট পুনর্বিবেচনা করুক । না হলে আগামীতে হয়তো আরও বেশি বিপাকে পড়তে হবে পর্যটন ব্যবসায়ীদের ।
এসোসিয়েশন ফর কোনোজার্ভেশন এন্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বাসু বলেন, "করোনা আবহে পর্যটন শিল্পের কোমর ভেঙে গিয়েছে । যেখানে এই শিল্পই দেশকে 10 শতাংশ জিডিপি এবং 12 শতাংশ সরাসরি কর্মসংস্থান দিয়ে থাকে । সেই জায়গায় কেন্দ্র বাজেটে পর্যটনের কোন উল্লেখ না থাকায় আমরা আশাহত হয়েছি । আমরা ইতিমধ্যে সমস্ত পর্যটন ব্যবসায়ী এবং ট্যুর অপারেটররা সেই বিষয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি ।" একই সুর হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যালের গলায় ৷ তিনি বলেন, "আমরা স্তম্ভিত । আমরা আশা করেছিলাম এর আগে যখন বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হচ্ছিল তখন পর্যটন শিল্পের জন্যও কেন্দ্র সরকার আর্থিক প্যাকেজ বা ছাড়ের ঘোষণা করবে । কিন্তু সেটা না হওয়ার পরেও আমরা ভেবেছিলাম বাজেটে আমাদের সমাধান মিলবে । কিন্তু বাজেটে আমাদের কোন সুরাহার কথাই নেই । উল্টে পর্যটন শিল্পে মোট বরাদ্দ গত বারের থেকেও কমিয়ে দেওয়া হয়েছে । তার মানে সরকার পর্যটনকে গুরুত্বই দেয় না ।"
আরও পড়ুন : টাকে চুল গজিয়ে দেবে ক্লিনিক, টাকা ধার দেবে ফিনান্স কোম্পানি; প্রতারণার অভিযোগ
কেন্দ্র সরকারের বাজেট নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র । তিনি বলেন, "যেখানে কেন্দ্র সরকার পর্যটন শিল্পের থেকেই একটা বড় অংশ কর পেয়ে থাকে । সেখানে বাজেটে পর্যটন শিল্পর উল্লেখ না করায় আমরা আশাহত । করোনা আবহের দশ মাসে পর্যটন শিল্পের যা ক্ষতি হয়েছে তা পূরণ হতে অন্তত তিন বছর সময় লাগবে । কেন্দ্র সরকার বাজেটের মাধ্যমে সাহায্য করলে শিল্পটি দ্রুত ঠিক হত ।"