দার্জিলিং, 22 জানুয়ারি: সরাসরি না হলেও ঘুরিয়ে NRC, CAA ও NPR-এর বিরুদ্ধে সরব দার্জিলিংয়ে BJP-এর জোটসঙ্গী GNLF। এনিয়ে আন্দোলনে নামার হুমকিও দিয়েছে গত লোকসভা ভোটে দার্জিলিং পাহাড়ে BJP-এর অন্যতম এই জোটসঙ্গী দলটি । এতদিন রাজ্য সহ গোটা দেশে NRC, CAA-এর প্রতিবাদে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধলেও এর পক্ষেই ছিল দলটি। GNLF-এর মুখপাত্র নীরজ জিম্বা BJP-এর টিকিটে দার্জিলিংয়ের বিধায়ক হওয়ার পর NRC, CAA-এর পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার GNLF-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী সাফ জানিয়ে দেন, এতদিন নীরজ জিম্বা যা বলেছেন তা তাঁর নিজস্ব মতামত। দল এই মতামতকে সমর্থন করে না।
মঙ্গলবার GNLF-এর স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী NRC-এর আগে পাহাড়ে সিক্স সিডিউল চায় GNLF। কারণ GNLF মনে করে সিক্স সিডিউল হলে গোর্খারা সুরক্ষিত থাকবে। এই দাবিতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তারের কাছেও আবেদন রেখেছেন মহেন্দ্র ছেত্রী। পাহাড়ে সিক্স সিডিউলের জন্য সাংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন GNLF-এর সাধারণ সম্পাদক। NRC-NPR-এ গোর্খারা সুরক্ষিত নয় বলে এখন মনে করছে GNLF। মহেন্দ্র ছেত্রী বলেন, খুব শীঘ্রই এই দাবিতে দার্জিলিং, মিরিক, কার্সিয়াং, কালিম্পঙয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।
NRC'তে গোর্খারা সুরক্ষিত নয়, এই উপলব্ধির জন্য GNLF-কে স্বাগত জানান মোর্চার বিনয়পন্থী শিবিরের নেতা কেশব রাজ পোখরেল। যদিও সিক্স সিডিউলে গোর্খারা সুরক্ষিত থাকবে বলে GNLF নেতা মহেন্দ্র ছেত্রীর দাবিকে মানতে নারাজ কেশব রাজ পোখরেল।