ETV Bharat / state

পাহাড়ে BJP-এর জোটসঙ্গীর গলায় NRC-বিরোধী সুর, আন্দোলনের পথে GNLF - Darjeeling

মঙ্গলবার GNLF-এর স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী NRC-এর আগে পাহাড়ে সিক্স সিডিউল চায় GNLF। কারণ GNLF মনে করে 6 শিডিউল হলে গোর্খারা সুরক্ষিত থাকবেন।

GNLF
মহেন্দ্র ছেত্রী
author img

By

Published : Jan 22, 2020, 12:39 PM IST

দার্জিলিং, 22 জানুয়ারি: সরাসরি না হলেও ঘুরিয়ে NRC, CAA ও NPR-এর বিরুদ্ধে সরব দার্জিলিংয়ে BJP-এর জোটসঙ্গী GNLF। এনিয়ে আন্দোলনে নামার হুমকিও দিয়েছে গত লোকসভা ভোটে দার্জিলিং পাহাড়ে BJP-এর অন্যতম এই জোটসঙ্গী দলটি । এতদিন রাজ্য সহ গোটা দেশে NRC, CAA-এর প্রতিবাদে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধলেও এর পক্ষেই ছিল দলটি। GNLF-এর মুখপাত্র নীরজ জিম্বা BJP-এর টিকিটে দার্জিলিংয়ের বিধায়ক হওয়ার পর NRC, CAA-এর পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার GNLF-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী সাফ জানিয়ে দেন, এতদিন নীরজ জিম্বা যা বলেছেন তা তাঁর নিজস্ব মতামত। দল এই মতামতকে সমর্থন করে না।

GNLF-এর স্টিয়ারিং কমিটির বৈঠক

মঙ্গলবার GNLF-এর স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী NRC-এর আগে পাহাড়ে সিক্স সিডিউল চায় GNLF। কারণ GNLF মনে করে সিক্স সিডিউল হলে গোর্খারা সুরক্ষিত থাকবে। এই দাবিতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তারের কাছেও আবেদন রেখেছেন মহেন্দ্র ছেত্রী। পাহাড়ে সিক্স সিডিউলের জন্য সাংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন GNLF-এর সাধারণ সম্পাদক। NRC-NPR-এ গোর্খারা সুরক্ষিত নয় বলে এখন মনে করছে GNLF। মহেন্দ্র ছেত্রী বলেন, খুব শীঘ্রই এই দাবিতে দার্জিলিং, মিরিক, কার্সিয়াং, কালিম্পঙয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

NRC'তে গোর্খারা সুরক্ষিত নয়, এই উপলব্ধির জন্য GNLF-কে স্বাগত জানান মোর্চার বিনয়পন্থী শিবিরের নেতা কেশব রাজ পোখরেল। যদিও সিক্স সিডিউলে গোর্খারা সুরক্ষিত থাকবে বলে GNLF নেতা মহেন্দ্র ছেত্রীর দাবিকে মানতে নারাজ কেশব রাজ পোখরেল।

দার্জিলিং, 22 জানুয়ারি: সরাসরি না হলেও ঘুরিয়ে NRC, CAA ও NPR-এর বিরুদ্ধে সরব দার্জিলিংয়ে BJP-এর জোটসঙ্গী GNLF। এনিয়ে আন্দোলনে নামার হুমকিও দিয়েছে গত লোকসভা ভোটে দার্জিলিং পাহাড়ে BJP-এর অন্যতম এই জোটসঙ্গী দলটি । এতদিন রাজ্য সহ গোটা দেশে NRC, CAA-এর প্রতিবাদে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধলেও এর পক্ষেই ছিল দলটি। GNLF-এর মুখপাত্র নীরজ জিম্বা BJP-এর টিকিটে দার্জিলিংয়ের বিধায়ক হওয়ার পর NRC, CAA-এর পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার GNLF-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী সাফ জানিয়ে দেন, এতদিন নীরজ জিম্বা যা বলেছেন তা তাঁর নিজস্ব মতামত। দল এই মতামতকে সমর্থন করে না।

