ETV Bharat / state

পাহাড়ে লাইনচ্যুত টয়ট্রেন, যাত্রীর তৎপরতায় বড় দুঘর্টনা থেকে রক্ষা

গতকাল একটি AC কামরা সহ তিন বগির টয়ট্রেনটি NGP থেকে দার্জিলিঙের দিকে আসছিল । ওইসময় পিছনের বগিটি লাইনচ্যুত হয় । তবে ট্রেনের চালক প্রথমে বিষয়টি টের পাননি । পাহাড়ি পথে এমনিতেই ধীর গতিতে চলে টয়ট্রেন । পিছনের বগিটি লাইনচ্যুত হওয়ার বিষটি প্রথমে টের পান এক যাত্রী ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 12, 2019, 11:56 AM IST

Updated : Oct 12, 2019, 12:56 PM IST

দার্জিলিং, 11 অক্টোবর : পাহাড়ে লাইনচ্যুত হয়ে গেল শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি টয়ট্রেন । গতকাল সন্ধ্যায় লাইনচ্যুত হয় ট্রেনটি ৷ তবে টয়ট্রেনের এক যাত্রীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ৷ গত সন্ধ্যায় কার্সিয়ং থেকে 12 কিলোমিটার দূরে দিলরামের কাছে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে এক ঘণ্টার বেশি সময় ধরে ঘটনাস্থানে আটকে থাকেন যাত্রীরা ।

গতকাল একটি AC কামরা সহ তিন বগির টয়ট্রেনটি NGP থেকে দার্জিলিঙের দিকে আসছিল । ওইসময় পিছনের বগিটি লাইনচ্যুত হয় । তবে ট্রেনের চালক প্রথমে বিষয়টি টের পাননি । পাহাড়ি পথে এমনিতেই ধীর গতিতে চলে টয় ট্রেনটি । পিছনের বগিটি লাইনচ্যুত হওয়ার বিষটি প্রথমে টের পান এক যাত্রী । তিনি কোনওকমে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে দৌড়ে গিয়ে চালককে বিষয়টি জানান । এরপর ট্রেন থামান চালক । বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ওই যাত্রীর তৎপরতায় ৷ যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গাটি অন্ধকার থাকায় প্রথমে ট্রেন থামলেও লাইনচ্যুত হাওয়ার ঘটনাটি বুঝতে অনেকটা সময় লেগে যায় । ট্রেন থেকে নামার পর দেখা যায় ট্রেনের চাকা রেললাইন থেকে নেমে মূল সড়কে রয়েছে । ট্রেনটি বিশেষত পর্যটকদের জন্য । একটি বগিতে 18 জন করে যাত্রীর আসন রয়েছে ।

তবে এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেল বা DHR-এর তরফে কোনও কর্তা মন্তব্য করেননি । কার্সিয়ং থানা সূত্রে ঘটনার সত্যতা স্বীকার করেছে ।

দার্জিলিং, 11 অক্টোবর : পাহাড়ে লাইনচ্যুত হয়ে গেল শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি টয়ট্রেন । গতকাল সন্ধ্যায় লাইনচ্যুত হয় ট্রেনটি ৷ তবে টয়ট্রেনের এক যাত্রীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ৷ গত সন্ধ্যায় কার্সিয়ং থেকে 12 কিলোমিটার দূরে দিলরামের কাছে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে এক ঘণ্টার বেশি সময় ধরে ঘটনাস্থানে আটকে থাকেন যাত্রীরা ।

