ETV Bharat / state

ডাবগ্রাম-ফুলবাড়িতে নাগরিক পরিষেবার জন্য বিশেষ নম্বর চালু গৌতম দেবের - Goutam Deb launches contact number

দলীয় কর্মীদের মাধ্যমেই নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা করবেন গৌতম দেব ৷

Bengal Election 2021
বিশেষ নম্বর চালু করলেন গৌতম দেব
author img

By

Published : Mar 20, 2021, 3:27 PM IST

শিলিগুড়ি, 20 মার্চ : দুয়ারে সরকার, বঙ্গধ্বনি, দিদিকে বলো, পাড়ায় পাড়ায় সমাধানের মতো রাজ্য সরকার এবং শাসক দলের একাধিক কর্মসূচির পরও বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকতে চব্বিশ ঘণ্টা সমাধান নম্বর চালু করলেন গৌতম দেব । মূলত ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সরকারি এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ওই নম্বর চালু করার কথা জানান তৃণমূল প্রার্থী গৌতম দেব।

শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি । এদিন নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় ইস্তাহার প্রকাশ করার পাশাপাশি গত দশ বছরে নিজের বিধানসভায় উন্নয়নের খসড়া প্রকাশ করেন তিনি ।

গৌতম দেব বলেন, " রাজ্য সরকার সাধারণ মানুষের দোড়গোড়ায় পরিষেবা পৌঁছে দিয়েছে । সেই পরিষেবা যাতে গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যায় সেজন্য ওই নম্বর চালু করা । আজ থেকেই এই নম্বর চালু করা হয়েছে । দলীয় কর্মীদের মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করব ।"

নাগরিক পরিষেবা দিতে বিশেষ নম্বর চালু করলেন গৌতম দেব

আরও পড়ুন : মেদিনীপুরের আপদ বিদায়ে স্বস্তির নিঃশ্বাস নেত্রীর

পাল্টা ওই বিষয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল খালি নম্বরই চালু করেছে । কেউ পরিষেবা পাননি । যদি তিনি সারা বছর নিজের বিধানসভা কেন্দ্রে কাজ করেই থাকেন, তাহলে নতুন করে নম্বর চালু করার প্রয়োজন কেন হল ?"

শিলিগুড়ি, 20 মার্চ : দুয়ারে সরকার, বঙ্গধ্বনি, দিদিকে বলো, পাড়ায় পাড়ায় সমাধানের মতো রাজ্য সরকার এবং শাসক দলের একাধিক কর্মসূচির পরও বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকতে চব্বিশ ঘণ্টা সমাধান নম্বর চালু করলেন গৌতম দেব । মূলত ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সরকারি এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ওই নম্বর চালু করার কথা জানান তৃণমূল প্রার্থী গৌতম দেব।

শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি । এদিন নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় ইস্তাহার প্রকাশ করার পাশাপাশি গত দশ বছরে নিজের বিধানসভায় উন্নয়নের খসড়া প্রকাশ করেন তিনি ।

গৌতম দেব বলেন, " রাজ্য সরকার সাধারণ মানুষের দোড়গোড়ায় পরিষেবা পৌঁছে দিয়েছে । সেই পরিষেবা যাতে গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যায় সেজন্য ওই নম্বর চালু করা । আজ থেকেই এই নম্বর চালু করা হয়েছে । দলীয় কর্মীদের মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করব ।"

নাগরিক পরিষেবা দিতে বিশেষ নম্বর চালু করলেন গৌতম দেব

আরও পড়ুন : মেদিনীপুরের আপদ বিদায়ে স্বস্তির নিঃশ্বাস নেত্রীর

পাল্টা ওই বিষয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল খালি নম্বরই চালু করেছে । কেউ পরিষেবা পাননি । যদি তিনি সারা বছর নিজের বিধানসভা কেন্দ্রে কাজ করেই থাকেন, তাহলে নতুন করে নম্বর চালু করার প্রয়োজন কেন হল ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.