ETV Bharat / state

Cut Money Allegation: কাটমানির দাবি তৃণমূল যুবনেতার ! ভাইরাল অডিয়ো নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ বিজেপি

author img

By

Published : Jul 17, 2023, 11:10 PM IST

Updated : Jul 18, 2023, 7:43 AM IST

আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে 50 হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল যুবনেতার বিরুদ্ধে । অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই মহকুমা শাসককে ডেপুটেশন বিজেপির ।

Cut Money
কাটমানি

কাটমানির দাবি তৃণমূল যুবনেতার ! ভাইরাল অডিয়ো

বালুরঘাট, 17 জুলাই: আবারও দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে শাসকদলের যুবনেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বালুরঘাটে ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই অডিয়ো ক্লিপ ৷ আর এই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের রাজনৈতিক মহলে । ওই যুবনেতা তৃণমূল কাউন্সিলের ছেলে বলে জানা গিয়েছে ৷ বালুরঘাটের মহকুমা শাসককে ঘটনার তদন্তের দাবি জানিয়ে সোমবার ডেপুটেশন দেয় বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করেছে যুবনেতার বাবা ৷

বিজেপির বালুঘাট শহর মন্ডল প্রাক্তন সভাপতি সুমন বর্মনের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পরিবর্তে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে কল্লোল সরকার 50 হাজার টাকা চেয়েছেন ৷ তাঁর একটি অডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে । তাতে শোনা যাচ্ছে, 50 হাজার টাকা চাওয়া হয়েছিল ৷ তবে ঘর দিতে শেষমেশ 30 হাজার টাকায় রফা হয়েছে । সুমন বলেন, "অডিয়ো ক্লিপেই পরিষ্কার কাটমানি ছাড়া গরিব মানুষের কোনও কাজ করে না তৃণমূল । এই ঘটনার তদন্ত দাবি করে বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি ।"

অন্যদিকে যুবনেতার বাবা কাউন্সিলর পরিমল সরকার বলেন, "আমার দুর্নাম ছড়াতেই চক্রান্ত করে এই অডিয়ো ক্লিপ করা হয়েছে ।" এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন । বালুরঘাট টাউন তৃণমূল কমিটির সভাপতি মহেশ পারেখ জানান, অডিয়ো ক্লিপ যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে ওই যুব তৃণমূল সদস্যের বিরুদ্ধে । তবে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, "এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে প্রশাসনিক স্তরে এবং দলীয় স্তরে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন: 'টাকা না দিলে সই করব না', তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি চাওয়ার ভিডিয়ো ভাইরাল

জানা গিয়েছে, বালুরঘাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পরিমল সরকার । তাঁর ছেলে কল্লোল সরকার তৃণমূল যুব বালুরঘাট টাউন কমিটির সদস্য । অভিযোগ, তিনি স্থানীয় এক উপভোক্তার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 50 হাজার টাকা দাবি করেন । ইতিমধ্যে সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যাকে হাতিয়ার করেই মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্বরা । এ দিন বালুরঘাট টাউন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করা হয় । পাশাপাশি 48 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ তার মধ্যে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছে বিজেপি ।

কাটমানির দাবি তৃণমূল যুবনেতার ! ভাইরাল অডিয়ো

বালুরঘাট, 17 জুলাই: আবারও দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে শাসকদলের যুবনেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বালুরঘাটে ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই অডিয়ো ক্লিপ ৷ আর এই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের রাজনৈতিক মহলে । ওই যুবনেতা তৃণমূল কাউন্সিলের ছেলে বলে জানা গিয়েছে ৷ বালুরঘাটের মহকুমা শাসককে ঘটনার তদন্তের দাবি জানিয়ে সোমবার ডেপুটেশন দেয় বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করেছে যুবনেতার বাবা ৷

বিজেপির বালুঘাট শহর মন্ডল প্রাক্তন সভাপতি সুমন বর্মনের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পরিবর্তে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে কল্লোল সরকার 50 হাজার টাকা চেয়েছেন ৷ তাঁর একটি অডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে । তাতে শোনা যাচ্ছে, 50 হাজার টাকা চাওয়া হয়েছিল ৷ তবে ঘর দিতে শেষমেশ 30 হাজার টাকায় রফা হয়েছে । সুমন বলেন, "অডিয়ো ক্লিপেই পরিষ্কার কাটমানি ছাড়া গরিব মানুষের কোনও কাজ করে না তৃণমূল । এই ঘটনার তদন্ত দাবি করে বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি ।"

অন্যদিকে যুবনেতার বাবা কাউন্সিলর পরিমল সরকার বলেন, "আমার দুর্নাম ছড়াতেই চক্রান্ত করে এই অডিয়ো ক্লিপ করা হয়েছে ।" এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন । বালুরঘাট টাউন তৃণমূল কমিটির সভাপতি মহেশ পারেখ জানান, অডিয়ো ক্লিপ যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে ওই যুব তৃণমূল সদস্যের বিরুদ্ধে । তবে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, "এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে প্রশাসনিক স্তরে এবং দলীয় স্তরে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন: 'টাকা না দিলে সই করব না', তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি চাওয়ার ভিডিয়ো ভাইরাল

জানা গিয়েছে, বালুরঘাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পরিমল সরকার । তাঁর ছেলে কল্লোল সরকার তৃণমূল যুব বালুরঘাট টাউন কমিটির সদস্য । অভিযোগ, তিনি স্থানীয় এক উপভোক্তার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 50 হাজার টাকা দাবি করেন । ইতিমধ্যে সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যাকে হাতিয়ার করেই মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্বরা । এ দিন বালুরঘাট টাউন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করা হয় । পাশাপাশি 48 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ তার মধ্যে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছে বিজেপি ।

Last Updated : Jul 18, 2023, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.