দার্জিলিং , 13 এপ্রিল : প্রাক্তন বিধায়ক অমর সিং রাইয়ের পর এবার মোর্চা নেতা বিনয় তামাঙ ও তাঁর দলের তরফে দার্জিলিং জেলা হাসপাতালে PPE প্রদান করা হল । সোমবার, দার্জিলিং জেলা হাসপাতালের ডাক্তার ও নার্সদের জন্য 50 টি পার্সোনাল প্রোটেক্টটিভ ইকুইপমেন্ট বা PPE দিলেন বিনয় তামাঙ । পাশাপাশি দুটি ইনফ্রারেড থার্মোমিটারও দেওয়া হয় । দার্জিলিং জেলা হাসপাতালের 6 জন অ্যাম্বুলেন্স চালককেও এই PPE প্রদান করা হয় ।
মোর্চা সভাপতি বিনয় তামাঙ জানান , রাজ্য সরকার এবং GTA-র তরফে PPE প্রদানের পরও কোরোনা মোকাবিলায় পাহাড়ে যাতে কোনও সমস্যা না থাকে , তার জন্যই তিনি এবং তাঁর দলের তরফে PPE দেওয়ার সিদ্ধান্ত নেন । এর আগে দার্জিলিংয়ের প্রাক্তন বিধায়ক অমর সিং রাই তাঁর 6 মাসের পেনশনের টাকায় PPE কিনে দার্জিলিং, কালিম্পং জেলা হাসপাতাল ও একটি নার্সিংহোমে দিয়েছেন ।
মোর্চা সভাপতি বিনয় তামাঙ বলেন , "শুধু চিকিৎসক,নার্স বা স্বাস্থ্যকর্মীরাই নয়, অ্যাম্বুলেন্স চালকদেরও PPE দরকার । কেননা, কোরোনার উপসর্গ থাকা কাউকে দার্জিলিং থেকে শিলিগুড়িতে অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হলে অ্যাম্বুলেন্স চালকেরও নিরাপত্তার বিষয়টি জড়িত । তাই অ্যাম্বুলেন্স চালকদের দাবি মেনে তাঁদেরও আজ PPE দেওয়া হয় । শুধু হাসপাতালই নয়, কোয়ারান্টাইন সেন্টারের ডাক্তার , নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও PPE ব্যবহার করবেন ।"