ETV Bharat / state

গুরুংকে ভয় পাচ্ছেন বিনয় : হরকা - binoy tamang

বিমল গুরুংকে ভয় পাচ্ছেন বিনয় তামাং। আবার গুরুংকে ব্যবহার করছে BJP। আজ একথা বলেন জন আন্দোলন পার্টির নেতা ও প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী।

হরকা বাহাদুর ছেত্রী
author img

By

Published : Apr 5, 2019, 11:51 PM IST

শিলিগুড়ি, 5 এপ্রিল : লোকসভা নির্বাচনে BJP প্রার্থীকে সমর্থন করছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ওই আসনেই লড়ছেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীও। তবে গতকাল গুরুঙের আসার খবর পেয়ে তাঁকে আটকাতে পুলিশ প্রশাসন যে মনোভাব দেখিয়েছিল, তার বিরুদ্ধে সরব হলেন হরকা বাহাদুর ছেত্রী।

আজ শিলিগুড়িতে তিনি বলেন, "পাহাড়ে গণতন্ত্র নেই বলেই বিমল গুরুঙের প্রতি এমন আচরণ করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে আছে। একজন ব্যক্তি এলে গোটা জেলার পরিস্থিতি খারাপ হবে এমন কথা বিশ্বাস করি না।" হরকা আরও বলেন, "রাজনীতিতে বিমল গুরুংকে হয়তো ভয় পাচ্ছেন বিনয় তামাং। সত্যিই যদি তিনি উন্নয়ন করে থাকেন, মানুষের মন জয় করে থাকেন। তাহলে কারও সঙ্গে ভয় পাওয়ার কোনও দরকার নেই।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

পাশাপাশি, BJP কেও বিঁধেছেন তিনি। বলেন, BJP বিমল গুরুংকে ব্যবহার করছে। বিমল গুরুঙের তা বোঝা উচিত।

শিলিগুড়ি, 5 এপ্রিল : লোকসভা নির্বাচনে BJP প্রার্থীকে সমর্থন করছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ওই আসনেই লড়ছেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীও। তবে গতকাল গুরুঙের আসার খবর পেয়ে তাঁকে আটকাতে পুলিশ প্রশাসন যে মনোভাব দেখিয়েছিল, তার বিরুদ্ধে সরব হলেন হরকা বাহাদুর ছেত্রী।

আজ শিলিগুড়িতে তিনি বলেন, "পাহাড়ে গণতন্ত্র নেই বলেই বিমল গুরুঙের প্রতি এমন আচরণ করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে আছে। একজন ব্যক্তি এলে গোটা জেলার পরিস্থিতি খারাপ হবে এমন কথা বিশ্বাস করি না।" হরকা আরও বলেন, "রাজনীতিতে বিমল গুরুংকে হয়তো ভয় পাচ্ছেন বিনয় তামাং। সত্যিই যদি তিনি উন্নয়ন করে থাকেন, মানুষের মন জয় করে থাকেন। তাহলে কারও সঙ্গে ভয় পাওয়ার কোনও দরকার নেই।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

পাশাপাশি, BJP কেও বিঁধেছেন তিনি। বলেন, BJP বিমল গুরুংকে ব্যবহার করছে। বিমল গুরুঙের তা বোঝা উচিত।

Intro:

বিমল গুরুঙকে ভয় পাচ্ছেন বিনয় তামাং ঃ হরকা বাহাদুর ছেত্রী

 

লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন করছেন বিমল গুরুঙ। ওই আসনেই লড়ছেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীও। তবে গতকাল গুরুঙের আসার খবর পেয়ে তাকে আটকাতে পুলিশ প্রশাসন যে মনোভাব দেখিয়েছিল তার বিরুদ্ধে সরব হলেন জন আন্দোলন পার্টির নেতা ও প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী।

 

আজ শিলিগুড়িতে তিনি বলেন, পাহারে গণতন্ত্র নেই বলেই বিমল গুরুঙের প্রতি এমন আচরণ করা হচ্ছে। এই মুহুর্তে রাজ্যের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে আছে। একজন ব্যক্তি এলে গোটা জেলার পরিস্থিতি খারাপ হবে এমন কথা বিশ্বাস করি না। হরকা আরো বলেন, রাজনীতিতে বিমল গুরুঙকে ভয় পাচ্ছেন বিনয় তামাং। সত্যিই যদি তিনি উন্নয়ন করে থাকতেন, তাহলে এত ভয় কিসের?

পাশাপাশি, বিজেপিকেও বিধেছেন এদিন হরকা। তিনি বলেন বিজেপি বিমল গুরুঙকে ব্যবহার করছে। বিমল গুরুঙের তা বোঝা উচিত। 
Body:.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.