ETV Bharat / state

"বহিরাগত মানব না", এবার বিক্ষোভ হরিরামপুরে; দলীয় অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের

author img

By

Published : Mar 19, 2021, 7:46 AM IST

বৃহস্পতিবার নীলাঞ্জন রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন হরিরামপুর বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁরা জানিয়ে দেন, নিজেদের বিধানসভার দলীয় নেতৃত্বকে বাদ দিয়ে অন্য বিধানসভার প্রার্থীকে তাঁরা মানবেন না । ক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুরের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় ৷

bjp-workers-vandalized-their-party-office-in-harirampur
bjp-workers-vandalized-their-party-office-in-harirampur

বংশীহারী, 19 মার্চ: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা এলাকায় । বিজেপি কর্মীরা ভাঙচুর চালাল দলীয় কার্যালয়ে ৷ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করে বিজেপি নেতৃত্ব । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বংশীহারী ব্লকের বিজেপি কর্মীরা । পার্টি অফিসের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ স্লোগান ওঠে, নীলাঞ্জন রায় বহিরাগত । বহিরাগত প্রার্থী চাই না । তাঁদের দাবি, স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে ।

আরও খবর: প্রার্থী পছন্দ না হওয়ায় জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসে আগুন, ভাঙচুর

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভায় বিজেপির প্রার্থী করা হয়েছে নীলাঞ্জন রায়কে । বৃহস্পতিবার নীলাঞ্জন রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন হরিরামপুর বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁরা জানিয়ে দেন, নিজেদের বিধানসভার দলীয় নেতৃত্বকে বাদ দিয়ে অন্য বিধানসভার প্রার্থীকে তাঁরা মানবেন না । ক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুরের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন তাঁরা । দলীয় কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা । দলের কর্মী-সমর্থকদের প্রকাশ্য বিক্ষোভে চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব ।

হরিরামপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ

এক বিক্ষোভকারী বিজেপি সমর্থক দীপক সুত্রধর বলেন, আমাদের হরিরামপুর বিধানসভা এলাকায় লোকাল প্রার্থী দিতে হবে । নীলাঞ্জন রায় বহিরাগত । আমরা বহিরাগত প্রার্থী চাই না । প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনে যাব ।

বংশীহারী, 19 মার্চ: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা এলাকায় । বিজেপি কর্মীরা ভাঙচুর চালাল দলীয় কার্যালয়ে ৷ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করে বিজেপি নেতৃত্ব । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বংশীহারী ব্লকের বিজেপি কর্মীরা । পার্টি অফিসের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ স্লোগান ওঠে, নীলাঞ্জন রায় বহিরাগত । বহিরাগত প্রার্থী চাই না । তাঁদের দাবি, স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে ।

আরও খবর: প্রার্থী পছন্দ না হওয়ায় জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসে আগুন, ভাঙচুর

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভায় বিজেপির প্রার্থী করা হয়েছে নীলাঞ্জন রায়কে । বৃহস্পতিবার নীলাঞ্জন রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন হরিরামপুর বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁরা জানিয়ে দেন, নিজেদের বিধানসভার দলীয় নেতৃত্বকে বাদ দিয়ে অন্য বিধানসভার প্রার্থীকে তাঁরা মানবেন না । ক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুরের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন তাঁরা । দলীয় কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা । দলের কর্মী-সমর্থকদের প্রকাশ্য বিক্ষোভে চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব ।

হরিরামপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ

এক বিক্ষোভকারী বিজেপি সমর্থক দীপক সুত্রধর বলেন, আমাদের হরিরামপুর বিধানসভা এলাকায় লোকাল প্রার্থী দিতে হবে । নীলাঞ্জন রায় বহিরাগত । আমরা বহিরাগত প্রার্থী চাই না । প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনে যাব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.