ETV Bharat / state

বোর্ড ভাঙার নির্দেশ বেআইনি, আদালতে যান ; BJP-কে পরামর্শ অশোকের - illegal

দার্জিলিঙে 17 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । সেখানে মোট কাউন্সিলরের সংখ্যা 32 । এই কারণে নির্বাচিত পৌর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি বললেন মেয়র অশোক ভট্টাচার্য ।

অশোক ভট্টাচার্য
author img

By

Published : Jun 19, 2019, 11:08 PM IST

Updated : Jun 20, 2019, 6:30 AM IST

শিলিগুড়ি, 19 জুন : দার্জিলিঙে পৌরবোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি ও অসাংবিধানিক । এই মন্তব্য করলেন শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক ভট্টাচার্য । এই সিদ্ধান্তের বিরুদ্ধে কাউন্সিলরদের আদালতে যাওয়ার পরামর্শও দিলেন তিনি ।

দার্জিলিঙে 17 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । সেখানে মোট কাউন্সিলরের সংখ্যা 32 । এই কারণে নির্বাচিত পৌর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি বললেন মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন, " 431 -এর দুই উপধারায় এই নির্বাচিত বোর্ড ভাঙা হয়েছে । কিন্তু ওই ধারায় বলা আছে চরম অনিয়ম হলে প্রথমে শোকজ় করতে হয় । পরে পৌরসভা ভাঙা যেতে পারে । দার্জিলিঙে এক মাস আগেও এই কাউন্সিলররা তৃণমূল কংগ্রেস এবং বিনয় তামাঙের সঙ্গে ছিলেন । সরকার বোর্ড ভেঙে দিলে তাহলে জানান ঠিক কী অনিয়ম হয়েছিল । ওই কাউন্সিলরদের শোকজ় করা হয়েছিল কি না । আর যদি সত্যিই অনিয়ম হয়ে থাকত, তাহলে তখন পুলিশে FIR করলেন না কেন ? "

মেয়র আরও বলেন, " BJP-কে আটকাতে আইনের ধারা প্রয়োগ করে বোর্ড ভাঙার সিদ্ধান্ত মানব না । এটা BJP বা কোনও রাজনৈতিক দলের বিষয় নয় । এটি আসলে তৃতীয় স্তরের সরকার । তা গায়ের জোরে ভাঙা হবে কেন । আমি চাই সুবুদ্ধিসম্পন্ন ও গণতন্ত্র প্রিয় কাউন্সিলররা এবং আইনজীবীরা আদালতে যান । সেখানে হার নিশ্চিত । "

তিনি আরও বলেন, আমরা চাই রাজ্যের 18 টি পৌরসভার যেখানে মেয়াদ শেষ হয়েছে সেখানে অবিলম্বে নির্বাচন হোক । দার্জিলিঙে নির্বাচিত পৌরবোর্ড ভাঙার নির্দেশ প্রত্যাহার করুক সরকার ।

শিলিগুড়ি, 19 জুন : দার্জিলিঙে পৌরবোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি ও অসাংবিধানিক । এই মন্তব্য করলেন শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক ভট্টাচার্য । এই সিদ্ধান্তের বিরুদ্ধে কাউন্সিলরদের আদালতে যাওয়ার পরামর্শও দিলেন তিনি ।

দার্জিলিঙে 17 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । সেখানে মোট কাউন্সিলরের সংখ্যা 32 । এই কারণে নির্বাচিত পৌর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি বললেন মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন, " 431 -এর দুই উপধারায় এই নির্বাচিত বোর্ড ভাঙা হয়েছে । কিন্তু ওই ধারায় বলা আছে চরম অনিয়ম হলে প্রথমে শোকজ় করতে হয় । পরে পৌরসভা ভাঙা যেতে পারে । দার্জিলিঙে এক মাস আগেও এই কাউন্সিলররা তৃণমূল কংগ্রেস এবং বিনয় তামাঙের সঙ্গে ছিলেন । সরকার বোর্ড ভেঙে দিলে তাহলে জানান ঠিক কী অনিয়ম হয়েছিল । ওই কাউন্সিলরদের শোকজ় করা হয়েছিল কি না । আর যদি সত্যিই অনিয়ম হয়ে থাকত, তাহলে তখন পুলিশে FIR করলেন না কেন ? "

