ETV Bharat / state

GTA থেকে পদত্যাগ বিনয় তামাঙের - kalimpong

দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী বিনয় তামাং।

বিনয়
author img

By

Published : Apr 25, 2019, 10:20 PM IST

দার্জিলিং, 25 এপ্রিল : GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিনয় তামাঙের । আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন GTA-র ভাইস চেয়ারম্যান অনিত থাপা ।

nabanna
নবান্নে নির্দেশিকা

দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হচ্ছেন মোর্চার বিনয় তামাং। তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল । যদিও মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবেন না বিনয় । শুক্রবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা । তার একদিন আগেই রাজ্যের তরফে এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয় GTA-র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের পদ থেকে বিনয়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে । ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । আজ রাজ্যের স্বরাষ্ট্র ও পাহাড় মন্ত্রকের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য এই নির্দেশিকা দিয়েছেন ।
সরকারি নির্দেশিকার কথা স্বীকার করে নিয়েছেন মোর্চা নেতা তথা GTA-র ভাইস চেয়ারম্যান অনিত থাপা ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল জোটের প্রার্থী হওয়ায় দার্জিলিং বিধায়কের পদ থেকে ইস্তফা দেন অমর সিং রাই । ফলে 19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হবে । গণনা 23 মে ।

দার্জিলিং, 25 এপ্রিল : GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিনয় তামাঙের । আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন GTA-র ভাইস চেয়ারম্যান অনিত থাপা ।

nabanna
নবান্নে নির্দেশিকা

দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হচ্ছেন মোর্চার বিনয় তামাং। তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল । যদিও মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবেন না বিনয় । শুক্রবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা । তার একদিন আগেই রাজ্যের তরফে এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয় GTA-র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের পদ থেকে বিনয়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে । ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । আজ রাজ্যের স্বরাষ্ট্র ও পাহাড় মন্ত্রকের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য এই নির্দেশিকা দিয়েছেন ।
সরকারি নির্দেশিকার কথা স্বীকার করে নিয়েছেন মোর্চা নেতা তথা GTA-র ভাইস চেয়ারম্যান অনিত থাপা ।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল জোটের প্রার্থী হওয়ায় দার্জিলিং বিধায়কের পদ থেকে ইস্তফা দেন অমর সিং রাই । ফলে 19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হবে । গণনা 23 মে ।

Wb_Darj_25Apr_19_Istafa_GTA_Chairman _Binoy_Sanjib_7205425 ------------- জিটিএর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিনয়ের, অফিসিয়েট চেয়ারম্যান অনিত থাপা দার্জিলিং, ২৫ এপ্রিল : জিটিএর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিনয় তামাঙয়ের । রাজ্যপাল বিনয়ের ইস্তফা গ্রহন করেছেন । নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত জিটিএর ভাইস চেয়ারম্যান অনিত থাপা জিটিএর অফিশিয়েট চেয়ারম্যান হিসাবে পদ সামলাবেন। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী হচ্ছেন মোর্চার বিনয় তামাঙ। শুক্রবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা । তার একদিন আগেই রাজ্যের তরফে (নবান্ন থেকে) এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয় জিটিএর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের পদ থেকে বিনয়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে । বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পাহাড় মন্ত্রকের প্রধান সচিব অত্রি ভট্টাচার্জ্য এই নির্দেশিকা দিয়েছেন । এই সরকারি নির্দেশিকার কথা স্বীকার করে নিয়েছেন মোর্চা নেতা তথা জিটিএ-এর ভাইস চেয়ারম্যান অনিত থাপা । দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল জোটের প্রার্থী হওয়ায় দার্জিলিং বিধায়কের পদ থেকে ইস্তফা দেন অমরসিং রাই । ফলে ১৯ মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হবে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.