ETV Bharat / state

Raju Bista on Paresh Rawal Comment: মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী, পরেশ রাওয়াল বিতর্কে সাফাই রাজু বিস্তার - শিলিগুড়ি

পরেশ রাওয়ালের (Paresh Rawal) মাছ নিয়ে বিতর্কিত মন্তব্যে সরগরম বাংলার রাজনীতি । এই নিয়ে বাঙালির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করলেন দার্জিলিংয়ের (Darjeeling) সাংসদ বিজেপির রাজু বিস্তা (Raju Bista) । বললেন, ‘‘মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী ৷’’

bjp-mp-raju-bista-jokes-on-paresh-rawal-comment-says-fish-is-good-for-health
Raju Bista on Paresh Rawal Comment: মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী, পরেশ রাওয়াল বিতর্কে সাফাই রাজু বিস্তার
author img

By

Published : Dec 2, 2022, 8:14 PM IST

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: বলিউড অভিনেতা তথা প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) মাছ নিয়ে বিতর্কিত মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি । এবার পরেশ রাওয়ালের ওই মন্তব্যের পর বাঙালির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করলেন দার্জিলিংয়ের (Darjeeling) সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা (Raju Bista) ।

শুক্রবার শিলিগুড়িতে (Siliguri) একটি দলীয় কর্মসূচিতে রাজু বিস্তাকে পরেশ রাওয়ালের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তিনি মাছ খাওয়ার জন্য বলেছেন । আমি খালি এটুকুই বলতে পারি, মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী । আমি নিজেও মাছ খাই । আপনারাও খান ।"

মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী, পরেশ রাওয়াল বিতর্কে সাফাই রাজু বিস্তার

গুজরাতে নির্বাচনী (Gujarat Assembly Polls 2022) প্রচারে গিয়ে মাছ ও বাঙালি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল । কিন্তু ওই মন্তব্যের পরই তিনি ক্ষমা চেয়েছেন । কিন্তু তাঁর ক্ষমার পরও রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় থামেনি । পরেশ রাওয়ালের বক্তব্যর বিরোধিতা করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "বিজেপি বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে ৷ এটা তারই প্রতিফলন । পরেশ রাওয়াল যা বলেছেন, সেটা বিজেপির অনুমোদন ছাড়া তো আর বলেননি । বাঙালি বিদ্বেষীমূলক মনোভাব বিজেপির ৷ এর তীব্র বিরোধীতা করি । এটা অনভিপ্রেত । এসব বলে দেশের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি করতে চাইছে বিজেপি ।"

আরও পড়ুন: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: বলিউড অভিনেতা তথা প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) মাছ নিয়ে বিতর্কিত মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি । এবার পরেশ রাওয়ালের ওই মন্তব্যের পর বাঙালির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করলেন দার্জিলিংয়ের (Darjeeling) সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা (Raju Bista) ।

শুক্রবার শিলিগুড়িতে (Siliguri) একটি দলীয় কর্মসূচিতে রাজু বিস্তাকে পরেশ রাওয়ালের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তিনি মাছ খাওয়ার জন্য বলেছেন । আমি খালি এটুকুই বলতে পারি, মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী । আমি নিজেও মাছ খাই । আপনারাও খান ।"

মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী, পরেশ রাওয়াল বিতর্কে সাফাই রাজু বিস্তার

গুজরাতে নির্বাচনী (Gujarat Assembly Polls 2022) প্রচারে গিয়ে মাছ ও বাঙালি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল । কিন্তু ওই মন্তব্যের পরই তিনি ক্ষমা চেয়েছেন । কিন্তু তাঁর ক্ষমার পরও রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় থামেনি । পরেশ রাওয়ালের বক্তব্যর বিরোধিতা করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "বিজেপি বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে ৷ এটা তারই প্রতিফলন । পরেশ রাওয়াল যা বলেছেন, সেটা বিজেপির অনুমোদন ছাড়া তো আর বলেননি । বাঙালি বিদ্বেষীমূলক মনোভাব বিজেপির ৷ এর তীব্র বিরোধীতা করি । এটা অনভিপ্রেত । এসব বলে দেশের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি করতে চাইছে বিজেপি ।"

আরও পড়ুন: বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.