বালুরঘাট, ৪ মার্চ: পঞ্চমবারের জন্য সন্তান প্রসব করতে গিয়ে প্রসূতির শরীর থেকে বেরিয়ে আসা জরায়ুর সফল প্রতিস্থাপন করে নজির গড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল।
প্রসূতির নাম আনোয়ারা বিবি। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার গুরইল এলাকায়। স্বামীর নাম রসিদুল ইসলাম। পেশায় দিনমজুর। গত ২ মার্চ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। প্রথমে তপন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ৩ মার্চ সকাল ১০টা নাগাদ সন্তানের জন্ম দেয় আনোয়ারা বিবি। কিন্তু প্রসবের সময় তার জরায়ু বাইরে বেরিয়ে আসে। রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত নামতে থাকে পালস রেট। চিকিৎসক রঞ্জন মুস্তাফি সেই সময় অস্ত্রোপচারের ঝুঁকি নেননি। বরং ক্লিনিক্যাল পদ্ধতি (রিপোজিশন অব ইউট্রাস)-তে চিকিৎসা করে ওই প্রসূতির জরায়ুর সফল প্রতিস্থাপন করেন। এখন আনোয়ারা বিবি পুরোপুরি সুস্থ।
হাসপাতালের সুপার তপন বিশ্বাস জানান, এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। প্রসূতির দ্রুত চিকিৎসা না হলে হয়তো তাঁকে বাঁচানো যেত না। স্ত্রী-রোগ বিশেষজ্ঞ রঞ্জন মুস্তাফি জানান, পূর্বের অভিজ্ঞতা থেকেই ক্লিনিকাল পদ্ধতিতে তিনি আনোয়ারা বিবির চিকিৎসা করেন।