বালুরঘাট, 7 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর নতুন জেলা কমিটি গঠন করলেন অর্পিতা ঘোষ । আজ বালুরঘাটের একটি বেসরকারি লজে জেলা কমিটির নতুন সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি ৷ নতুন জেলা কমিটি গঠিত হলেও এখনও পদ বণ্টন করা হয়নি ৷ রাজ্য কমিটির নির্দেশের পরেই বণ্টন করা হবে জেলা কমিটির পদ । আজকের বৈঠকে অর্পিতা ঘোষ ছাড়াও হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, বিধায়ক গৌতম দাস, প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তী সহ অন্য জেলা নেতারা ।
সূত্রের খবর নতুন জেলা কমিটি থেকে বাদ পড়েছেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রের ঘনিষ্ঠরা ৷ অর্পিতা বলেন, "নতুন জেলা কমিটিতে কে কে রয়েছে তা খুব শীঘ্রই জানানো হবে ৷"
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ভরাডুবির পরই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে । জেলা সভাপতি হিসেবে ঘোষণা করা হয় বালুরঘাট লোকসভা আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষকে । দায়িত্ব পাওয়ার পরেই বিপ্লব মিত্রের ঘনিষ্ঠদের পদ থেকে সরাতে শুরু করেন তিনি । পাশাপাশি শুরু করে দেন বিপ্লব বিরোধীরে দলে ফেরানোর কাজ ।
অর্পিতা নতুন করে ব্লক কমিটি তৈরি করেন । ব্লক কমিটি কয়েকমাস আগে গঠিত হলেও জেলা কমিটি গঠিত হয়নি । অবশেষে আজ জেলা কমিটি গঠন করেন অর্পিতা । নতুন জেলা কমিটিতে 60 জন সদস্য রয়েছে । এদিকে, নতুন কমিটিতে একসময়ের বিপ্লব অনুগামী কল্যাণ কুণ্ডু, আশুতোষ সাহারা স্থান পাননি বলে সূত্রের খবর । বিপ্লব মিত্র দল পরিবর্তন করার পর তাঁদের সেভাবে তৃণমূলের কোনও অনুষ্ঠানে দেখা যায় না বলেই অভিযোগ । তবে তাঁদের এখনও তৃণমূল থেকে বহিষ্কার করা হয়নি বলেই খবর ।
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল । জেলা কো-অর্ডিনেটর হিসেবে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে । এছাড়াও জেলা কমিটির সদস্যদের বিধানসভা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ।
তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "এই প্রথম জেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হল । নতুন এই কমিটিতে 60 জন সদস্য রয়েছেন । তবে এখনই কোনও পদ বিলি করা হয়নি । কাজের সুবিধার্থে প্রত্যেক জেলার মত দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের কো-অর্ডিনেটর হিসেবে গৌতম দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জেলা কমিটির সদস্যদের বিধানসভা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । লক্ষ্য একটাই 2021-এর বিধানসভা নির্বাচন ।" রাজ্যের শিলমোহর পাওয়ার কিছুদিনের মধ্যেই পদ বিলি করা হবে বলে জানান তিনি ৷