শিলিগুড়ি, 5 এপ্রিল : লোকসভা নির্বাচনে BJP প্রার্থীকে সমর্থন করছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ওই আসনেই লড়ছেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীও। তবে গতকাল গুরুঙের আসার খবর পেয়ে তাঁকে আটকাতে পুলিশ প্রশাসন যে মনোভাব দেখিয়েছিল, তার বিরুদ্ধে সরব হলেন হরকা বাহাদুর ছেত্রী।
আজ শিলিগুড়িতে তিনি বলেন, "পাহাড়ে গণতন্ত্র নেই বলেই বিমল গুরুঙের প্রতি এমন আচরণ করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে আছে। একজন ব্যক্তি এলে গোটা জেলার পরিস্থিতি খারাপ হবে এমন কথা বিশ্বাস করি না।" হরকা আরও বলেন, "রাজনীতিতে বিমল গুরুংকে হয়তো ভয় পাচ্ছেন বিনয় তামাং। সত্যিই যদি তিনি উন্নয়ন করে থাকেন, মানুষের মন জয় করে থাকেন। তাহলে কারও সঙ্গে ভয় পাওয়ার কোনও দরকার নেই।"
পাশাপাশি, BJP কেও বিঁধেছেন তিনি। বলেন, BJP বিমল গুরুংকে ব্যবহার করছে। বিমল গুরুঙের তা বোঝা উচিত।