ETV Bharat / state

রাত পর্যন্ত সবুজ, সকালেই তৃণমূল পার্টি অফিসে গেরুয়ার প্রলেপ - gangarampur

তৃণমূল পার্টি অফিস রাতারাতি বদলে গেল BJP পার্টি অফিসে । ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ।

গঙ্গারামপুরের সেই পার্টি অফিস
author img

By

Published : May 26, 2019, 7:42 PM IST

গঙ্গারামপুর, 26 মে : রাত পর্যন্ত ছিল সবুজ । সকালে গেরুয়ার প্রলেপ । ঘটনাটি গঙ্গারামপুরের । বৃহস্পতিবার ফল প্রকাশের পর গঙ্গারামপুরে তৃণমূলের বেশকয়েকজন কর্মী যোগ দেয় BJP-তে । এরপর তারাই তৃণমূলের পার্টি অফিসের রঙ পালটে গেরুয়া করে দেয় । অফিসের ভিতরে তৃণমূলের পতাকা খুলে BJP-র পতাকাও লাগিয়ে দেওয়া হয় ।

এবারের লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর পঞ্চায়েত ও পৌরসভার সবকটিতেই লিড পায় BJP । বালুরঘাট ও গঙ্গারামপুর বিধানসভায় লিড না পাওয়া বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হারার অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে । অথচ এই দু'টি এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও পৌরসভাই তৃণমূলের দখলে । এই অবস্থায় রাতারাতি পার্টি অফিসের রং বদলানোয় এখন অনেকেই মনে করছেন তৃণমূলের ঘরে ভাঙন আরও বাড়ছে ।

সদ্য BJP-তে যোগ দেওয়া বিশ্বজিৎ সরকার বলেন, "আমরা গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের । গতকাল রাতে তৃণমূল থেকে BJP-তে যোগদান করি । আমাদের এলাকার কাউন্সিলর জয়ন্ত দাস তৃণমূল কর্মীদের কাজ করার সুযোগ দিত না । কোনও উন্নয়ন হয়নি এখানে । শুধু তোলাবাজি । আর এই নিয়ে কেউ কিছু বলতে গেলেই অপমান করত । এসব কারণে গতরাতে তৃণমূল থেকে BJP-তে যোগদান করি । আমাদের সঙ্গেই তৃণমূলের আরও প্রায় কয়েকশোজন কর্মী যোগ দেন ।" অন্যদিকে, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাস এই বিষয়ে কিছু বলতে চাননি ।

গঙ্গারামপুর, 26 মে : রাত পর্যন্ত ছিল সবুজ । সকালে গেরুয়ার প্রলেপ । ঘটনাটি গঙ্গারামপুরের । বৃহস্পতিবার ফল প্রকাশের পর গঙ্গারামপুরে তৃণমূলের বেশকয়েকজন কর্মী যোগ দেয় BJP-তে । এরপর তারাই তৃণমূলের পার্টি অফিসের রঙ পালটে গেরুয়া করে দেয় । অফিসের ভিতরে তৃণমূলের পতাকা খুলে BJP-র পতাকাও লাগিয়ে দেওয়া হয় ।

এবারের লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর পঞ্চায়েত ও পৌরসভার সবকটিতেই লিড পায় BJP । বালুরঘাট ও গঙ্গারামপুর বিধানসভায় লিড না পাওয়া বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হারার অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে । অথচ এই দু'টি এলাকার বেশিরভাগ পঞ্চায়েত ও পৌরসভাই তৃণমূলের দখলে । এই অবস্থায় রাতারাতি পার্টি অফিসের রং বদলানোয় এখন অনেকেই মনে করছেন তৃণমূলের ঘরে ভাঙন আরও বাড়ছে ।

সদ্য BJP-তে যোগ দেওয়া বিশ্বজিৎ সরকার বলেন, "আমরা গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের । গতকাল রাতে তৃণমূল থেকে BJP-তে যোগদান করি । আমাদের এলাকার কাউন্সিলর জয়ন্ত দাস তৃণমূল কর্মীদের কাজ করার সুযোগ দিত না । কোনও উন্নয়ন হয়নি এখানে । শুধু তোলাবাজি । আর এই নিয়ে কেউ কিছু বলতে গেলেই অপমান করত । এসব কারণে গতরাতে তৃণমূল থেকে BJP-তে যোগদান করি । আমাদের সঙ্গেই তৃণমূলের আরও প্রায় কয়েকশোজন কর্মী যোগ দেন ।" অন্যদিকে, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাস এই বিষয়ে কিছু বলতে চাননি ।

Intro:গঙ্গারামপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডে রাতারাতি তৃনমূল পার্টি অফিস বদলে গেল বিজেপি পার্টি অফিসে ।।

