ETV Bharat / state

Pradipta Chakraborty: অভিষেকের নির্দেশের পরই দণ্ডিকাণ্ডে অপসারিত বালুরঘাট পৌরসভার উপ-পৌরপ্রধান প্রদীপ্তা - দণ্ডিকাণ্ডে অপসারিত বালুরঘাট পৌরসভার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই দণ্ডিকাণ্ডের ঘটনায় অপসারিত বালুরঘাট পৌরসভার উপ-পৌরপ্রধান প্রদীপ্তা চক্রবর্তী ৷ যদিও তাতে খুশি নয় আদিবাসী সংগঠন ৷ পালটা তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে জেলার আদিবাসী নেতৃত্ব ৷

Pradipta Chakraborty
অপসারিত বালুরঘাট পৌরসভার উপ পৌরপ্রধান
author img

By

Published : May 3, 2023, 9:18 PM IST

Updated : May 3, 2023, 10:24 PM IST

অপসারিত বালুরঘাট পৌরসভার উপপৌরপ্রধান প্রদীপ্তা

বালুরঘাট, 3 মে: দণ্ডিকাণ্ডের ঘটনায় অবশেষে অপসারিত বালুরঘাট পৌরসভার উপ-পৌরপ্রধান প্রদীপ্তা চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দক্ষিণ দিনাজপুর জেলা সফরের পর এবার ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনে এসে আদিবাসী মহিলার সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই বালুরঘাট পৌরসভার উপ-পৌরপ্রধান পদ থেকে অপসারণ করা হয় প্রদীপ্তা চক্রবর্তীকে। এরপরও অবশ্য বিতর্ক পিছু ছাড়েনি প্রদীপ্তার ৷ পদ থেকে সরানো হলেও তাঁকে গ্রেফতারের দাবিতে অনড় বিজেপি ৷

আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ এবার সরকারি পদ থেকেও সরিয়ে দেওয়া হল দণ্ডিকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে। তবে বিরোধীদল বিজেপি এবং আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে দণ্ডিকাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করার দাবী উঠেছে। প্রসঙ্গত, বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে দলে যোগদান করানো হয় তিন আদিবাসী মহিলাকে ৷

রাস্তায় আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটানো বা নাক ক্ষত দেওয়ানোর ছবি প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল। ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে একাধিক মহলে। আদিবাসী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিজেপি এবং বামেরাও এর বিরুদ্ধে সরব হয়েছিল ৷ দণ্ডী কাটানোর ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই দলীয় পদক্ষেপ গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের জেলা সফরের পর বালুরঘাট পৌরসভার পদ থেকেও অপসারণ করা হয় তাঁকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ করেছে বিজেপি ৷

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে এসে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটা আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। সেই সঙ্গে, তৃণমূল কংগ্রেস কোনওভাবেই অন্যায়কে রেয়াত করে না বলেও হুঁশিয়ারি দেন অভিষেক। এর কিছুক্ষণের মধ্যেই বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ যেখানে দেখা যায় বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সন পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, 2 মে থেকে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে প্রদীপ্তাকে সরানোর কথা জেলাশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে।

বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক মিত্র জানান, রাজ্যস্তরের নির্দেশ অনুযায়ী অপসারণ করা হয়েছে প্রদীপ্তা চক্রবর্তীকে। তিনি বলেন, "দল কখনও অন্যায়ের সঙ্গে আপোস করে না। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হয়েছে ৷" অন্যদিকে, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দন্ডিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ৷ তাঁর মতে, দলের কর্মীরা চাইছিল এবং জেলার আদিবাসীদের যে ক্ষোভ ছিল সেই পরিপ্রেক্ষিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও প্রদীপ্তা চক্রবর্তীর পৌরসভার পদ যাওয়াতে এখনও খুশি নয় আদিবাসী সংগঠন । জেলার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা বিক্রম মুর্মু জানান, আমাদের দাবি দণ্ডিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। একই দাবি বিজেপিরও ৷

আরও পড়ুন: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য

অপসারিত বালুরঘাট পৌরসভার উপপৌরপ্রধান প্রদীপ্তা

বালুরঘাট, 3 মে: দণ্ডিকাণ্ডের ঘটনায় অবশেষে অপসারিত বালুরঘাট পৌরসভার উপ-পৌরপ্রধান প্রদীপ্তা চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দক্ষিণ দিনাজপুর জেলা সফরের পর এবার ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তপনে এসে আদিবাসী মহিলার সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই বালুরঘাট পৌরসভার উপ-পৌরপ্রধান পদ থেকে অপসারণ করা হয় প্রদীপ্তা চক্রবর্তীকে। এরপরও অবশ্য বিতর্ক পিছু ছাড়েনি প্রদীপ্তার ৷ পদ থেকে সরানো হলেও তাঁকে গ্রেফতারের দাবিতে অনড় বিজেপি ৷

আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ এবার সরকারি পদ থেকেও সরিয়ে দেওয়া হল দণ্ডিকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে। তবে বিরোধীদল বিজেপি এবং আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে দণ্ডিকাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করার দাবী উঠেছে। প্রসঙ্গত, বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে দলে যোগদান করানো হয় তিন আদিবাসী মহিলাকে ৷

রাস্তায় আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটানো বা নাক ক্ষত দেওয়ানোর ছবি প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল। ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে একাধিক মহলে। আদিবাসী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিজেপি এবং বামেরাও এর বিরুদ্ধে সরব হয়েছিল ৷ দণ্ডী কাটানোর ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই দলীয় পদক্ষেপ গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের জেলা সফরের পর বালুরঘাট পৌরসভার পদ থেকেও অপসারণ করা হয় তাঁকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ করেছে বিজেপি ৷

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে এসে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটা আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। সেই সঙ্গে, তৃণমূল কংগ্রেস কোনওভাবেই অন্যায়কে রেয়াত করে না বলেও হুঁশিয়ারি দেন অভিষেক। এর কিছুক্ষণের মধ্যেই বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ যেখানে দেখা যায় বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সন পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, 2 মে থেকে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে প্রদীপ্তাকে সরানোর কথা জেলাশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে।

বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক মিত্র জানান, রাজ্যস্তরের নির্দেশ অনুযায়ী অপসারণ করা হয়েছে প্রদীপ্তা চক্রবর্তীকে। তিনি বলেন, "দল কখনও অন্যায়ের সঙ্গে আপোস করে না। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হয়েছে ৷" অন্যদিকে, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দন্ডিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ৷ তাঁর মতে, দলের কর্মীরা চাইছিল এবং জেলার আদিবাসীদের যে ক্ষোভ ছিল সেই পরিপ্রেক্ষিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও প্রদীপ্তা চক্রবর্তীর পৌরসভার পদ যাওয়াতে এখনও খুশি নয় আদিবাসী সংগঠন । জেলার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা বিক্রম মুর্মু জানান, আমাদের দাবি দণ্ডিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। একই দাবি বিজেপিরও ৷

আরও পড়ুন: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য

Last Updated : May 3, 2023, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.