ETV Bharat / state

গঙ্গারামপুরে চোলাইয়ের কারখানা ভেঙে আগুন ধরিয়ে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা - illegal hooch factory

অভিযোগ, গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছিল ৷ পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই আজ অবৈধ চোলাই তৈরির কারখানায় আগুন লাগিয়ে দেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।

women from self-help group set fire to illegal hooch factory
অবৈধ চোলাইয়ের কারখানা ভেঙে আগুন ধরিয়ে দিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
author img

By

Published : Aug 11, 2020, 3:28 PM IST

গঙ্গারামপুর, 11 অগাস্ট : অবৈধ চোলাই মদ তৈরির কারখানা ভেঙে আগুন ধরিয়ে দিলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বিষ্ণুপুরের ঘটনা । অভিযোগ, স্থানীয় বাসিন্দা রাজেন কিস্কু অনেকদিন ধরে চোলাই মদের কারবার করছে ৷ তার চোলাই তৈরির কারখানা রয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, আশপাশের গ্রাম থেকে অনেকে এখানে মদ্যপান করতে আসে ৷ মত্ত অবস্থায় এলাকার লোকজনকে গালিগালাজ করে । ফলে, গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে । ঘটনায় গঙ্গারামপুর থানায় রাজেন কিস্কুর নামে অভিযোগ দায়ের করা হলেও, পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ আজ তাই এলাকার মহিলারাই একত্রিত হয়ে মদ তৈরির সরঞ্জামসহ মদের বোতল ভেঙে দেন ৷ পাশাপাশি কারখানায় আগুন লাগিয়ে দেন ৷

সুমনা মার্ডি নামে স্থানীয় এক মহিলা জানান, দীর্ঘদিন ধরে রাজেন কিস্কু নামে ওই ব্যক্তি চোলাই মদ তৈরি ও বিক্রি করে । বারবার গঙ্গারামপুর থানায় অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি । উপরন্তু, থানায় অভিযোগ করলে চোলাই তৈরিতে যুক্তরা গ্রামবাসীকে হুমকি দিত ।

women from self-help group set fire to illegal hooch factory
অবৈধ চোলাইয়ের কারখানা ভেঙে আগুন ধরিয়ে দিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, "লকডাউন চলছে । গঙ্গারামপুর মহকুমাসহ বিভিন্ন এলাকায় অনুমোদিত মদের দোকানগুলি বন্ধ রয়েছে । এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামেগঞ্জে দেশি মদ তৈরি হচ্ছে । গঙ্গারামপুর থানার বিষ্ণুপুর এলাকার রাজেন কিস্কু অনেকদিন ধরে মদ তৈরি করে । মঙ্গলবার সকালে স্বনির্ভর দলের মহিলারা এবং গ্রামের অন্য মহিলারা একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে চোলাইয়ের ঠেক ভেঙে দেন । "

গঙ্গারামপুর, 11 অগাস্ট : অবৈধ চোলাই মদ তৈরির কারখানা ভেঙে আগুন ধরিয়ে দিলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বিষ্ণুপুরের ঘটনা । অভিযোগ, স্থানীয় বাসিন্দা রাজেন কিস্কু অনেকদিন ধরে চোলাই মদের কারবার করছে ৷ তার চোলাই তৈরির কারখানা রয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, আশপাশের গ্রাম থেকে অনেকে এখানে মদ্যপান করতে আসে ৷ মত্ত অবস্থায় এলাকার লোকজনকে গালিগালাজ করে । ফলে, গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে । ঘটনায় গঙ্গারামপুর থানায় রাজেন কিস্কুর নামে অভিযোগ দায়ের করা হলেও, পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ আজ তাই এলাকার মহিলারাই একত্রিত হয়ে মদ তৈরির সরঞ্জামসহ মদের বোতল ভেঙে দেন ৷ পাশাপাশি কারখানায় আগুন লাগিয়ে দেন ৷

সুমনা মার্ডি নামে স্থানীয় এক মহিলা জানান, দীর্ঘদিন ধরে রাজেন কিস্কু নামে ওই ব্যক্তি চোলাই মদ তৈরি ও বিক্রি করে । বারবার গঙ্গারামপুর থানায় অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি । উপরন্তু, থানায় অভিযোগ করলে চোলাই তৈরিতে যুক্তরা গ্রামবাসীকে হুমকি দিত ।

women from self-help group set fire to illegal hooch factory
অবৈধ চোলাইয়ের কারখানা ভেঙে আগুন ধরিয়ে দিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, "লকডাউন চলছে । গঙ্গারামপুর মহকুমাসহ বিভিন্ন এলাকায় অনুমোদিত মদের দোকানগুলি বন্ধ রয়েছে । এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামেগঞ্জে দেশি মদ তৈরি হচ্ছে । গঙ্গারামপুর থানার বিষ্ণুপুর এলাকার রাজেন কিস্কু অনেকদিন ধরে মদ তৈরি করে । মঙ্গলবার সকালে স্বনির্ভর দলের মহিলারা এবং গ্রামের অন্য মহিলারা একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে চোলাইয়ের ঠেক ভেঙে দেন । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.