গঙ্গারামপুর ; ২৬ মে ;-রাতারাতি তৃনমূল পার্টি অফিস বদলে গেল বিজেপি পার্টি অফিসে ,ঐ এলাকার প্রায় কয়েকশ তৃনমূল কর্মী বিজেপিতে যোগদান করায় সেই পার্টি অফিসে তৃনমূলরাই বিজেপির ফ্লাগ লাগিয়ে দিয়ে বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায় ।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়িতে তৃণমূলের কার্যালয় দখল নিল বিজেপি। আজ সকালে এলাকায় জড়ো হন বিজেপি কর্মীরা। তারপর তাঁরা কার্যালয়ে ঢুকে তৃণমূলের পতাকা খুলে ফেলেন। এবং গোটা কার্যালয়ে গেরুয়া রং করে দেওয়া হয়।

এবারের লোকসভা আসনে গংগারামপুর পঞ্চায়েত গুলিতে ও পুরসভায় বিজেপি সব ক'টি তে ব্যাপক লিড নেওয়ার ফলে তৃনমুল প্রার্থী ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে তার লিড নিয়ে স্রেফ বালুরঘাট ও গংগারামপুর বিধানসভার ভোটে লিড নিতে না পারায় হেরে যান। অথচ এই দুটি এলাকার বেশির ভাগ পঞ্চায়েত ও পুরসভা তৃনমুলের দখলে। এদিকে গতকাল ই এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে গংগারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। তারা দুজনেই ভোটের প্রার্থীপদ ঘোষনার সময় অর্পিতা ঘোষের পুনরায় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। গতকাল মুকুল ঘনিষ্ট বিপ্লব মিত্রকে দলের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে জেলা জুড়ে তার অন্য দলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে গুঞ্জন শুরু হয়েছে। আজ তার শহরে তৃনমুলের পার্টি অফিস দখল করে বিজেপি অফিস বানানো তার ইংগিত কিনা সে নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
এই বিষয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিশ্বজিত সরকার জানান আমরা গঙ্গারামপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের লোকজন গতকাল রাতে তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করি ।ঐ এলাকার কাউন্সিলার সম্পর্কে একরাশ ক্ষোভ প্রকাশ করে সদ্য বিজেপিতে যোগদান কারি কর্মী ।তার একাটায় কারন এই এলাকার কাউন্সিলার জয়ন্ত দাস এলাকার তৃনমূল কর্মীদের কে সুযোগ সুবিধা দিত না , এলাকায় কোন উন্যয়ন করত না । শুধু মাত্র তোলাবাজি করত ,এই নিয়ে কেউ কিছু বলতে গেলে তার কপালে জুটত অপমান ।এই সমস্ত কারনে গতকাল রাতে তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করি প্রায় এলাকায় কয়েকশো তৃনমূল কর্মী ।
১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস কে এই নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি ঙ্কামেরার সামনে কিছু বলতে চান নি । তিনি শুধু বলেন আজবিকাল বেলা আমাদের মিটিং আছে তার পরে বলব ।

যদিও প্রাক্তন জেলা সভাপতি কারো ফোন না ধরায় তার কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি কলকাতাতে রয়েছেন।
Body:গঙ্গারামপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডে রাতারাতি তৃনমূল পার্টি অফিস বদলে গেল বিজেপি পার্টি অফিসে ।।

গঙ্গারামপুর ; ২৬ মে ;-রাতারাতি তৃনমূল পার্টি অফিস বদলে গেল বিজেপি পার্টি অফিসে ,ঐ এলাকার প্রায় কয়েকশ তৃনমূল কর্মী বিজেপিতে যোগদান করায় সেই পার্টি অফিসে তৃনমূলরাই বিজেপির ফ্লাগ লাগিয়ে দিয়ে বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায় ।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়িতে তৃণমূলের কার্যালয় দখল নিল বিজেপি। আজ সকালে এলাকায় জড়ো হন বিজেপি কর্মীরা। তারপর তাঁরা কার্যালয়ে ঢুকে তৃণমূলের পতাকা খুলে ফেলেন। এবং গোটা কার্যালয়ে গেরুয়া রং করে দেওয়া হয়।

