ETV Bharat / state

Youth Died By Suicide: ত্রিকোণ প্রেমের জের, বিয়ের আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বছর কুড়ির পাত্র! - ত্রিকোণ প্রেম

হল না আর সংসার করা ৷ বিয়ের আগেই বুঝল জীবনের প্রদীপ ৷ বিয়ের বাকি ছিল ক'দিন ৷ তার আগে জানতে পারে হবু বউয়ের অন্যত্র প্রেমের কথা ৷ শেষমেশ পরিণতি আত্মহত্যা ৷ নিজের ঘরে গলায় ফাঁস লাগালেন যুবক (Youth Died By Suicide) ৷

Died By Suicide
ত্রিকোণ প্রেমের জেরে আত্মঘাতী যুবক
author img

By

Published : Jan 14, 2023, 10:24 PM IST

বংশিহারি, 14 জানুয়ারি: ত্রিকোণ প্রেমের (love triangle) জেরে চলে গেল একটি তরুণ প্রাণ ৷ বিয়ের তিনদিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পাত্র (Youth Died By Suicide before marriage) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে । মৃত পাত্রের নাম ধনাই রায় (20), পেশায় শ্রমিক (laborer) ছিলেন তিনি ৷ বাড়ি বুনিয়াদপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বংশিহারি (Bansihari) শিবপুর এলাকায় ।

বিয়ের আগে আত্মঘাতী পাত্র: জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক বংশিহারি থানার জয়দেবপুর এলাকার একটি মেয়ের সঙ্গে । প্রেমের বিষয়ে দুই পরিবারই জানত ৷ পরিবারের অভিযোগ, বিয়ের জন্য দুই পরিবার রাজি থাকলেও মানসিকভাবে চাপ দেওয়া হতো পাত্র ধনাই রায়কে । আজ সকালে পাত্রীর সঙ্গে ফোনে ঝগড়া বাধে ধনাইয়ের । ফোনের মধ্যে ঝগড়া চলতে থাকে পরিবারের সামনেই । অনেকক্ষণ ধরে ধনাই ও মেয়েটির ঝগড়া হয় ৷ এরপর নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক বলে পরিবার সূত্রে খবর ।

মেয়ের বয়স বাধা হয়ে দাঁড়ায়: পরিবারের লোকজনের নজরে আসে বিষয়টি এবং চিৎকার চেঁচামেচি শুরু করে তাঁরা ৷ চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে যুবককে রশিদপুর হাসপাতালে নিয়ে যায় ৷ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পাত্র ধনাইকে । পরবর্তীতে খবর দেওয়া যায় বংশিহারি থানায় ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ধনাই রায়ের ৷ তাঁদের সম্পর্কের কথা জানাজানি হতেই ছয় মাস আগে দুই পক্ষের অভিভাবকদের সম্মতিতে বিয়ের কথাবার্তা হয় । বাধা হয়ে দাঁড়ায় মেয়ের বয়স । 18 বছর হতে কয়েক মাস বাকি থাকার কারণে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় 17 জানুয়ারি । বিয়ের আগে পাত্রী প্রায়শই ধনাইয়ের বাড়িতে যাতায়াত করত বলে জানা গিয়েছে ।

ত্রিকোণ প্রেমের জেরে আত্মহত্যা: পরিবার সূত্রে খবর, বিয়ের দিন এগিয়ে আসতেই পাত্রী নাকি ত্রিকোণ প্রেমের জেরে ধনাই রায়কে মানসিকভাবে অত্যাচার করত । শুক্রবার রাতেও তাদের মধ্যে ফোনে কথাবার্তা হয় । শনিবার সকালে তাদের ফোনে দীর্ঘক্ষণ কথা কাটাকাটিও চলে । তারপরেই নাকি সে ঘরের দরজা বন্ধ করে দেয় । বিয়ে ঠিক হবার পর নাকি মেয়েটি উশৃঙ্খল জীবনযাপন শুরু করে এবং অন্যত্র কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ।

বাড়ির লোকের দাবি: মৃতের বোন শিল্পী রায় বলেন, "বিয়ে ঠিক হওয়ার পর থেকে অন্যত্র মেয়েটি প্রেম করত । তার স্বভাব চরিত্র খারাপ ছিল । সংসার করার জন্য সে আমার দাদার সঙ্গে ইদানিং দুর্ব্যবহার করত । আমার দাদা বিয়ে করলে নাকি সে দাদার জীবনটা ছারখাড় করে দেবে । ওই মেয়েটার জন্য আমার দাদা অকালে আমাদের ছেড়ে চলে গেল ।" পাত্রীর দাদা সুকুমার রায় বলেন, "বোনের বিয়ের আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে । তিন দিন বাদেই বোনের বিয়ে । শনিবার দুপুরে দুঃসংবাদের খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি । কী কারণে এমন ঘটনা ঘটলো তা জানা নেই ।" বংশীহারি থানার আইসি মনজিৎ সরকার বলেন, "শিবপুর এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধূকে খুনের অভিযোগ, উত্তপ্ত পোলেরহাট

