ETV Bharat / state

Leopard in Mirik: রাস্তা পার হচ্ছে ব্ল্যাক প্যান্থার, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো - A Melanistic Leopard was Spotted

মিরিকের (Mirik) ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় ক্যামেরা বন্দি হল একটি কালো চিতা (A Melanistic Leopard was Spotted at Tea garden) ৷

Leopard in Mirik
Etv Bharat
author img

By

Published : Nov 23, 2022, 5:02 PM IST

মিরিক, 23 নভেম্বর: পাহাড়ের রাস্তায় দেখা মিলল কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের (Melanistic Leopard) । যদিও পাহাড়বাসীদের মধ্যে প্রাণীটি ব্ল্যাক প্যান্থার (Black Panther) বলে চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার মিরিকের (Mirik) ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় ওই কালো চিতাবাঘটির ছবি ক্যামেরা বন্দি করেন একজন চালক । এরপর মুহূর্তে ওই চিতাবাঘটির ছবি ভাইরাল হয়ে যায় ।

এর আগেও অবশ্য 2020 সালে মিরিকেই কালো চিতাবাঘের দেখা মিলেছিল । এছাড়াও চলতি বছরে বক্সার জঙ্গলে এবং জয়ন্তী এলাকাতে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল । কার্শিয়াংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার (Kurseong Divisional Forest Officer) বিশ্বনাথ প্রতাপ বলেন, "সেটি একটি কালো চিতাবাঘ । অর্থাৎ চিতাবাঘেরই প্রজন্ম । জেনেটিকের কারণে কালো রঙ হয়ে যায় । তবে আমরা খোঁজ নিচ্ছি । ওই এলাকায় নজর রাখা হচ্ছে ।"

রাস্তা পার হচ্ছে ব্ল্যাক প্যান্থার, দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: মাথাভাঙায় শাবক-সহ 5টি চিতাবাঘ! ফাঁদ পাতল বন দফতর

মূলত, দার্জিলিং পাহাড় ও ডুয়ার্স এলাকায় চিতাবাঘের সংখ্যা নেহাত কম নয় । চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চিতাবাঘের সংখ্যা গত কয়েক মাসে প্রায় দ্বিগুণ হয়েছে । তবে অন্যান্য জায়গার তুলনায় মিরিক এলাকার চা বাগানে কালো চিতাবাঘ মাঝেমধ্যেই দেখা দেখা যাচ্ছে । চলতি বছরে মিরিক সংলগ্ন রংটং এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক কালো চিতাবাঘের ।

মিরিক, 23 নভেম্বর: পাহাড়ের রাস্তায় দেখা মিলল কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের (Melanistic Leopard) । যদিও পাহাড়বাসীদের মধ্যে প্রাণীটি ব্ল্যাক প্যান্থার (Black Panther) বলে চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার মিরিকের (Mirik) ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় ওই কালো চিতাবাঘটির ছবি ক্যামেরা বন্দি করেন একজন চালক । এরপর মুহূর্তে ওই চিতাবাঘটির ছবি ভাইরাল হয়ে যায় ।

এর আগেও অবশ্য 2020 সালে মিরিকেই কালো চিতাবাঘের দেখা মিলেছিল । এছাড়াও চলতি বছরে বক্সার জঙ্গলে এবং জয়ন্তী এলাকাতে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল । কার্শিয়াংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার (Kurseong Divisional Forest Officer) বিশ্বনাথ প্রতাপ বলেন, "সেটি একটি কালো চিতাবাঘ । অর্থাৎ চিতাবাঘেরই প্রজন্ম । জেনেটিকের কারণে কালো রঙ হয়ে যায় । তবে আমরা খোঁজ নিচ্ছি । ওই এলাকায় নজর রাখা হচ্ছে ।"

রাস্তা পার হচ্ছে ব্ল্যাক প্যান্থার, দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: মাথাভাঙায় শাবক-সহ 5টি চিতাবাঘ! ফাঁদ পাতল বন দফতর

মূলত, দার্জিলিং পাহাড় ও ডুয়ার্স এলাকায় চিতাবাঘের সংখ্যা নেহাত কম নয় । চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চিতাবাঘের সংখ্যা গত কয়েক মাসে প্রায় দ্বিগুণ হয়েছে । তবে অন্যান্য জায়গার তুলনায় মিরিক এলাকার চা বাগানে কালো চিতাবাঘ মাঝেমধ্যেই দেখা দেখা যাচ্ছে । চলতি বছরে মিরিক সংলগ্ন রংটং এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক কালো চিতাবাঘের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.