ETV Bharat / state

বালুরঘাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা - অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা

গতকাল সন্ধে থেকে যাত্রী প্রতীক্ষালয়ের চেয়ারের উপর পড়েছিলেন ওই মহিলা । দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় । ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশে । পরে পুলিশ এসে ওই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ।

ছবি
ছবি
author img

By

Published : May 17, 2020, 3:18 PM IST

বালুরঘাট, 17 মে: অজ্ঞাত পরিচয় এক মহিলাকে অচৈতন্য অবস্থায় যাত্রী প্রতিক্ষালয়ে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটের সৎসঙ্গ বিহার মন্দির সংলগ্ন এলাকায় । গতরাতে মন্দিরের সামনের যাত্রী প্রতীক্ষালয়ে ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায় । বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ । এরপর রাতেই পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

গতকাল সন্ধে থেকে যাত্রী প্রতীক্ষালয়ের চেয়ারের উপর পড়েছিলেন ওই মহিলা । দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় । ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশে । পরে পুলিশ এসে ওই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা কিশোর মহন্ত বলেন, "এখানে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন । অনেক আগেই পুলিশকে খবর দেওয়া হয় । খবর দেওয়ার অনেকক্ষণ পর পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । ওই মহিলাকে আমরা কেউ চিনি না । কোথা থেকে এসেছেন তাও জানি না ।"

এবিষয়ে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে একজন অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

বালুরঘাট, 17 মে: অজ্ঞাত পরিচয় এক মহিলাকে অচৈতন্য অবস্থায় যাত্রী প্রতিক্ষালয়ে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটের সৎসঙ্গ বিহার মন্দির সংলগ্ন এলাকায় । গতরাতে মন্দিরের সামনের যাত্রী প্রতীক্ষালয়ে ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায় । বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ । এরপর রাতেই পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

গতকাল সন্ধে থেকে যাত্রী প্রতীক্ষালয়ের চেয়ারের উপর পড়েছিলেন ওই মহিলা । দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় । ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশে । পরে পুলিশ এসে ওই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা কিশোর মহন্ত বলেন, "এখানে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন । অনেক আগেই পুলিশকে খবর দেওয়া হয় । খবর দেওয়ার অনেকক্ষণ পর পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । ওই মহিলাকে আমরা কেউ চিনি না । কোথা থেকে এসেছেন তাও জানি না ।"

এবিষয়ে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে একজন অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.