বংশিহারি, 14 জানুয়ারি: ত্রিকোণ প্রেমের (love triangle) জেরে চলে গেল একটি তরুণ প্রাণ ৷ বিয়ের তিনদিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পাত্র (Youth Died By Suicide before marriage) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে । মৃত পাত্রের নাম ধনাই রায় (20), পেশায় শ্রমিক (laborer) ছিলেন তিনি ৷ বাড়ি বুনিয়াদপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বংশিহারি (Bansihari) শিবপুর এলাকায় ।

বিয়ের আগে আত্মঘাতী পাত্র: জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তাঁর প্রেমের সম্পর্ক বংশিহারি থানার জয়দেবপুর এলাকার একটি মেয়ের সঙ্গে । প্রেমের বিষয়ে দুই পরিবারই জানত ৷ পরিবারের অভিযোগ, বিয়ের জন্য দুই পরিবার রাজি থাকলেও মানসিকভাবে চাপ দেওয়া হতো পাত্র ধনাই রায়কে । আজ সকালে পাত্রীর সঙ্গে ফোনে ঝগড়া বাধে ধনাইয়ের । ফোনের মধ্যে ঝগড়া চলতে থাকে পরিবারের সামনেই । অনেকক্ষণ ধরে ধনাই ও মেয়েটির ঝগড়া হয় ৷ এরপর নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক বলে পরিবার সূত্রে খবর ।

মেয়ের বয়স বাধা হয়ে দাঁড়ায়: পরিবারের লোকজনের নজরে আসে বিষয়টি এবং চিৎকার চেঁচামেচি শুরু করে তাঁরা ৷ চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে যুবককে রশিদপুর হাসপাতালে নিয়ে যায় ৷ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পাত্র ধনাইকে । পরবর্তীতে খবর দেওয়া যায় বংশিহারি থানায় ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ধনাই রায়ের ৷ তাঁদের সম্পর্কের কথা জানাজানি হতেই ছয় মাস আগে দুই পক্ষের অভিভাবকদের সম্মতিতে বিয়ের কথাবার্তা হয় । বাধা হয়ে দাঁড়ায় মেয়ের বয়স । 18 বছর হতে কয়েক মাস বাকি থাকার কারণে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় 17 জানুয়ারি । বিয়ের আগে পাত্রী প্রায়শই ধনাইয়ের বাড়িতে যাতায়াত করত বলে জানা গিয়েছে ।

ত্রিকোণ প্রেমের জেরে আত্মহত্যা: পরিবার সূত্রে খবর, বিয়ের দিন এগিয়ে আসতেই পাত্রী নাকি ত্রিকোণ প্রেমের জেরে ধনাই রায়কে মানসিকভাবে অত্যাচার করত । শুক্রবার রাতেও তাদের মধ্যে ফোনে কথাবার্তা হয় । শনিবার সকালে তাদের ফোনে দীর্ঘক্ষণ কথা কাটাকাটিও চলে । তারপরেই নাকি সে ঘরের দরজা বন্ধ করে দেয় । বিয়ে ঠিক হবার পর নাকি মেয়েটি উশৃঙ্খল জীবনযাপন শুরু করে এবং অন্যত্র কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ।

বাড়ির লোকের দাবি: মৃতের বোন শিল্পী রায় বলেন, "বিয়ে ঠিক হওয়ার পর থেকে অন্যত্র মেয়েটি প্রেম করত । তার স্বভাব চরিত্র খারাপ ছিল । সংসার করার জন্য সে আমার দাদার সঙ্গে ইদানিং দুর্ব্যবহার করত । আমার দাদা বিয়ে করলে নাকি সে দাদার জীবনটা ছারখাড় করে দেবে । ওই মেয়েটার জন্য আমার দাদা অকালে আমাদের ছেড়ে চলে গেল ।" পাত্রীর দাদা সুকুমার রায় বলেন, "বোনের বিয়ের আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে । তিন দিন বাদেই বোনের বিয়ে । শনিবার দুপুরে দুঃসংবাদের খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি । কী কারণে এমন ঘটনা ঘটলো তা জানা নেই ।" বংশীহারি থানার আইসি মনজিৎ সরকার বলেন, "শিবপুর এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধূকে খুনের অভিযোগ, উত্তপ্ত পোলেরহাট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.