ETV Bharat / state

Ajay Edwards New Party: দার্জিলিংয়ে নতুন দল তৈরি করতে চলেছেন অজয় এডওয়ার্ডস - Darjeeling

পাহাড়ে নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ত্যাগী নেতা অজয় এডওয়ার্ডস । তবে দল ঘোষণার বিষয়ে হুড়োহুড়ি করতে রাজি নন তিনি ৷ একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক নীরজ জিম্বার বিরুদ্ধে ।

Ajay Edward New Party
দার্জিলিংয়ে নতুন দল তৈরি করতে চলেছেন অজয় এডওয়ার্ড
author img

By

Published : Sep 6, 2021, 8:48 AM IST

দার্জিলিং, 6 সেপ্টেম্বর : অনিত থাপার পর এবার অজয় এডওয়ার্ডস। পাহাড়ে আরও একটি নতুন রাজনৈতিক দল তৈরি হতে চলেছে। রবিবার দিল্লি থেকে ফিরে নতুন দল গড়ার বিষয়ে সাফ জানিয়ে দেন তিনি। পাহাড়ের মানুষকে নিয়েই নতুন দল গড়বেন বলে জানান গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) ত্যাগী নেতা অজয় এডওয়ার্ডস । জিএনএলএফের সঙ্গে তাঁর সব সম্পর্ক শেষ । তবে নতুন দল গড়া নিয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি।

এদিকে অনিত থাপার নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়েও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অজয় । কিন্তু তিনি তাঁর দলে সামিল হবেন না বলেও স্পষ্ট করে দেন । তাঁর রাজনৈতিক দল গড়ার মাধ্যমে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। সুভাষ ঘিসিংয়ের আমলে পাহাড়ে দাপট ছিল জিএনএলএফ ও গোর্খা জনমুক্তি মোর্চার । সেখানে কিছুটা হলেও থাবা বসিয়েছে বিজেপি ও তৃণমূল। এবার আরও দুটো নতুন দল হতে চলেছে । আগামী 9 সেপ্টেম্বর নিজের দল ঘোষণা করবেন অনিত থাপা। একইভাবে কিছুদিন পরে নিজের দল ঘোষণা করবেন অজয় এডওয়ার্ডস । এদিকে অজয় দল ছাড়তেই ভাঙন শুরু হয়ে গিয়েছে জিএনএলএফ-এ। একের পর এক কর্মী দল ছেড়ে অজয়ের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন ।

এদিকে এতদিন পাহাড়ে ছিলেন না অজয়। তিনি দিল্লি থেকে লাদাখ ঘুরতে গিয়েছিলেন। শনিবার তিনি ফিরে এসেছেন । এদিন বিকেলে বাগডোগরাতে একটি বৈঠক করেন তিনি। এদিন সকালে পাহাড়ে যাওয়ার আগে রোহিনীতে সাংবাদিক সম্মেলন করেন তিনি । বলেন, "পাহাড়ের মানুষ আমার সঙ্গে আছে। তারাই এখন আমার কাছে হাইকমান্ড। তাই তারা যেমন বলবে আমি তেমনভাবেই চলব। অবশ্যই সকলকে নিয়ে নতুন দল গড়ব। তার জন্য আমি তাড়াহুড়ো করতে চাইনা। কারণ নতুন দল গড়ার আগে আমি কার্শিয়াং,কালিম্পং সহ ডুয়ার্সে যাব নিজের সমর্থকদের সঙ্গে দেখা করতে। তাদের সঙ্গে আলোচনা করে জানতে চাই তারা কী চায়। তারপর আমি নতুন দল ঘোষণা করব। "

দার্জিলিংয়ে নতুন দল তৈরি করতে চলেছেন অজয় এডওয়ার্ড

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত জট দ্রুত কাটছে, আশ্বাস বিএসএফের আইজির

পাশাপাশি তিনি আরও বলেন, "আমার সঙ্গে জিএনএলএফের কোনও সম্পর্ক নেই । আমি পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক নীরজ জিম্বা। তবে আমি পদত্যাগ করলেও আমার সঙ্গে দলের সভাপতি মন ঘিসিং সহ কেউই যোগাযোগ করেনি। এমনকি মেসেজও পাঠায়নি। অথচ বিধানসভা নির্বাচনে আমি দলের স্বার্থে নিজে সরে দাঁড়িয়েছিলাম। তবে আমি প্রার্থী হতে পারিনি বলে দল ছাড়ছি না। আসলে আমি বুঝতে পেরেছি যে মন ঘিসিং আমাকে ব্যবহার করছে। তাই নিজে বেরিয়ে এসে মানুষের স্বার্থে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছি।"