এবারের লোকসভা আসনে গংগারামপুর পঞ্চায়েত গুলিতে ও পুরসভায় বিজেপি সব ক'টি তে ব্যাপক লিড নেওয়ার ফলে তৃনমুল প্রার্থী ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে তার লিড নিয়ে স্রেফ বালুরঘাট ও গংগারামপুর বিধানসভার ভোটে লিড নিতে না পারায় হেরে যান। অথচ এই দুটি এলাকার বেশির ভাগ পঞ্চায়েত ও পুরসভা তৃনমুলের দখলে। এদিকে গতকাল ই এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে গংগারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। তারা দুজনেই ভোটের প্রার্থীপদ ঘোষনার সময় অর্পিতা ঘোষের পুনরায় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। গতকাল মুকুল ঘনিষ্ট বিপ্লব মিত্রকে দলের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে জেলা জুড়ে তার অন্য দলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে গুঞ্জন শুরু হয়েছে। আজ তার শহরে তৃনমুলের পার্টি অফিস দখল করে বিজেপি অফিস বানানো তার ইংগিত কিনা সে নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
এই বিষয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিশ্বজিত সরকার জানান আমরা গঙ্গারামপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের লোকজন গতকাল রাতে তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করি ।ঐ এলাকার কাউন্সিলার সম্পর্কে একরাশ ক্ষোভ প্রকাশ করে সদ্য বিজেপিতে যোগদান কারি কর্মী ।তার একাটায় কারন এই এলাকার কাউন্সিলার জয়ন্ত দাস এলাকার তৃনমূল কর্মীদের কে সুযোগ সুবিধা দিত না , এলাকায় কোন উন্যয়ন করত না । শুধু মাত্র তোলাবাজি করত ,এই নিয়ে কেউ কিছু বলতে গেলে তার কপালে জুটত অপমান ।এই সমস্ত কারনে গতকাল রাতে তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করি প্রায় এলাকায় কয়েকশো তৃনমূল কর্মী ।
১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস কে এই নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি ঙ্কামেরার সামনে কিছু বলতে চান নি । তিনি শুধু বলেন আজবিকাল বেলা আমাদের মিটিং আছে তার পরে বলব ।

যদিও প্রাক্তন জেলা সভাপতি কারো ফোন না ধরায় তার কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি কলকাতাতে রয়েছেন।
Conclusion:গঙ্গারামপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডে রাতারাতি তৃনমূল পার্টি অফিস বদলে গেল বিজেপি পার্টি অফিসে ।।

গঙ্গারামপুর ; ২৬ মে ;-রাতারাতি তৃনমূল পার্টি অফিস বদলে গেল বিজেপি পার্টি অফিসে ,ঐ এলাকার প্রায় কয়েকশ তৃনমূল কর্মী বিজেপিতে যোগদান করায় সেই পার্টি অফিসে তৃনমূলরাই বিজেপির ফ্লাগ লাগিয়ে দিয়ে বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায় ।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়িতে তৃণমূলের কার্যালয় দখল নিল বিজেপি। আজ সকালে এলাকায় জড়ো হন বিজেপি কর্মীরা। তারপর তাঁরা কার্যালয়ে ঢুকে তৃণমূলের পতাকা খুলে ফেলেন। এবং গোটা কার্যালয়ে গেরুয়া রং করে দেওয়া হয়।

এবারের লোকসভা আসনে গংগারামপুর পঞ্চায়েত গুলিতে ও পুরসভায় বিজেপি সব ক'টি তে ব্যাপক লিড নেওয়ার ফলে তৃনমুল প্রার্থী ইটাহার হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে তার লিড নিয়ে স্রেফ বালুরঘাট ও গংগারামপুর বিধানসভার ভোটে লিড নিতে না পারায় হেরে যান। অথচ এই দুটি এলাকার বেশির ভাগ পঞ্চায়েত ও পুরসভা তৃনমুলের দখলে। এদিকে গতকাল ই এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে গংগারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। তারা দুজনেই ভোটের প্রার্থীপদ ঘোষনার সময় অর্পিতা ঘোষের পুনরায় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। গতকাল মুকুল ঘনিষ্ট বিপ্লব মিত্রকে দলের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে জেলা জুড়ে তার অন্য দলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে গুঞ্জন শুরু হয়েছে। আজ তার শহরে তৃনমুলের পার্টি অফিস দখল করে বিজেপি অফিস বানানো তার ইংগিত কিনা সে নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
এই বিষয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিশ্বজিত সরকার জানান আমরা গঙ্গারামপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের লোকজন গতকাল রাতে তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করি ।ঐ এলাকার কাউন্সিলার সম্পর্কে একরাশ ক্ষোভ প্রকাশ করে সদ্য বিজেপিতে যোগদান কারি কর্মী ।তার একাটায় কারন এই এলাকার কাউন্সিলার জয়ন্ত দাস এলাকার তৃনমূল কর্মীদের কে সুযোগ সুবিধা দিত না , এলাকায় কোন উন্যয়ন করত না । শুধু মাত্র তোলাবাজি করত ,এই নিয়ে কেউ কিছু বলতে গেলে তার কপালে জুটত অপমান ।এই সমস্ত কারনে গতকাল রাতে তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করি প্রায় এলাকায় কয়েকশো তৃনমূল কর্মী ।
১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস কে এই নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি ঙ্কামেরার সামনে কিছু বলতে চান নি । তিনি শুধু বলেন আজবিকাল বেলা আমাদের মিটিং আছে তার পরে বলব ।

যদিও প্রাক্তন জেলা সভাপতি কারো ফোন না ধরায় তার কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি কলকাতাতে রয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.