শিলিগুড়ি, 17 অক্টোবর: আগামী 19 অক্টোবর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের BJP নেতাদের সঙ্গে বৈঠক করতে আসছেন BJP এর সর্বভারতীয় সভাপতি J P নাড্ডা । নাড্ডার সফর ঘিরে এখন তুমুল ব্যস্ত গেরুয়া শিবির ।
BJP সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল নটা দশ মিনিটে বাগডোগরায় এসে পৌঁছাবেন BJP সভাপতি । বিমান বন্দর থেকে তাঁকে শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে নিয়ে আসবে BJP এর দুশো বাইক বাহিনী । সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে স্থানীয় এক মন্দিরে পুজো দেবেন নাড্ডা । এরপর সেবক রোডের একটি হোটেলে পৌঁছাবেন তিনি । BJP সুত্রে খবর, ওই হোটেলে দুপুর দেড়টা অবধি উত্তরবঙ্গের BJP নেতাদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা । এরপর দুপুরে উত্তরের বিভিন্ন জেলার বুদ্ধিজীবিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি । জেলায় জেলায় প্রায় দুশো বুদ্ধিজীবিকে ওই বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছে BJP । নাড্ডার সফর সামনে রেখে উত্তরের জেলাগুলির সমস্ত সাংসদ ছাড়াও ইতিমধ্যেই শিলিগুড়িতে এসে পৌঁছেছেন BJP রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, ভারতী ঘোষ, অরবিন্দ মেনন । আগামীকাল আসার কথা কৈলাশ বিজয়বর্গী-সহ দিল্লির একাধিক নেতার ।
গত 17 অক্টোবর অমিত শাহের বৈঠক করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন জরুরি কাজে ব্যস্ত আছেন তিনি । পরিবর্তিত পরিস্থিতিতে আগামী 19 অক্টোবর আসছেন নাড্ডা । নাড্ডার সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কোনও বুদ্ধিজীবিরা আমন্ত্রণ পেয়েছেন তা অবশ্য প্রকাশ্যে জানানো হয়নি । ফলে BJP নেতারা ছাড়া ঠিক কারা ওই বৈঠকে যোগ দেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে । আজ শিলিগুড়িতে BJP রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, "তৃণমূল সরকারের পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে । বাংলার BJP আগামী নির্বাচনে কোন পথে লড়বে তা নিয়ে দিক নির্দেশ দেবেন নাড্ডা । পুজোর পর আসবেন অমিত শাহ । ফলে আমরা নাড্ডাকে স্বাগত জানাতে সমস্ত প্রস্তুতি নিচ্ছি । "