দার্জিলিং, 6 সেপ্টেম্বর : অনিত থাপার পর এবার অজয় এডওয়ার্ডস। পাহাড়ে আরও একটি নতুন রাজনৈতিক দল তৈরি হতে চলেছে। রবিবার দিল্লি থেকে ফিরে নতুন দল গড়ার বিষয়ে সাফ জানিয়ে দেন তিনি। পাহাড়ের মানুষকে নিয়েই নতুন দল গড়বেন বলে জানান গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) ত্যাগী নেতা অজয় এডওয়ার্ডস । জিএনএলএফের সঙ্গে তাঁর সব সম্পর্ক শেষ । তবে নতুন দল গড়া নিয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি।

এদিকে অনিত থাপার নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়েও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অজয় । কিন্তু তিনি তাঁর দলে সামিল হবেন না বলেও স্পষ্ট করে দেন । তাঁর রাজনৈতিক দল গড়ার মাধ্যমে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। সুভাষ ঘিসিংয়ের আমলে পাহাড়ে দাপট ছিল জিএনএলএফ ও গোর্খা জনমুক্তি মোর্চার । সেখানে কিছুটা হলেও থাবা বসিয়েছে বিজেপি ও তৃণমূল। এবার আরও দুটো নতুন দল হতে চলেছে । আগামী 9 সেপ্টেম্বর নিজের দল ঘোষণা করবেন অনিত থাপা। একইভাবে কিছুদিন পরে নিজের দল ঘোষণা করবেন অজয় এডওয়ার্ডস । এদিকে অজয় দল ছাড়তেই ভাঙন শুরু হয়ে গিয়েছে জিএনএলএফ-এ। একের পর এক কর্মী দল ছেড়ে অজয়ের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন ।

এদিকে এতদিন পাহাড়ে ছিলেন না অজয়। তিনি দিল্লি থেকে লাদাখ ঘুরতে গিয়েছিলেন। শনিবার তিনি ফিরে এসেছেন । এদিন বিকেলে বাগডোগরাতে একটি বৈঠক করেন তিনি। এদিন সকালে পাহাড়ে যাওয়ার আগে রোহিনীতে সাংবাদিক সম্মেলন করেন তিনি । বলেন, "পাহাড়ের মানুষ আমার সঙ্গে আছে। তারাই এখন আমার কাছে হাইকমান্ড। তাই তারা যেমন বলবে আমি তেমনভাবেই চলব। অবশ্যই সকলকে নিয়ে নতুন দল গড়ব। তার জন্য আমি তাড়াহুড়ো করতে চাইনা। কারণ নতুন দল গড়ার আগে আমি কার্শিয়াং,কালিম্পং সহ ডুয়ার্সে যাব নিজের সমর্থকদের সঙ্গে দেখা করতে। তাদের সঙ্গে আলোচনা করে জানতে চাই তারা কী চায়। তারপর আমি নতুন দল ঘোষণা করব। "

দার্জিলিংয়ে নতুন দল তৈরি করতে চলেছেন অজয় এডওয়ার্ড

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত জট দ্রুত কাটছে, আশ্বাস বিএসএফের আইজির

পাশাপাশি তিনি আরও বলেন, "আমার সঙ্গে জিএনএলএফের কোনও সম্পর্ক নেই । আমি পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক নীরজ জিম্বা। তবে আমি পদত্যাগ করলেও আমার সঙ্গে দলের সভাপতি মন ঘিসিং সহ কেউই যোগাযোগ করেনি। এমনকি মেসেজও পাঠায়নি। অথচ বিধানসভা নির্বাচনে আমি দলের স্বার্থে নিজে সরে দাঁড়িয়েছিলাম। তবে আমি প্রার্থী হতে পারিনি বলে দল ছাড়ছি না। আসলে আমি বুঝতে পেরেছি যে মন ঘিসিং আমাকে ব্যবহার করছে। তাই নিজে বেরিয়ে এসে মানুষের স্বার্থে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.