ETV Bharat / state

গা ঢাকা দেওয়ায় সাহায্যকারী সন্ন্যাসী ও পুরানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ বিমলের - শুক্রবার শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোতে সন্ন্যাসী

শুক্রবার শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোতে সন্ন্যাসী এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা করেন বিমল গুরুং । দু‘পক্ষের কুশল বিনিময় হয় ।

পুরানো সন্ন্যাসী-বন্ধুর সঙ্গে শিলিগুড়ুুিতে বিমল-সাক্ষাৎ
পুরানো সন্ন্যাসী-বন্ধুর সঙ্গে শিলিগুড়ুুিতে বিমল-সাক্ষাৎ
author img

By

Published : Jun 11, 2021, 8:52 PM IST

শিলিগুড়ি, 11 জুন : পাহাড় ছাড়ার পর যাঁদের সাহায্যে গা ঢাকা দিয়েছিলেন, পাহাড়ে ফেরার পর সেই সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গেই দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ।

সালটা 2017 ৷ পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে সশস্ত্র আন্দোলনের সময়ে গা ঢাকা দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং । সেইসময় প্রথমে নেপাল এবং পরে কলকাতা ও ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিলেন বিমল । তিন বছর পর, 2020 সালের 21 অক্টোবর এক সন্ন্যাসীর সঙ্গে কলকাতায় ফিরেছিলেন বিমল গুরুং । এসেছিলেন প্রকাশ্যে ৷ তারপর ধীরে ধীরে পাহাড়ে ফেরা ৷ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া । যদিও পাহাড়ের তিনটি আসনেই পরাজিত হয়েছেন তিনি । কিন্তু পাহাড়ে ফেরার পর সেই সময়কার পুরানো বন্ধু, অনুগামীদের ভোলেননি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা ।

কী বললেন বিমল গুরুং

আরও পড়ুন : করোনা নিয়ে সচেতনতায় পাহাড়ে পোস্টার বিমলপন্থী মোর্চার

শুক্রবার শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোতে সেই সন্ন্যাসী এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা করেন বিমল গুরুং । দু‘পক্ষের কুশল বিনিময় হয় । বিমল গুরুং বলেন, "ঝাড়খণ্ড ও কলকাতা থেকে আমার বন্ধুরা এসেছিলেন । অনেকদিন পর তাঁদের সঙ্গে দেখা হল । আমাকে খুব সাহায্য করেছিলেন, যা কোনওদিন ভোলার নয় । এদিন তাঁদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাই ।"

শিলিগুড়ি, 11 জুন : পাহাড় ছাড়ার পর যাঁদের সাহায্যে গা ঢাকা দিয়েছিলেন, পাহাড়ে ফেরার পর সেই সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গেই দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ।

সালটা 2017 ৷ পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে সশস্ত্র আন্দোলনের সময়ে গা ঢাকা দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং । সেইসময় প্রথমে নেপাল এবং পরে কলকাতা ও ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিলেন বিমল । তিন বছর পর, 2020 সালের 21 অক্টোবর এক সন্ন্যাসীর সঙ্গে কলকাতায় ফিরেছিলেন বিমল গুরুং । এসেছিলেন প্রকাশ্যে ৷ তারপর ধীরে ধীরে পাহাড়ে ফেরা ৷ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া । যদিও পাহাড়ের তিনটি আসনেই পরাজিত হয়েছেন তিনি । কিন্তু পাহাড়ে ফেরার পর সেই সময়কার পুরানো বন্ধু, অনুগামীদের ভোলেননি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা ।

কী বললেন বিমল গুরুং

আরও পড়ুন : করোনা নিয়ে সচেতনতায় পাহাড়ে পোস্টার বিমলপন্থী মোর্চার

শুক্রবার শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোতে সেই সন্ন্যাসী এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা করেন বিমল গুরুং । দু‘পক্ষের কুশল বিনিময় হয় । বিমল গুরুং বলেন, "ঝাড়খণ্ড ও কলকাতা থেকে আমার বন্ধুরা এসেছিলেন । অনেকদিন পর তাঁদের সঙ্গে দেখা হল । আমাকে খুব সাহায্য করেছিলেন, যা কোনওদিন ভোলার নয় । এদিন তাঁদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাই ।"

For All Latest Updates

TAGGED:

bimal gurung
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.