গঙ্গারামপুর, 26 মে : রাত পর্যন্ত ছিল সবুজ । সকালে গেরুয়ার প্রলেপ । ঘটনাটি গঙ্গারামপুরের । বৃহস্পতিবার ফল প্রকাশের পর গঙ্গারামপুরে তৃণমূলের বেশকয়েকজন কর্মী যোগ দেয় BJP-তে । এরপর তারাই তৃণমূলের পার্টি অফিসের রঙ পালটে গেরুয়া করে দেয় । অফিসের ভিতরে তৃণমূলের পতাকা খুলে BJP-র পতাকাও লাগিয়ে দেওয়া হয় ।
এবারের লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর পঞ্চায়েত ও পৌরসভার সবকটিতেই লিড পায় BJP । বালুরঘাট ও গঙ্গারামপুর বিধানসভায় লিড না পাওয়া বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হারার অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে । অথচ এই দু'টি এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও পৌরসভাই তৃণমূলের দখলে । এই অবস্থায় রাতারাতি পার্টি অফিসের রং বদলানোয় এখন অনেকেই মনে করছেন তৃণমূলের ঘরে ভাঙন আরও বাড়ছে ।
সদ্য BJP-তে যোগ দেওয়া বিশ্বজিৎ সরকার বলেন, "আমরা গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের । গতকাল রাতে তৃণমূল থেকে BJP-তে যোগদান করি । আমাদের এলাকার কাউন্সিলর জয়ন্ত দাস তৃণমূল কর্মীদের কাজ করার সুযোগ দিত না । কোনও উন্নয়ন হয়নি এখানে । শুধু তোলাবাজি । আর এই নিয়ে কেউ কিছু বলতে গেলেই অপমান করত । এসব কারণে গতরাতে তৃণমূল থেকে BJP-তে যোগদান করি । আমাদের সঙ্গেই তৃণমূলের আরও প্রায় কয়েকশোজন কর্মী যোগ দেন ।" অন্যদিকে, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাস এই বিষয়ে কিছু বলতে চাননি ।