ETV Bharat / state

ধেয়ে আসছে আমফান, প্রস্তুত শিলিগুড়ি পৌরনিগম - amphan cyclone

আমফান মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার । প্রস্তুত শিলিগুড়ি পৌরনিগমও । এই প্রস্তুতিতে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

aa
শিলিগুড়ি
author img

By

Published : May 19, 2020, 4:30 PM IST

শিলিগুড়ি, 19 মে: ধেয়ে আসছে আমফান । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল রাজ্যে ঢুকবে আমফান । পরদিন উত্তরবঙ্গ হয়ে বেরিয়ে যাবে । এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

আজ অশোকবাবু জানান, "কোরোনার মাঝেই নতুন বিপদ আমফান । আমরা প্ৰস্তুত রয়েছি । রাজ্যের তরফে কৃষকদের সতর্ক করা হয়েছে । বিপর্যয় হলে তা মোকাবিলায় প্ৰস্তুত থাকছে শিলিগুড়ি । পর্যাপ্ত ত্রাণ, ত্রিপল এবং শুকনো খাবার রয়েছে । জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি আমরা ।" তিনি আরও বলেন, "দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ দিয়ে যাওয়ার সময় সাইক্লোনের গতিবেগ কিছুটা কম হওয়ার কথা । এটা স্বস্তির খবর । তবে গ্রামাঞ্চল ছাড়াও শহরেও বহু কাঁচা বাড়ি রয়েছে । ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছেই ।"

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর, সেচ দপ্তর এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান অশোকবাবু । মহকুমাশাসক সুমন্ত সহায় জানান, "সাইক্লোন মোকাবিলায় কন্ট্রোল রুম সতর্ক রয়েছে । আমরা আপডেট নিচ্ছি । পর্যাপ্ত খাবার, ত্রিপল মজুত রয়েছে । ঝড়ের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ফলে ঝড়ের পাশাপাশি ধস ও অন্যান্য বিপর্যয় মোকাবিলায় আমরা সজাগ রয়েছি ।"

শিলিগুড়ি, 19 মে: ধেয়ে আসছে আমফান । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল রাজ্যে ঢুকবে আমফান । পরদিন উত্তরবঙ্গ হয়ে বেরিয়ে যাবে । এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

আজ অশোকবাবু জানান, "কোরোনার মাঝেই নতুন বিপদ আমফান । আমরা প্ৰস্তুত রয়েছি । রাজ্যের তরফে কৃষকদের সতর্ক করা হয়েছে । বিপর্যয় হলে তা মোকাবিলায় প্ৰস্তুত থাকছে শিলিগুড়ি । পর্যাপ্ত ত্রাণ, ত্রিপল এবং শুকনো খাবার রয়েছে । জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি আমরা ।" তিনি আরও বলেন, "দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ দিয়ে যাওয়ার সময় সাইক্লোনের গতিবেগ কিছুটা কম হওয়ার কথা । এটা স্বস্তির খবর । তবে গ্রামাঞ্চল ছাড়াও শহরেও বহু কাঁচা বাড়ি রয়েছে । ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছেই ।"

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর, সেচ দপ্তর এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান অশোকবাবু । মহকুমাশাসক সুমন্ত সহায় জানান, "সাইক্লোন মোকাবিলায় কন্ট্রোল রুম সতর্ক রয়েছে । আমরা আপডেট নিচ্ছি । পর্যাপ্ত খাবার, ত্রিপল মজুত রয়েছে । ঝড়ের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ফলে ঝড়ের পাশাপাশি ধস ও অন্যান্য বিপর্যয় মোকাবিলায় আমরা সজাগ রয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.