মেয়র আরও বলেন, " BJP-কে আটকাতে আইনের ধারা প্রয়োগ করে বোর্ড ভাঙার সিদ্ধান্ত মানব না । এটা BJP বা কোনও রাজনৈতিক দলের বিষয় নয় । এটি আসলে তৃতীয় স্তরের সরকার । তা গায়ের জোরে ভাঙা হবে কেন । আমি চাই সুবুদ্ধিসম্পন্ন ও গণতন্ত্র প্রিয় কাউন্সিলররা এবং আইনজীবীরা আদালতে যান । সেখানে হার নিশ্চিত । "

তিনি আরও বলেন, আমরা চাই রাজ্যের 18 টি পৌরসভার যেখানে মেয়াদ শেষ হয়েছে সেখানে অবিলম্বে নির্বাচন হোক । দার্জিলিঙে নির্বাচিত পৌরবোর্ড ভাঙার নির্দেশ প্রত্যাহার করুক সরকার ।

Intro:বোর্ড ভাঙার নির্দেশ বেআইনী, আদালতে যান: বিজেপিকে পরামর্শ অশোকের


দার্জিলিংয়ে পৌরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনী এবং অসাংবিধানিক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কাউন্সিলরদের আদালতে যাওয়ার পরামর্শ দিলেন মেয়র অশোক ভট্টাচার্য।

বাম আমলে দীর্ঘসময় পৌরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। যে আইনে পৌরসভা নিয়ন্ত্রিত হয় তার সর্বশেষ সংস্কার তার আমলেই হয়েছিল। আজ সেই আইনের বিধান দেখিয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেন 32 কাউন্সিলরের মধ্যে 31 জন বিজেপিতে যোগ দেওয়ার ওখানে নির্বাচিত পৌর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি।
মেয়র এদিন বলেন 431 এর দুই উপধারায় এই নির্বাচিত বোর্ড ভাঙা হয়েছে। কিন্তু ওই ধারায় বলা আছে চরম অনিয়ম হলে প্রথমে শোকজ করতে হয়। পরে পৌরসভা ভাঙা যেতে পারে। দার্জিলিংয়ে এক মাস আগেও কাউন্সিলররা তৃণমূল কংগ্রেস এবং বিনয় তামাঙ্গের সঙ্গে ছিলেন। সরকার বোর্ড ভেঙে দিলে তাহলে জানান ঠিক কি অনিয়ম হয়েছিল। শোকজ হয়েছিল কিনা। আর যদি সত্যিই অনিয়ম হোয়ে থাকত, তাহলে তখন পুলিশে এফ আই আর করলেন না কেন?

এদিন অশোক ভট্টাচার্য বলেন ওখানে 31 কাউন্সিলর বিজেপিতে গেছেন। বিজেপিকে আটকাতে আইনের ধারা প্রয়োগ করে বোর্ড ভাঙার সিদ্ধান্ত মানব না। বিজেপি বা রাজনৈতিক দলের বিষয় নয়, এটি আসলে তৃতীয় স্তরের সরকার। তা গায়ের জোরে ভাঙা হবে কেন। আমি চাই সুবুদ্ধিসম্পন্ন ও গণতন্ত্র প্রিয় কাউন্সিলররা এবং আইনজীবীরা আদালতে যান। সেখানে হার নিশ্চিত।

এদিন মেয়র বলেন আমরা চাই রাজ্যের 18টি পূরসভায় যেখানে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে অবিলম্বে নির্বাচন হোক। আর দার্জিলঙ এ নির্বাচিত পৌরবোর্ড ভাঙার নির্দেশ প্রত্যাহার করুক সরকার।


Body:।


Conclusion:
Last Updated : Jun 20, 2019, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.