ETV Bharat / state

জল জমলেও অভিষেকের সভা করতে তৎপর তৃণমূল কর্মীরা - south dinajpur

গতকাল জেলাজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থানে প্রচুর জল জমেছে। যার জেরে চিন্তার ভাঁজ তৃণমূল কর্মী সমর্থকদের কপালে। তা সত্ত্বেও সভা করতে তৎপর তৃণমূল কর্মীরা।

জল
author img

By

Published : Apr 10, 2019, 8:10 PM IST

বালুরঘাট, 10 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে আগামীকাল জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার কুশমণ্ডি হারাহার মাঠে হওয়ার কথা সভাটি। প্রস্তুতিও তুঙ্গে। তবে গতকাল জেলাজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি হওয়ায় সভাস্থানে প্রচুর জল জমেছে। যার জেরে চিন্তার ভাঁজ তৃণমূল কর্মী সমর্থকদের কপালে।

কুশমণ্ডির হারাহার কৃষিজমির উপর তৈরি হয়েছে নির্বাচনী সভামঞ্চ। গতকাল সারারাত পাম্প মেশিন দিয়ে জল বের করে শুকনো করা হয় সভাস্থান। সভাস্থান কৃষিজমি হওয়া সত্ত্বেও জেলা তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মী বালি ও ইটের গুড়ো দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই পুলিশের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সভামঞ্চ থেকে ১৫০ মিটার দূরে ফসলের জমির উপর অস্থায়ী ভাবে কংক্রিটের হেলিপ্যাড তৈরি করা হয়েছে। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সভাস্থানে প্রবেশ করবে সেখানে ইট পেতে রাস্তা তৈরি করা হয়েছে। সাধারণ কর্মীদের জন্য গাড়ি পার্কিং থেকে শুরু করে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হবে সভাস্থনের বাইরে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, "আগামীকাল দুপুর দুটোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন। সভার শেষ মূহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আমি নিজে সভাস্থানে গিয়ে তদারকি করেছি। মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারণে সভাস্থানে জল জমে যায়। আমাদের কর্মীরা রাত দিন পরিশ্রম করে তা ঠিক করার চেষ্টা করছে।"

বালুরঘাট, 10 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে আগামীকাল জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার কুশমণ্ডি হারাহার মাঠে হওয়ার কথা সভাটি। প্রস্তুতিও তুঙ্গে। তবে গতকাল জেলাজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি হওয়ায় সভাস্থানে প্রচুর জল জমেছে। যার জেরে চিন্তার ভাঁজ তৃণমূল কর্মী সমর্থকদের কপালে।

কুশমণ্ডির হারাহার কৃষিজমির উপর তৈরি হয়েছে নির্বাচনী সভামঞ্চ। গতকাল সারারাত পাম্প মেশিন দিয়ে জল বের করে শুকনো করা হয় সভাস্থান। সভাস্থান কৃষিজমি হওয়া সত্ত্বেও জেলা তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মী বালি ও ইটের গুড়ো দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই পুলিশের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সভামঞ্চ থেকে ১৫০ মিটার দূরে ফসলের জমির উপর অস্থায়ী ভাবে কংক্রিটের হেলিপ্যাড তৈরি করা হয়েছে। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সভাস্থানে প্রবেশ করবে সেখানে ইট পেতে রাস্তা তৈরি করা হয়েছে। সাধারণ কর্মীদের জন্য গাড়ি পার্কিং থেকে শুরু করে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হবে সভাস্থনের বাইরে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, "আগামীকাল দুপুর দুটোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন। সভার শেষ মূহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আমি নিজে সভাস্থানে গিয়ে তদারকি করেছি। মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারণে সভাস্থানে জল জমে যায়। আমাদের কর্মীরা রাত দিন পরিশ্রম করে তা ঠিক করার চেষ্টা করছে।"

