ETV Bharat / state

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান অশোক ভট্টাচার্যের - State goverment formed administrative board Siliguri

আগামীকাল শিলিগুড়ির বর্তমান পৌরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে । এই পরিস্থিতিতে মেয়রকে মাথায় রেখেই প্রশাসক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । কিন্তু, সেই বোর্ডের চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করলেন অশোক ভট্টাচার্য ।

Ashok Bhattacharya
অশোক ভট্টাচার্য
author img

By

Published : May 15, 2020, 9:31 PM IST

শিলিগুড়ি , 15 মে : শিলিগুড়িতে পৌরবোর্ডের মেয়াদ শেষে প্রশাসক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার । তাতে মেয়র অশোক ভট্টাচার্য সহ সাত CPI(M) কাউন্সিলর ছাড়াও ছিলেন বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ তৃণমূলের পাঁচ কাউন্সিলর ৷ এই পরিস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করলেন অশোক ভট্টাচার্য ৷

আগামীকাল বর্তমান পৌরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে । এই পরিস্থিতিতে মেয়রকে মাথায় রেখেই প্রশাসক বোর্ড গঠন হবে বলে আগেই জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । যদিও সেই প্রশাসক বোর্ডে বামেরা থাকবে কি না তা নিয়ে দোলাচলে ছিল দলের একটা অংশ । এপ্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেছিলেন , ‘‘এসব নিয়ে অন্ধকারে আছি । কিছুই জানি না । আগে অর্ডার আসুক । তারপর সিদ্ধান্ত নেব প্রশাসক বোর্ডে থাকব কি না । দলেও আলোচনা হবে । আমরা ক্ষমতায় থাকতে লালায়িত নই । আমাদের ঘোষিত শত্রু তৃণমূল । তাই ওদের বিরুদ্ধে লড়াই চলবে ।’’

আজ এনিয়ে মন্ত্রী গৌতম দেব বলেন , ‘‘স্ববিরোধী এবং দ্বিচারিতামূলক কথাবার্তা বলছেন মেয়র অশোক ভট্টাচার্য ৷ কলকাতায় যে মডেলে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে , ঠিক সেভাবেই শিলিগুড়িতে মেয়রকে মাথায় রেখেই প্রশাসক বোর্ড গঠন করা হবে ৷ তা ছাড়া মেয়র নিজেও রাজ্য সরকারকে চিঠি লিখে জানিয়েছেন বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৷ তার সঙ্গে বর্তমান বোর্ডের মেয়র এবং মেয়র পরিষদদের নাম তিনি নিজেই চিঠি লিখে উল্লেখ করে জানিয়েছেন রাজ্যকে । অথচ রাজ্য সরকার প্রশাসক বোর্ডে তাঁদের রাখার কথা বলায় এখন নানা কথা বলছে বামেরা । এখন এসব করার সময় না । এখন কোরোনা মোকাবিলায় লড়তে হবে । রাজনীতি করবেন না । রাজ্যেরও রাজনীতি করার ইচ্ছে নেই । তাই সর্বত্র এক মডেলেই প্রশাসক বোর্ড গঠন হচ্ছে । শিলিগুড়িতেও সেই মডেল অনুসরণ করা হবে । ’’

আজ রাজ্য সরকারের তরফে মেয়র অশোক ভট্টাচার্য সহ CPI(M)-এর আরও ছ'জন মেয়র পারিষদ নিয়ে প্রশাসক বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এনিয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেছিলেন , "অর্ডার এসেছে । দলে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ জানাব ।" পরে তিনি প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান ৷

শিলিগুড়ি , 15 মে : শিলিগুড়িতে পৌরবোর্ডের মেয়াদ শেষে প্রশাসক বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার । তাতে মেয়র অশোক ভট্টাচার্য সহ সাত CPI(M) কাউন্সিলর ছাড়াও ছিলেন বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ তৃণমূলের পাঁচ কাউন্সিলর ৷ এই পরিস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করলেন অশোক ভট্টাচার্য ৷

আগামীকাল বর্তমান পৌরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে । এই পরিস্থিতিতে মেয়রকে মাথায় রেখেই প্রশাসক বোর্ড গঠন হবে বলে আগেই জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । যদিও সেই প্রশাসক বোর্ডে বামেরা থাকবে কি না তা নিয়ে দোলাচলে ছিল দলের একটা অংশ । এপ্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেছিলেন , ‘‘এসব নিয়ে অন্ধকারে আছি । কিছুই জানি না । আগে অর্ডার আসুক । তারপর সিদ্ধান্ত নেব প্রশাসক বোর্ডে থাকব কি না । দলেও আলোচনা হবে । আমরা ক্ষমতায় থাকতে লালায়িত নই । আমাদের ঘোষিত শত্রু তৃণমূল । তাই ওদের বিরুদ্ধে লড়াই চলবে ।’’

আজ এনিয়ে মন্ত্রী গৌতম দেব বলেন , ‘‘স্ববিরোধী এবং দ্বিচারিতামূলক কথাবার্তা বলছেন মেয়র অশোক ভট্টাচার্য ৷ কলকাতায় যে মডেলে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে , ঠিক সেভাবেই শিলিগুড়িতে মেয়রকে মাথায় রেখেই প্রশাসক বোর্ড গঠন করা হবে ৷ তা ছাড়া মেয়র নিজেও রাজ্য সরকারকে চিঠি লিখে জানিয়েছেন বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৷ তার সঙ্গে বর্তমান বোর্ডের মেয়র এবং মেয়র পরিষদদের নাম তিনি নিজেই চিঠি লিখে উল্লেখ করে জানিয়েছেন রাজ্যকে । অথচ রাজ্য সরকার প্রশাসক বোর্ডে তাঁদের রাখার কথা বলায় এখন নানা কথা বলছে বামেরা । এখন এসব করার সময় না । এখন কোরোনা মোকাবিলায় লড়তে হবে । রাজনীতি করবেন না । রাজ্যেরও রাজনীতি করার ইচ্ছে নেই । তাই সর্বত্র এক মডেলেই প্রশাসক বোর্ড গঠন হচ্ছে । শিলিগুড়িতেও সেই মডেল অনুসরণ করা হবে । ’’

আজ রাজ্য সরকারের তরফে মেয়র অশোক ভট্টাচার্য সহ CPI(M)-এর আরও ছ'জন মেয়র পারিষদ নিয়ে প্রশাসক বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এনিয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেছিলেন , "অর্ডার এসেছে । দলে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ জানাব ।" পরে তিনি প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.