ETV Bharat / state

বর্জ্য থেকে জৈব সার, শিখতে ভিড় বিদেশিদের - Biomass from plastic waste

বাড়ি ও রেস্তরাঁর প্লাস্টিক বর্জ্য থেকে জৈব সার তৈরি করে তাক লাগালেন দুই যুবক ৷ রীতিমতো প্রশিক্ষণ নিয়ে প্রায় দু'বছর ধরে জৈব সার প্রস্তুত করছেন তাঁরা ৷ আর এই প্রযুক্তি শিখতেই পাহাড়ে ভিড় করছেন ভিনদেশিরা ৷

বর্জ্য থেকে জৈব সার, শিখতে ভিড় বিদেশিদের
author img

By

Published : Aug 4, 2019, 2:45 PM IST

দার্জিলিং, 4 অগাস্ট : বাড়ি ও রেস্তরাঁর প্লাস্টিক বর্জ্য থেকে জৈব সার তৈরি করে তাক লাগালেন দুই যুবক ৷ দার্জিলিঙের সোনাদার কাছে 4 মাইলে চলছে বিশাল গুরুং ও উৎসব প্রধানের জৈব সার তৈরির কারখানা ৷ রীতিমতো প্রশিক্ষণ নিয়ে প্রায় দু'বছর ধরে জৈব সার প্রস্তুত করছেন তাঁরা ৷ আর এই প্রযুক্তি শিখতেই পাহাড়ে ভিড় করছেন হল্যান্ড, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ৷

এবিষয়ে বিশাল গুরুং বলেন, "এই পদ্ধতি সর্বত্র কার্যকর করতে কী কায়দায় সহজেই এই পদ্ধতি ব্যবহার করা হয় তা বাড়ি বাড়ি গিয়ে শেখানো হয় ৷"

আগে ওই এলাকায় বাড়ি, রেস্তরাঁ থেকে বর্জ্য পদার্থ স্থানীয় একটি ঝোরায় (ছোটো ঝরনা) ফেলা হত । ফলে ঝোরার মুখ বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল । ওই ঝোরা থেকে কার্সিয়াং পৌরসভা এলাকায় পানীয় জল সরবরাহ হত । কিন্তু ঝোরার মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল সংকট তীব্র হয় । তবে, ওই ঝোরা সাফ করার পাশাপাশি এলাকার প্রতিটি হোটেল ও রেস্তরাঁকে দুটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে । একটি ডাস্টবিনে প্লাস্টিক ও অপরটিতে জৈব বর্জ্য ফেলার জন্য বলা হয় ।

Biomass factory from plastic waste in darjeeling
বিশাল গুরুং

ফলে ঝোরার জল যেমন দূষিত হচ্ছে না তেমনই সংগৃহিত জৈব বর্জ্য পদার্থ দিয়ে বিশেষ কায়দায় জৈব সার তৈরি করা যাচ্ছে । সেই সার বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয় । এতে শাকসবজির ফলনও ভালো হয় ।

দার্জিলিং, 4 অগাস্ট : বাড়ি ও রেস্তরাঁর প্লাস্টিক বর্জ্য থেকে জৈব সার তৈরি করে তাক লাগালেন দুই যুবক ৷ দার্জিলিঙের সোনাদার কাছে 4 মাইলে চলছে বিশাল গুরুং ও উৎসব প্রধানের জৈব সার তৈরির কারখানা ৷ রীতিমতো প্রশিক্ষণ নিয়ে প্রায় দু'বছর ধরে জৈব সার প্রস্তুত করছেন তাঁরা ৷ আর এই প্রযুক্তি শিখতেই পাহাড়ে ভিড় করছেন হল্যান্ড, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ৷

এবিষয়ে বিশাল গুরুং বলেন, "এই পদ্ধতি সর্বত্র কার্যকর করতে কী কায়দায় সহজেই এই পদ্ধতি ব্যবহার করা হয় তা বাড়ি বাড়ি গিয়ে শেখানো হয় ৷"