Intro:কুশমণ্ডির হারাহার মাঠে অভিষেক ব্যানার্জির সভা মঞ্চের বিভিন্য জায়গায় জল জমে থাকায় অসুবিধার সম্মুখিন হবে দুরদুরান্ত থেকে আসা কর্মীদের ।।
বৃহস্পতিবার ; ১০ মার্চ ;-বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি হারাহার মাঠে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুশমণ্ডির হারাহার মাঠে অভিষেক ব্যানার্জির সভাকে ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে ।
গত মঙ্গলবার জেলাজুড়ে তুমুল ঝড় বৃষ্টি হয়। কুশমণ্ডির হারাহার কৃষি জমির উপর তৈরী হয়েছে নির্বাচনী সভা মঞ্চ।মঙ্গলবার সভাস্থলে প্রচুর জল জমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে যুব তৃণমূলের কর্মী সমর্থকদের ভেতর। অবশেষে সভাস্থলে পাম্প মেশিন দিয়ে মঙ্গলবার সারারাত ধরে সেচ করে সভার জল বের করে শুকনো করা হয় মাঠ। সভা স্থলে জেলা তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মী চাষের জমিতে বালিও ইটের ধুস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই প্রচুর পুলিশের ব্যাবস্থা করা হয়েছে । আগামিকাল সকা থেকে কুশমুন্ডি থেকে বুনিয়াদপুর যাবার রাস্তায় যেন ভিড় না থাকে সেই কারনে সমস্ত গাড়িগুলিকে অন্য রুট দিয়ে চালানোর ব্যাবস্থা করা হয়েছে ।
সভা মঞ্চ থেকে ১৫০ মিটার দূরে ফসলের জমির উপর অস্থায়ী ভাবে কংক্রিটের হেলিপ্যাড তৈরী করা হয়েছে। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সভা স্থলে প্রবেশ করবেন সাধারণ মানুষের কথা ভেবে ইট পেতে রাস্তা তৈরী করা হয়েছে।সাধারণ কর্মীদের জন্য গাড়ি পার্কিং থেকে শুরু করে জলের ট্রাঙ্কের ব্যবস্থা করা হবে সভা স্থলের মাঠের বাইরে।
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন বৃহস্পতিবার দুপুর ২ টায় সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জী বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন।সভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য আমি নিজে সভাস্থলে গিয়ে তদারকি করেছি।সভায় সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধে না হয় সেই বিষয়টি নজরে রাখা হচ্ছে।আমাদের দলের জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুনির্মল জ্যোতি বিশ্বাস ও কর্মীদের উপর দায়িত্ব দেওয়া রয়েছে সভার। সভাস্থলে ৫০ হাজার লোকের জমায়েত রাখা হয়েছে।গত মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারণে সভাস্থলে মাঠে জল জমে যায় আমাদের কর্মীরা রাত দিন পরিশ্রম করে তা ঠিক করেছে ।
উত্তরবঙ্গ উন্যয়ন দপ্তরের সদস্য সুনির্মল জ্যোতি বিশ্বাস বলেন আমদের তৃনমূলদলের সুপ্রিমও মমতা ব্যানারজির যে আদর্শ তাতে যতই কাদা হোক ,বা জল হোক তাতে আমাদের কোন অসুবিধা হবে না ।কারন মা মাটি মানুষের দল কাউকে ভয় পাই না । সেই কারনে সভার বিভিন্য জায়গায় জমে থাকা জল বা কাদা আমরা বের করে আমাদের কর্মীদের আগামিকাল কোন অসুবিধা না হয় সেই চেষ্টা করছি ।।
Body:কুশমণ্ডির হারাহার মাঠে অভিষেক ব্যানার্জির সভা মঞ্চের বিভিন্য জায়গায় জল জমে থাকায় অসুবিধার সম্মুখিন হবে দুরদুরান্ত থেকে আসা কর্মীদের ।।
বৃহস্পতিবার ; ১০ মার্চ ;-বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি হারাহার মাঠে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুশমণ্ডির হারাহার মাঠে অভিষেক ব্যানার্জির সভাকে ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে ।
গত মঙ্গলবার জেলাজুড়ে তুমুল ঝড় বৃষ্টি হয়। কুশমণ্ডির হারাহার কৃষি জমির উপর তৈরী হয়েছে নির্বাচনী সভা মঞ্চ।মঙ্গলবার সভাস্থলে প্রচুর জল জমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে যুব তৃণমূলের কর্মী সমর্থকদের ভেতর। অবশেষে সভাস্থলে পাম্প মেশিন দিয়ে মঙ্গলবার সারারাত ধরে সেচ করে সভার জল বের করে শুকনো করা হয় মাঠ। সভা স্থলে জেলা তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মী চাষের জমিতে বালিও ইটের ধুস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই প্রচুর পুলিশের ব্যাবস্থা করা হয়েছে । আগামিকাল সকা থেকে কুশমুন্ডি থেকে বুনিয়াদপুর যাবার রাস্তায় যেন ভিড় না থাকে সেই কারনে সমস্ত গাড়িগুলিকে অন্য রুট দিয়ে চালানোর ব্যাবস্থা করা হয়েছে ।
সভা মঞ্চ থেকে ১৫০ মিটার দূরে ফসলের জমির উপর অস্থায়ী ভাবে কংক্রিটের হেলিপ্যাড তৈরী করা হয়েছে। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সভা স্থলে প্রবেশ করবেন সাধারণ মানুষের কথা ভেবে ইট পেতে রাস্তা তৈরী করা হয়েছে।সাধারণ কর্মীদের জন্য গাড়ি পার্কিং থেকে শুরু করে জলের ট্রাঙ্কের ব্যবস্থা করা হবে সভা স্থলের মাঠের বাইরে।
