শিলিগুড়ি, 29 মার্চ : আচমকা পরিবর্তন করা হল মাটিগাড়া নকশালবাড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । মাটিগাড়া নকশালবাড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছিল প্রাক্তন সেনা আধিকারিক নলিনী রঞ্জন রায়কে । রবিবার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির তরফে তাঁর পরিবর্তে পরিবহন দপ্তরের প্রাক্তন আমলা রাজেশ সুনদাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ৷
দলীয় সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী নলিনী রঞ্জন রায়কে সমর্থন করতে অনিচ্ছা প্রকাশ করেছিল বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা । ওই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার দু'বার জয়ী হয়েছেন । পাশাপাশি গেরুয়া শিবিরে প্রার্থী হয়েছেন দাপুটে নেতা আনন্দময় বর্মন । ওই দুজনের কাছে নলিনী রঞ্জন রায় কোনওভাবেই জিতে উঠতে পারতেন না ৷ এমনইটাই জানিয়েছিলেন বিমল গুরুং। এরপরই তড়িঘড়ি বৈঠকে বসে নলিনী রঞ্জন রায়কে সরিয়ে সেখানে রাজেন সুনদাসকে প্রার্থী করা হয়েছে ।
আরও পড়ুন : নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার
নলিনী রঞ্জন রায়কে প্রার্থী ঘোষণার পর ইতিমধ্যেই গোটা বিধানসভা কেন্দ্রে তাঁর নামে দেওয়াল লিখন এবং তিন দফা প্রচার করা হয়েছে ৷ নির্বাচনের একদম দোরগোড়ায় প্রার্থী পরিবর্তন করায় অনেকটাই ব্যাকফুটে চলে গেল ঘাসফুল শিবির ৷ মনে করছে রাজনৈতিক মহল । রবিবার বিকেলে রাজেন সুনদাস কলকাতায় তৃণমুল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ফেরেন ৷ বাগডোগরা বিমানবন্দরে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁকে ফুল আবিরে স্বাগত জানায় । দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার বলেন, "নথির কিছু সমস্যার কারণে নলিনী রঞ্জন রায়কে সরাতে হয়েছে । এতে কোনও বিতর্ক নেই ৷ কিন্তু রাজ্যের 294টি আসনেই প্রার্থী হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।"