GNLF-এর স্টিয়ারিং কমিটির বৈঠক

মঙ্গলবার GNLF-এর স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী NRC-এর আগে পাহাড়ে সিক্স সিডিউল চায় GNLF। কারণ GNLF মনে করে সিক্স সিডিউল হলে গোর্খারা সুরক্ষিত থাকবে। এই দাবিতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তারের কাছেও আবেদন রেখেছেন মহেন্দ্র ছেত্রী। পাহাড়ে সিক্স সিডিউলের জন্য সাংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন GNLF-এর সাধারণ সম্পাদক। NRC-NPR-এ গোর্খারা সুরক্ষিত নয় বলে এখন মনে করছে GNLF। মহেন্দ্র ছেত্রী বলেন, খুব শীঘ্রই এই দাবিতে দার্জিলিং, মিরিক, কার্সিয়াং, কালিম্পঙয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

NRC'তে গোর্খারা সুরক্ষিত নয়, এই উপলব্ধির জন্য GNLF-কে স্বাগত জানান মোর্চার বিনয়পন্থী শিবিরের নেতা কেশব রাজ পোখরেল। যদিও সিক্স সিডিউলে গোর্খারা সুরক্ষিত থাকবে বলে GNLF নেতা মহেন্দ্র ছেত্রীর দাবিকে মানতে নারাজ কেশব রাজ পোখরেল।

Intro:দার্জিলিং পাহাড়ে বিজেপির জোট সঙ্গী দলের গলায় এন আরসি বিরোধী সুর, আন্দোলনের পথে জিএনএলএফ


দার্জিলিং, 21 জানুয়ারি: সরাসরি না হলেও ঘুরিয়ে এন আরসি-সিএএ ও এনপিআরের বিরুদ্ধে সরব হল দার্জিলিং পাহাড়ে বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ। এনিয়ে আন্দোলনে নামার হুমকিও দেয় গত লোকসভা ভোটে দার্জিলিং পাহাড়ে বিজেপির অন্যতম এই জোটসঙ্গী দলটি । এতদিন রাজ্য সহ গোটা দেশে এন আরসি-সিএএ-এর প্রতিবাদে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধলেও এতদিন এনআরসি-সিএএ-এর পক্ষেই ছিল এই দলটি। জিএনএলএফের মুখপাত্র নীরজ জিম্বা বিজেপির টিকিটে দার্জিলিংয়ের বিধায়ক হওয়ার পর এনিয়ে বিবৃতিও দিয়েছেন। কিন্তু মঙ্গলবার জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী সাফ জানিয়ে দেন,এতদিন নীরজ জিম্বা যা বলেছেন তা তাঁর নিজস্ব মন্তব্য। দল তাঁর মন্তব্য সমর্থন করেনা। এদিন জিএনএল এফের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এনআরসির আগে পাহাড়ে সিক্স সিডিউল চায় জিএনএলএফ। কেননা, জিএনএলএফ মনে করে সিক্স সিডিউল হলে গোর্খারা সুরক্ষিত থাকবে।


Body:এই দাবিতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার প্রতিও মহেন্দ্র ছেত্রীর আবেদন, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন তিনি। এনআরসি-এনপিআরে গোর্খারা সুরক্ষিত নয় বলে এখন মনে করছে জিএনএলএফ। মহেন্দ্র ছেত্রী বলেন, খুব শীঘ্রই এই দাবিতে দার্জিলিং, মিরিক, কার্সিয়াং, কালিম্পঙয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।


Conclusion:এদিকে জিএনএলএফ বুঝতে পেরেছে এনআরসি'তে গোর্খারা সুরক্ষিত নয় । আর এজন্য জিএনএলএফকে স্বাগত জানান মোর্চার বিনয় পন্থী শিবিরের নেতা কেশব রাজ পোখরেল। তবে সিক্স সিডিউলে গোর্খারা সুরক্ষিত বলে জিএনএলএফ নেতা মহেন্দ্র ছেত্রীর দাবিকে মানতে নারাজ কেশব রাজ পোখরেল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.