ETV Bharat / state

হাসপাতালে অশোক, দেখা করলেন গৌতম

গতকাল সকালে অশোক ভট্টাচার্যের মাইল্ড হার্ট অ্যাটাক হয়৷ শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন ৷ তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেতা গৌতম দেব৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 26, 2019, 1:08 PM IST

শিলিগুড়ি, 26 অগাস্ট : শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভরতি মেয়র অশোক ভট্টাচার্য ৷ গতকাল সকালে তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়৷ দলীয় বিভেদ ভুলে হাসপাতালে যান তৃণমূল নেতা গৌতম দেব ৷ চিকিৎসকদের কাছ থেকে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন ৷ জানান, সমস্ত প্রয়োজনে রাজ্​য সরকার পাশে আছে৷

অশোকবাবুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গেছে হার্টে সামান্য ব্লকেজ আছে ৷ চিকিৎসকের পরামর্শ, কলকাতায় চিকিৎসার প্রয়োজন ৷ দলীয় সূত্রে খবর, আগামীকালের মধ্যে শিলিগুড়ির মেয়রকে কলকাতায় নিয়ে যাওয়া হবে ।

গতকাল বিকেলে গৌতম দেব নার্সিংহোমে যান । মেয়রের সঙ্গে কথা হয় তাঁর । সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন কিছুটা স্বাভাবিক ৷ রাজ্য সরকার পাশে আছে ৷"

শিলিগুড়ি, 26 অগাস্ট : শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভরতি মেয়র অশোক ভট্টাচার্য ৷ গতকাল সকালে তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়৷ দলীয় বিভেদ ভুলে হাসপাতালে যান তৃণমূল নেতা গৌতম দেব ৷ চিকিৎসকদের কাছ থেকে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন ৷ জানান, সমস্ত প্রয়োজনে রাজ্​য সরকার পাশে আছে৷

অশোকবাবুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গেছে হার্টে সামান্য ব্লকেজ আছে ৷ চিকিৎসকের পরামর্শ, কলকাতায় চিকিৎসার প্রয়োজন ৷ দলীয় সূত্রে খবর, আগামীকালের মধ্যে শিলিগুড়ির মেয়রকে কলকাতায় নিয়ে যাওয়া হবে ।

গতকাল বিকেলে গৌতম দেব নার্সিংহোমে যান । মেয়রের সঙ্গে কথা হয় তাঁর । সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন কিছুটা স্বাভাবিক ৷ রাজ্য সরকার পাশে আছে ৷"

Intro:রাজনীতি ভুলে অশোকের শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে গৌতম!

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ রাজনীতিকে পিছনে ফেলে একছুটে মেয়র অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে ছুঁটে গেলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব৷ বাম নেতৃত্বদের সঙ্গে কথা বলার পাশাপাশি অশোকবাবুর সঙ্গে দেখা করেন মন্ত্রী৷ এমনকি চিকিৎসকদের থেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মন্ত্রীর বক্তব্য, যে কোন প্রয়োজনে রাজ্য সরকার পাশে আছে। Body:মাইল হার্ট অ্যাটাকের জেরে আজ সকালেই শিলিগুড়ির সেবক রোডের এক নার্সিংহোমে ভর্তি হন মেয়র অশোক ভট্টাচার্য। স্বাস্থ্য পরীক্ষার পর জানাযায় হার্টে সামান্য ব্লকেজ রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন কলকাতায় চিকিৎসা করানোর বিষয়ে। এরপরেই দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকালের মধ্যেই মেয়রকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। সেখানে বেসরকারী নার্সিংহোমে চলবে চিকিৎসা। সেক্ষেত্রে কোন প্রকার সহযোগীতার প্রয়োজন হলে রাজ্য সর্বদা অগ্রনী ভূমিকা পালন করবে বলেই দাবী মন্ত্রীর। মন্ত্রীর এহেন ভূমিকায় খানিক আশ্বস্ত বাম নেতৃত্বরা। Conclusion:এদিন বিকেলে মন্ত্রী গৌতম দেব নার্সিংহোমে যান। মেয়রের সঙ্গে মিনিট কয় কথা বলেন। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলে মেয়রের শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন, অনেকটাই স্বাভাবিক রয়েছেন। তবে, রোগীর ওখানে ভীড় না বাড়ানোই ভাল। শুনেছিল কলকাতায় চিকিৎসা করানো হবে। সামান্য ব্লকেজ রয়েছে। সেক্ষেত্রে আমাদের সরকারের তরফে কোন সহযোগীতার প্রয়োজন হলে আমরা সর্বদা প্রস্তুত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.