ETV Bharat / state

Binay Tamang: মোর্চা না হামরো পার্টি ! কোন পথে বিনয়ের নতুন ইনিংস ? - Anit Thapa

নাম না করে অনিতকে তোপ বিনয় তামাংয়ের । ইস্তফার পর নতুন ইনিংস শুরু থেকে জনপ্রতিনিধি কেনাবেচার কথা শোনা গেল তাঁর মুখে ৷

ETV Bharat
বিনয় তামাংয়ের নতুন ইনিংস
author img

By

Published : Dec 29, 2022, 9:41 PM IST

কোন পথে বিনয়ের নতুন ইনিংস ?

শিলিগুড়ি, 29 ডিসেম্বর: বিমল গুরুংয়ের (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) নাকি অজয় এডওয়ার্ডয়ের (Ajay Edward) হামরো পার্টি (Hamro Party) । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর এখন কোন রাজনৈতিক দলে যোগ দেবেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং (Binay Tamang)? এখন এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিকমহলে । তবে নতুন ইনিংস শুরু করার কথা সাফ জানিয়ে দিলেন তিনি ।

দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) দখলে যেতেই ক্ষোভে তৃণমূল কংগ্রেস (TMC) থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । তার কারণ তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর হাইকমান্ডের নির্দেশ মতো বোর্ড গঠনে সমর্থন করেছে অনিত থাপাকে । এতেই বেজায় ক্ষুব্ধ পাহাড়ের তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং । তাঁর দাবি, কাউন্সিলর কেনাবেচা করে অনিত থাপা (Anit Thapa) যেভাবে পৌরসভা দখল করেছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং তাতে সায় রয়েছে রাজ্যের শাসকদলের । যে কারণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রায় এক বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি ।

তবে এখন কোন পথে বিনয় তামাং? রাজনৈতিকমহলের মতে, সম্প্রতি ফের বিমল গুরুংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বিনয় তামাংয়ের । যার ফলে ফের একবার মোর্চায় নিজের পুরনো দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর । অন্যদিকে, অজয় এডওয়ার্ডয়ের সঙ্গেও তাঁর সক্ষতা কম নয় । পাহাড়ে অজয়ের নতুন রাজনৈতিক দল হামরো পার্টির ভালো পরিস্থিতি রয়েছে । সেই জায়গায় দাঁড়িয়ে হামরো পার্টিতে যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভা অনিতের দখলে যেতেই পদত্যাগ বিনয় তামাংয়ের

বিনয় তামাং এদিন স্পষ্ট বলেন, "আমি একজন রাজনৈতিক খেলোয়াড় । এখন যদি তৃণমূল কংগ্রেস ভুল শুধরে নেয়, তাও আমি দলে ফেরত যাব না । আমার কথার কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না । তবে বড় ক্লাব হোক কিংবা ছোট ক্লাব, আমি যোগ দেব ।" পাশাপাশি নাম না করে অনিত থাপাকে আক্রমণ করে তিনি বলেন, "পাহাড় এখন দুর্নীতিতে দুবাই হয়ে গিয়েছে । দুর্নীতির সমস্ত সীমা পার হয়ে গিয়েছে । পাশাপাশি পাহাড়ে এর আগে জনপ্রতিনিধি কেনাবেচা হতো না । এটাকে বন্ধ করতেই আমার দলত্যাগ করে প্রতিবাদ জানাচ্ছি ।"

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে, সাতদিনেই গঠন হবে নতুন বোর্ড

কোন পথে বিনয়ের নতুন ইনিংস ?

শিলিগুড়ি, 29 ডিসেম্বর: বিমল গুরুংয়ের (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) নাকি অজয় এডওয়ার্ডয়ের (Ajay Edward) হামরো পার্টি (Hamro Party) । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর এখন কোন রাজনৈতিক দলে যোগ দেবেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং (Binay Tamang)? এখন এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিকমহলে । তবে নতুন ইনিংস শুরু করার কথা সাফ জানিয়ে দিলেন তিনি ।

দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) দখলে যেতেই ক্ষোভে তৃণমূল কংগ্রেস (TMC) থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । তার কারণ তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর হাইকমান্ডের নির্দেশ মতো বোর্ড গঠনে সমর্থন করেছে অনিত থাপাকে । এতেই বেজায় ক্ষুব্ধ পাহাড়ের তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং । তাঁর দাবি, কাউন্সিলর কেনাবেচা করে অনিত থাপা (Anit Thapa) যেভাবে পৌরসভা দখল করেছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং তাতে সায় রয়েছে রাজ্যের শাসকদলের । যে কারণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রায় এক বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি ।

তবে এখন কোন পথে বিনয় তামাং? রাজনৈতিকমহলের মতে, সম্প্রতি ফের বিমল গুরুংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বিনয় তামাংয়ের । যার ফলে ফের একবার মোর্চায় নিজের পুরনো দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর । অন্যদিকে, অজয় এডওয়ার্ডয়ের সঙ্গেও তাঁর সক্ষতা কম নয় । পাহাড়ে অজয়ের নতুন রাজনৈতিক দল হামরো পার্টির ভালো পরিস্থিতি রয়েছে । সেই জায়গায় দাঁড়িয়ে হামরো পার্টিতে যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভা অনিতের দখলে যেতেই পদত্যাগ বিনয় তামাংয়ের

বিনয় তামাং এদিন স্পষ্ট বলেন, "আমি একজন রাজনৈতিক খেলোয়াড় । এখন যদি তৃণমূল কংগ্রেস ভুল শুধরে নেয়, তাও আমি দলে ফেরত যাব না । আমার কথার কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না । তবে বড় ক্লাব হোক কিংবা ছোট ক্লাব, আমি যোগ দেব ।" পাশাপাশি নাম না করে অনিত থাপাকে আক্রমণ করে তিনি বলেন, "পাহাড় এখন দুর্নীতিতে দুবাই হয়ে গিয়েছে । দুর্নীতির সমস্ত সীমা পার হয়ে গিয়েছে । পাশাপাশি পাহাড়ে এর আগে জনপ্রতিনিধি কেনাবেচা হতো না । এটাকে বন্ধ করতেই আমার দলত্যাগ করে প্রতিবাদ জানাচ্ছি ।"

আরও পড়ুন: দার্জিলিং পৌরসভা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে, সাতদিনেই গঠন হবে নতুন বোর্ড

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.