গতকাল একটি AC কামরা সহ তিন বগির টয়ট্রেনটি NGP থেকে দার্জিলিঙের দিকে আসছিল । ওইসময় পিছনের বগিটি লাইনচ্যুত হয় । তবে ট্রেনের চালক প্রথমে বিষয়টি টের পাননি । পাহাড়ি পথে এমনিতেই ধীর গতিতে চলে টয় ট্রেনটি । পিছনের বগিটি লাইনচ্যুত হওয়ার বিষটি প্রথমে টের পান এক যাত্রী । তিনি কোনওকমে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে দৌড়ে গিয়ে চালককে বিষয়টি জানান । এরপর ট্রেন থামান চালক । বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ওই যাত্রীর তৎপরতায় ৷ যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গাটি অন্ধকার থাকায় প্রথমে ট্রেন থামলেও লাইনচ্যুত হাওয়ার ঘটনাটি বুঝতে অনেকটা সময় লেগে যায় । ট্রেন থেকে নামার পর দেখা যায় ট্রেনের চাকা রেললাইন থেকে নেমে মূল সড়কে রয়েছে । ট্রেনটি বিশেষত পর্যটকদের জন্য । একটি বগিতে 18 জন করে যাত্রীর আসন রয়েছে ।

তবে এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেল বা DHR-এর তরফে কোনও কর্তা মন্তব্য করেননি । কার্সিয়ং থানা সূত্রে ঘটনার সত্যতা স্বীকার করেছে ।

Intro:ফের পাহাড়ে লাইনচ্যুত টয়ট্রেন, যাত্রীর তৎপরতায় বড় দুঘর্টনা থেকে রক্ষা

দার্জিলিং, ১১ অক্টোবর : শুক্রবার পাহাড়ে লাইনচ্যুত টয়ট্রেন । তবে টয় ট্রেনের এক যাত্রীর তৎপরতায় আরও বড়সড় দুর্ঘটনা এড়াল পাহাড়ি খেলনা ট্রেন । শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেনটি এদিন সন্ধ্যা নাগাদ কার্সিয়াং শহর থেকে 12 কিলোমিটার দূরে দিলরামের কাছে ঘটনাটি ঘটে । তবে এঘটনায় কোনো হতাহতের খবর নেই । তবে এঘটনায় এক ঘণ্টার বেশি সময় ধরে ঘটনাস্থলে আটকে থাকেন যাত্রীরা ।
Body:এদিন একটি এসি কামরা সহ তিন বগির ওই টয় ট্রেনটি এনজেপি থেকে দার্জিলিংয়ের দিকে আসছিল । ওইসময় পিছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের চালক প্রথমে বিষয়টি টের পাননি । পাহাড়ি আঁকা বাঁকা পথে এমনিতেই ধীর গতিতে চলে টয়ট্রেন। এদিন পিছনের বগিটি লাইনচ্যুত হওয়ার বিষটি প্রথমে টের পান এক যাত্রী । তিনি কোনোওক্রমে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে দৌড়ে গিয়ে চালককে বিষয়টি জানান । এরপর ট্রেন থামান চালক । এভাবে আর কিছুক্ষণ ট্রেনটি চলতে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত । এমনটি পুরো ট্রেনটি সড়কে গিয়ে পড়তে পারত । আর এটা হলে হতাহতের ঘটনাও ঘটতে পারত । এদিন যেখানে ঘটনাটি ঘটেছে সেটি অন্ধকার থাকায় ট্রেন থামলেও লাইনচ্যুত হাওয়ার ঘটনাটি বুঝতে অনেকটা সময় লেগে যায় । ট্রেন থেকে নামার পর দেখা যায় ট্রেনের চাকা রেল লাইন থেকে নেমে মূল সড়কে রয়েছে । এই ট্রেনটি বিশেষত পর্যটকদের জন্য । একটি বগিতে 18 জন করে যাত্রীর আসন রয়েছে । Conclusion:দুদিন আগেই দার্জিলিংয়ে টয়ট্রেনে সেলফি তুলতে গিয়ে রিষড়ার এক পর্যটকের মৃত্যু হয়েছে । সেই রেশ কাটতে না কাটতেই এবার লাইনচ্যুত টয়ট্রেন ফের টয় ট্রেন পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠল । তবে দার্জিলিং হিমালয়ান রেল বা ডিএইচআরের তরফে কোনো কর্তা এদিন এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি । তবে কার্সিয়াং থানা সুত্রে ঘটনার সত্যতা স্বীকার করেছে ।
Last Updated : Oct 12, 2019, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.