ETV Bharat / state

ন্যায়ের পরিবর্তে রাহুলের বুদ্ধি বাড়াও যাত্রার প্রয়োজন, কটাক্ষ সুকান্তর - Rahul Gandhi

Sukanta Majumdar: কংগ্রেসের ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর বক্তব্য, রাহুলের উচিত বুদ্ধি বাড়াও যাত্রা করা ৷ এছাড়া তিনি বঙ্গ-রাজনীতির আরও একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে দাঁড়িয়ে মন্তব্য করেছেন ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 12:29 PM IST

Updated : Jan 4, 2024, 1:04 PM IST

রাহুল গান্ধির ন্যায় যাত্রা থেকে বঙ্গ রাজনীতির একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া বিজেপির সুকান্ত মজুমদারের

শিলিগুড়ি, 4 জানুয়ারি: কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধির ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার তিনি বলেন, "রাহুল গান্ধির ন্যায় যাত্রা নয় । তাঁর উচিত বুদ্ধি বাড়াও যাত্রা করার । বাংলায় এই যাত্রা করে কোনও লাভ নেই । তিনি এখনও ভালো করে রাজনীতিটাই বুঝে উঠতে পারেননি ।" এ দিন শিলিগুড়ির মাল্লাগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । এরপর আলিপুরদুয়ারে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যান চলে যান সুকান্ত ।

আগামী ফেব্রুয়ারি মাসে ন্যায় যাত্রার কর্মসূচিতে শিলিগুড়ি আসার কথা রয়েছে রাহুল গান্ধির । দার্জিলিং জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ওই ন্যায় যাত্রা করার কথা রয়েছে তাঁর ৷ আর তাঁর এই ন্যায় যাত্রার প্রসঙ্গ টেনে এ দিন সুকান্ত মজুমদার বলেন, "এখানে আসবেন । দার্জিলিংয়ে ভালো মোমো, থুপপা পাওয়া যায় ৷ আসবেন ঘুরবেন । খাবেন । এই যাত্রা করে কোনও লাভ হবে না ।"

পাশাপাশি তিনি বলেন, "বিজেপি স্লোগানভিত্তিক দল নয় ৷ তৃণমূল কংগ্রেস স্লোগানভিত্তিক দল । বিজেপি নীতি আদর্শের দল । আমরা মোদিজীকে প্রধানমন্ত্রী বানাতে চাই । গোটা দেশ চায় । টু জিরো টু ফোর মোদিজী ওয়ানস মোর । তৃণমূল একটি স্লোগানভিত্তিক দল । মা, মাটি, মানুষ - এর বাইরে কোনও নীতি নেই, আদর্শ নেই ৷ কামাও, খাও দাও মজা করো ।"

এরপর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আসন সংখ্যা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি বলেন, "কেন্দ্রের তরফে এমন কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি । তবে এত সংখ্যক আসনে জয় পেতে বলা হয়েছে, যাতে মোদিজী বলতে পারেন আমি পশ্চিমবঙ্গের জন্যই প্রধানমন্ত্রী হয়েছি ।"

অন্যদিকে, এ দিন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহের বিষয়ে বলেন, "এবার বোঝা যাবে কালীঘাটের কাকুর যে ভোকাল কর্ড, সেই কর্ড ধরে রাস্তা কোনদিকে যাবে । নিশ্চয় ওখানে কোনও গুপ্তধন আছে । যেই গুপ্তধনকে লোকানোর জন্যই এতো চেষ্টা এতোদিন ধরে চলছিল । সেই গুপ্তধন এবার সবার সামনে আসবে ৷ মুক্ত হবে । নমুনা সংগ্রহের জন্য লোকানোর চেষ্টা চলছিল । সেটা বোঝাই যাচ্ছিল । কালীঘাটের কাকু যদি মুখ খুলে দেন, তাহলে যেই বসের কথা তিনি বলছিলেন, সেই বসের কাছে তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে ।"

এছাড়াও এ দিন তৃণমূলের অন্দরে আদি ও নব্যর সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন পুরনোদের অবসরে পাঠাতে ৷ সেজন্য ভাতার ঘোষণা করছেন । কিন্তু এতে প্রবীণরা রাজি হচ্ছে না । তাই বিদ্রোহ করছেন ।"

আরও পড়ুন:

