দার্জিলিং, 10 মার্চ: সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো, নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার এবং রাজ্যের একাধিক স্কুল বন্ধের অভিযোগ আজ ধর্মঘট ডেকে এআইডিএসও ৷ সেই ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং শিলিগুড়ি কলেজ চত্ত্বর (AIDSO-TMCP Clash at North Bengal University) ৷ অভিযোগ টিএমসিপি ও এআইডিএসও সমর্থকদের মধ্যে মারামারি হয় ধর্মঘটকে কেন্দ্র করে ৷ ঘটনায় দু’পক্ষের কমবেশি অনেকেই আহত হয়েছেন ৷ প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
জানা গিয়েছে, এদিন সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো-সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও ৷ ধর্ঘঘটের সমর্থনে শুক্রবার সকালে এআইডিএসও এর কর্মী-সমর্থকরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিকেটিং শুরু করে ৷ বিক্ষোভও দেখানো হয় ৷ পালটা ধর্মঘটের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে টিএমসিপি ৷ অভিযোগ টিএমসিপি-র মিছিল এআইডিএসও-র বিক্ষোভের জায়গায় পৌঁছতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ ঘটনায় ধুন্ধুমার বেঁধে যায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ৷ এলোপাথাড়ি লাথি-ঘুষি মারতে থাকে একে অপরকে ৷ মারপিট দেখে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা ৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি কমিশনারেটে ৷ এরপর পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷
অন্যদিকে, একই ইস্যুতে শিলিগুড়ি কলেজও উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবার সকালে ৷ সেখানেও এআইডিএসও কর্মীরা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখায় ৷ কলেজ গেট ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে যায়। পিকেটিং চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ এআইডিএসও কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যায়। ঘটনায় কলেক চত্ত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে এআই ডিএসও কর্মী সমর্থকরা ৷
আরও পড়ুন: বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে
উল্লেখ্য, 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার 3 শতাংশ বাড়িয়ে ডিএ দেওয়ার কথা ঘোষণা করে ৷ কিন্তু, রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রের বর্ধিত হারেই বকেয়া ডিএ মেটাতে হবে ৷ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা ৷ প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও সরকারি কর্মচারী সংগঠনের মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে ৷ আর এবার সেই ঘটনায় সামিল হল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