দার্জিলিং, 11 অক্টোবর : পাহাড়ে লাইনচ্যুত হয়ে গেল শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি টয়ট্রেন । গতকাল সন্ধ্যায় লাইনচ্যুত হয় ট্রেনটি ৷ তবে টয়ট্রেনের এক যাত্রীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ৷ গত সন্ধ্যায় কার্সিয়ং থেকে 12 কিলোমিটার দূরে দিলরামের কাছে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে এক ঘণ্টার বেশি সময় ধরে ঘটনাস্থানে আটকে থাকেন যাত্রীরা ।
গতকাল একটি AC কামরা সহ তিন বগির টয়ট্রেনটি NGP থেকে দার্জিলিঙের দিকে আসছিল । ওইসময় পিছনের বগিটি লাইনচ্যুত হয় । তবে ট্রেনের চালক প্রথমে বিষয়টি টের পাননি । পাহাড়ি পথে এমনিতেই ধীর গতিতে চলে টয় ট্রেনটি । পিছনের বগিটি লাইনচ্যুত হওয়ার বিষটি প্রথমে টের পান এক যাত্রী । তিনি কোনওকমে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে দৌড়ে গিয়ে চালককে বিষয়টি জানান । এরপর ট্রেন থামান চালক । বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ওই যাত্রীর তৎপরতায় ৷ যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গাটি অন্ধকার থাকায় প্রথমে ট্রেন থামলেও লাইনচ্যুত হাওয়ার ঘটনাটি বুঝতে অনেকটা সময় লেগে যায় । ট্রেন থেকে নামার পর দেখা যায় ট্রেনের চাকা রেললাইন থেকে নেমে মূল সড়কে রয়েছে । ট্রেনটি বিশেষত পর্যটকদের জন্য । একটি বগিতে 18 জন করে যাত্রীর আসন রয়েছে ।
তবে এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেল বা DHR-এর তরফে কোনও কর্তা মন্তব্য করেননি । কার্সিয়ং থানা সূত্রে ঘটনার সত্যতা স্বীকার করেছে ।