  1. মণিপুর থেকে মুম্বই 'ভারত ন্যায় যাত্রা' কংগ্রেসের, রাহুলের ডাকে বাংলা-সহ 14 রাজ্যে কর্মসূচি
  2. লোকসভা নির্বাচন পাখির চোখ, কর্মীদের চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে সুকান্ত
  3. দল হাইজ্যাক করে নিয়েছে ভাইপো, মমতা সব ফিরে পাওয়ার চেষ্টা করছেন: সুকান্ত

রাহুল গান্ধির ন্যায় যাত্রা থেকে বঙ্গ রাজনীতির একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া বিজেপির সুকান্ত মজুমদারের

শিলিগুড়ি, 4 জানুয়ারি: কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধির ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । বৃহস্পতিবার তিনি বলেন, "রাহুল গান্ধির ন্যায় যাত্রা নয় । তাঁর উচিত বুদ্ধি বাড়াও যাত্রা করার । বাংলায় এই যাত্রা করে কোনও লাভ নেই । তিনি এখনও ভালো করে রাজনীতিটাই বুঝে উঠতে পারেননি ।" এ দিন শিলিগুড়ির মাল্লাগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । এরপর আলিপুরদুয়ারে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যান চলে যান সুকান্ত ।

আগামী ফেব্রুয়ারি মাসে ন্যায় যাত্রার কর্মসূচিতে শিলিগুড়ি আসার কথা রয়েছে রাহুল গান্ধির । দার্জিলিং জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ওই ন্যায় যাত্রা করার কথা রয়েছে তাঁর ৷ আর তাঁর এই ন্যায় যাত্রার প্রসঙ্গ টেনে এ দিন সুকান্ত মজুমদার বলেন, "এখানে আসবেন । দার্জিলিংয়ে ভালো মোমো, থুপপা পাওয়া যায় ৷ আসবেন ঘুরবেন । খাবেন । এই যাত্রা করে কোনও লাভ হবে না ।"

পাশাপাশি তিনি বলেন, "বিজেপি স্লোগানভিত্তিক দল নয় ৷ তৃণমূল কংগ্রেস স্লোগানভিত্তিক দল । বিজেপি নীতি আদর্শের দল । আমরা মোদিজীকে প্রধানমন্ত্রী বানাতে চাই । গোটা দেশ চায় । টু জিরো টু ফোর মোদিজী ওয়ানস মোর । তৃণমূল একটি স্লোগানভিত্তিক দল । মা, মাটি, মানুষ - এর বাইরে কোনও নীতি নেই, আদর্শ নেই ৷ কামাও, খাও দাও মজা করো ।"

এরপর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আসন সংখ্যা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি বলেন, "কেন্দ্রের তরফে এমন কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি । তবে এত সংখ্যক আসনে জয় পেতে বলা হয়েছে, যাতে মোদিজী বলতে পারেন আমি পশ্চিমবঙ্গের জন্যই প্রধানমন্ত্রী হয়েছি ।"

অন্যদিকে, এ দিন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহের বিষয়ে বলেন, "এবার বোঝা যাবে কালীঘাটের কাকুর যে ভোকাল কর্ড, সেই কর্ড ধরে রাস্তা কোনদিকে যাবে । নিশ্চয় ওখানে কোনও গুপ্তধন আছে । যেই গুপ্তধনকে লোকানোর জন্যই এতো চেষ্টা এতোদিন ধরে চলছিল । সেই গুপ্তধন এবার সবার সামনে আসবে ৷ মুক্ত হবে । নমুনা সংগ্রহের জন্য লোকানোর চেষ্টা চলছিল । সেটা বোঝাই যাচ্ছিল । কালীঘাটের কাকু যদি মুখ খুলে দেন, তাহলে যেই বসের কথা তিনি বলছিলেন, সেই বসের কাছে তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে ।"

এছাড়াও এ দিন তৃণমূলের অন্দরে আদি ও নব্যর সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন পুরনোদের অবসরে পাঠাতে ৷ সেজন্য ভাতার ঘোষণা করছেন । কিন্তু এতে প্রবীণরা রাজি হচ্ছে না । তাই বিদ্রোহ করছেন ।"

আরও পড়ুন:

  1. মণিপুর থেকে মুম্বই 'ভারত ন্যায় যাত্রা' কংগ্রেসের, রাহুলের ডাকে বাংলা-সহ 14 রাজ্যে কর্মসূচি
  2. লোকসভা নির্বাচন পাখির চোখ, কর্মীদের চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে সুকান্ত
  3. দল হাইজ্যাক করে নিয়েছে ভাইপো, মমতা সব ফিরে পাওয়ার চেষ্টা করছেন: সুকান্ত
Last Updated : Jan 4, 2024, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.