আগে ওই এলাকায় বাড়ি, রেস্তরাঁ থেকে বর্জ্য পদার্থ স্থানীয় একটি ঝোরায় (ছোটো ঝরনা) ফেলা হত । ফলে ঝোরার মুখ বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল । ওই ঝোরা থেকে কার্সিয়াং পৌরসভা এলাকায় পানীয় জল সরবরাহ হত । কিন্তু ঝোরার মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল সংকট তীব্র হয় । তবে, ওই ঝোরা সাফ করার পাশাপাশি এলাকার প্রতিটি হোটেল ও রেস্তরাঁকে দুটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে । একটি ডাস্টবিনে প্লাস্টিক ও অপরটিতে জৈব বর্জ্য ফেলার জন্য বলা হয় ।

Biomass factory from plastic waste in darjeeling
বিশাল গুরুং

ফলে ঝোরার জল যেমন দূষিত হচ্ছে না তেমনই সংগৃহিত জৈব বর্জ্য পদার্থ দিয়ে বিশেষ কায়দায় জৈব সার তৈরি করা যাচ্ছে । সেই সার বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয় । এতে শাকসবজির ফলনও ভালো হয় ।

Intro:বাড়ির বর্জ্য পদার্থ থেকে জৈবসার তৈরি করে নজর, শিখতে ভিড় বিদেশিদের

দার্জিলিং, ৩ আগস্ট: বাড়ি ও রেস্তোরাঁর প্লাস্টিক বর্জিত বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি করে তাক লাগালেন দুই পাহাড়ি যুবক। আর এই প্রযুক্তি হাতে কলমে শিখতে দার্জিলিংয়ে আসছেন হল্যান্ড, জার্মান সহ ইউরোপের শিক্ষার্থীরা। এই বিষয়টিই এখন দার্জিলিং জেলা প্রশাসনকেও ভাবাচ্ছে। দার্জিলিং পৌরসভার কোনও ওয়ার্ডকে নিয়ে এই বিষয়ে পাইলট প্রোজেক্ট করার বিষয় নিয়ে কথা বলতে ক'দিন আগেই ওই উদ্যোক্তাদের ডেকে পাঠান দার্জিলিং জেলা প্ৰশাসনের কর্তারা।


Body:শৈলশহর দার্জিলিংয়ের সোনাদার কাছে ৮ মাইলে বিশাল গুরুং ও উৎসব প্রধানের জৈব সার তৈরির কারখানা। রীতিমতো প্রশিক্ষণ নিয়ে দু'বছর ধরে এই জৈবসার প্রস্তুত করে চলেছেন ওই দুই পাহাড়ি যুবক। এখন তাঁরা একাজে অনেকটাই সফল। আগে ওই এলাকায় বাড়ি, রেস্তোঁরা থেকে বর্জ্য পদার্থ স্থানীয় একটি খোলায় ফেলা হত। ফলে খোলার মুখ বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ওই খোলা বা ঝোরা থেকে কার্সিয়াঙ পৌরসভা এলাকায় পানীয় জল সরবরাহ হত। কিন্তু ঝোরার মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল সংকট তীব্র হয়। ওই ঝোরা সাফ করার পাশাপাশি এখন ওই এলাকার প্রতিটি হোটেল রেস্তোরাঁকে দুটি করে ডাস্ট বিন দেওয়া হয়েছে। একটি ডাস্টবিনে প্লাসটিক ও অপরটিতে জৈব বর্জ্য ফেলানোর জন্য বলা হয়। ফলে ঝোরার জল যেমন দূষিত হচ্ছে না তেমনি সংগৃহিত জৈব বর্জ্য পদার্থ দিয়ে বিশেষ কায়দায় জৈব সার তৈরি করা হয়। সেই সার বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এতে জৈবসারের শাক সবজির ফলন ভাল হয়। একইসঙ্গে এই পদ্বতি সর্বত্র কার্যকর করতে কি কায়দায় সহজেই এই পদ্ধতি ব্যবহার করা হয় তা বাড়িতে বাড়িতে গিয়ে শেখানো হয় বলে বিশাল গুরুং জানিয়েছেন।


Conclusion:এভাবেই দার্জিলিং পাহাড়ে বাড়ির বর্জ্য পদার্থ ব্যবহার করে জৈবসার তৈরির কৌশল রপ্ত করছে। আর এই কৌশল শিক্ষতেই এখন জার্মান ও হল্যান্ড থেকে শিক্ষার্থীরা ভিড় করছেন এই শহরে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.