ETV Bharat / state

হরিরামপুরে ট্রাক্টর দুর্ঘটনা, ডালায় থাকা গুঁড়ি চাপা পড়ে মৃত 2 - harirampur

গাছের গুঁড়ি চাপা পড়ে মৃত্যু হল দুই যুবকের । হরিরামপুরের ঘটনা । ট্রাক্টরের ডালার মধ্যে থাকা গাছের গুঁড়ি চাপা পড়েই মৃত্যু হয়েছে তাঁদের ।

harirampur
হরিরামপুুর
author img

By

Published : Apr 11, 2020, 8:02 AM IST

হরিরামপুর, 11 এপ্রিল: ট্রাক্টরের ডালায় থাকা গাছের গুঁড়ি চাপা পড়ে মৃত্যু হল দুই যুবকের । হরিরামপুরের বৈরহাট্টা গ্রামের মালিয়ানদিঘি এলাকার ঘটনা । মৃত দুই যুবকের নাম দীপক মাহাত (18) ও চন্দন মাহাত(18)। বাড়ি হরিরামপুরের জগদোলা ও পাটন এলাকায় । পলাতক ট্রাক্টর চালক । ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ ।

গতকাল হরিরামপুরের দিকে একটি ট্রাক্টরে করে গাছের গুঁড়ি আনা হচ্ছিল । সেই ট্রাক্টরের ডালায় থাকা গাছের গুঁড়ির উপর বসেছিল দীপক ও চন্দন । হরিরামপুর আসার পথে মালিয়ানদিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে । ট্রাক্টরের ডালাটি ঘটনাস্থানে উলটে যায় । ট্রলিতে বসে থাকা চন্দন ও দীপক গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যায় । যে গাছে ট্রাক্টরটি ধাক্কা মারে সেই গাছে মৌচাক থাকায় স্থানীয়রা সাহায্যের জন্য তখনই এগিয়ে যেতে পারেননি। কিছুক্ষণ পর গাছের গুঁড়ির নিচে চাপা পড়া চন্দন ও দীপককে বের করেন স্থানীয়রা । ঘটনাস্থানে ততক্ষণে দীপকের মৃত্যু হয় । অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চন্দনকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় । ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ট্রাক্টর চালক । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিরামপুর থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ।

সম্ভবত ঘুমের ঘোরে ছিলেন ট্রাক্টর চালক । সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের । হরিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

হরিরামপুর, 11 এপ্রিল: ট্রাক্টরের ডালায় থাকা গাছের গুঁড়ি চাপা পড়ে মৃত্যু হল দুই যুবকের । হরিরামপুরের বৈরহাট্টা গ্রামের মালিয়ানদিঘি এলাকার ঘটনা । মৃত দুই যুবকের নাম দীপক মাহাত (18) ও চন্দন মাহাত(18)। বাড়ি হরিরামপুরের জগদোলা ও পাটন এলাকায় । পলাতক ট্রাক্টর চালক । ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ ।

গতকাল হরিরামপুরের দিকে একটি ট্রাক্টরে করে গাছের গুঁড়ি আনা হচ্ছিল । সেই ট্রাক্টরের ডালায় থাকা গাছের গুঁড়ির উপর বসেছিল দীপক ও চন্দন । হরিরামপুর আসার পথে মালিয়ানদিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে । ট্রাক্টরের ডালাটি ঘটনাস্থানে উলটে যায় । ট্রলিতে বসে থাকা চন্দন ও দীপক গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যায় । যে গাছে ট্রাক্টরটি ধাক্কা মারে সেই গাছে মৌচাক থাকায় স্থানীয়রা সাহায্যের জন্য তখনই এগিয়ে যেতে পারেননি। কিছুক্ষণ পর গাছের গুঁড়ির নিচে চাপা পড়া চন্দন ও দীপককে বের করেন স্থানীয়রা । ঘটনাস্থানে ততক্ষণে দীপকের মৃত্যু হয় । অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চন্দনকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় । ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ট্রাক্টর চালক । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিরামপুর থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ।

সম্ভবত ঘুমের ঘোরে ছিলেন ট্রাক্টর চালক । সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের । হরিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.