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন বৃহস্পতিবার দুপুর ২ টায় সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জী বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন।সভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য আমি নিজে সভাস্থলে গিয়ে তদারকি করেছি।সভায় সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধে না হয় সেই বিষয়টি নজরে রাখা হচ্ছে।আমাদের দলের জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুনির্মল জ্যোতি বিশ্বাস ও কর্মীদের উপর দায়িত্ব দেওয়া রয়েছে সভার। সভাস্থলে ৫০ হাজার লোকের জমায়েত রাখা হয়েছে।গত মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারণে সভাস্থলে মাঠে জল জমে যায় আমাদের কর্মীরা রাত দিন পরিশ্রম করে তা ঠিক করেছে ।
উত্তরবঙ্গ উন্যয়ন দপ্তরের সদস্য সুনির্মল জ্যোতি বিশ্বাস বলেন আমদের তৃনমূলদলের সুপ্রিমও মমতা ব্যানারজির যে আদর্শ তাতে যতই কাদা হোক ,বা জল হোক তাতে আমাদের কোন অসুবিধা হবে না ।কারন মা মাটি মানুষের দল কাউকে ভয় পাই না । সেই কারনে সভার বিভিন্য জায়গায় জমে থাকা জল বা কাদা আমরা বের করে আমাদের কর্মীদের আগামিকাল কোন অসুবিধা না হয় সেই চেষ্টা করছি ।।
Conclusion:কুশমণ্ডির হারাহার মাঠে অভিষেক ব্যানার্জির সভা মঞ্চের বিভিন্য জায়গায় জল জমে থাকায় অসুবিধার সম্মুখিন হবে দুরদুরান্ত থেকে আসা কর্মীদের ।।
বৃহস্পতিবার ; ১০ মার্চ ;-বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি হারাহার মাঠে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুশমণ্ডির হারাহার মাঠে অভিষেক ব্যানার্জির সভাকে ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে ।
গত মঙ্গলবার জেলাজুড়ে তুমুল ঝড় বৃষ্টি হয়। কুশমণ্ডির হারাহার কৃষি জমির উপর তৈরী হয়েছে নির্বাচনী সভা মঞ্চ।মঙ্গলবার সভাস্থলে প্রচুর জল জমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়ে যুব তৃণমূলের কর্মী সমর্থকদের ভেতর। অবশেষে সভাস্থলে পাম্প মেশিন দিয়ে মঙ্গলবার সারারাত ধরে সেচ করে সভার জল বের করে শুকনো করা হয় মাঠ। সভা স্থলে জেলা তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মী চাষের জমিতে বালিও ইটের ধুস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই প্রচুর পুলিশের ব্যাবস্থা করা হয়েছে । আগামিকাল সকা থেকে কুশমুন্ডি থেকে বুনিয়াদপুর যাবার রাস্তায় যেন ভিড় না থাকে সেই কারনে সমস্ত গাড়িগুলিকে অন্য রুট দিয়ে চালানোর ব্যাবস্থা করা হয়েছে ।
সভা মঞ্চ থেকে ১৫০ মিটার দূরে ফসলের জমির উপর অস্থায়ী ভাবে কংক্রিটের হেলিপ্যাড তৈরী করা হয়েছে। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সভা স্থলে প্রবেশ করবেন সাধারণ মানুষের কথা ভেবে ইট পেতে রাস্তা তৈরী করা হয়েছে।সাধারণ কর্মীদের জন্য গাড়ি পার্কিং থেকে শুরু করে জলের ট্রাঙ্কের ব্যবস্থা করা হবে সভা স্থলের মাঠের বাইরে।
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন বৃহস্পতিবার দুপুর ২ টায় সর্বভারতীয় তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জী বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন।সভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য আমি নিজে সভাস্থলে গিয়ে তদারকি করেছি।সভায় সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধে না হয় সেই বিষয়টি নজরে রাখা হচ্ছে।আমাদের দলের জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুনির্মল জ্যোতি বিশ্বাস ও কর্মীদের উপর দায়িত্ব দেওয়া রয়েছে সভার। সভাস্থলে ৫০ হাজার লোকের জমায়েত রাখা হয়েছে।গত মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারণে সভাস্থলে মাঠে জল জমে যায় আমাদের কর্মীরা রাত দিন পরিশ্রম করে তা ঠিক করেছে ।
উত্তরবঙ্গ উন্যয়ন দপ্তরের সদস্য সুনির্মল জ্যোতি বিশ্বাস বলেন আমদের তৃনমূলদলের সুপ্রিমও মমতা ব্যানারজির যে আদর্শ তাতে যতই কাদা হোক ,বা জল হোক তাতে আমাদের কোন অসুবিধা হবে না ।কারন মা মাটি মানুষের দল কাউকে ভয় পাই না । সেই কারনে সভার বিভিন্য জায়গায় জমে থাকা জল বা কাদা আমরা বের করে আমাদের কর্মীদের আগামিকাল কোন অসুবিধা না হয় সেই চেষ্টা করছি ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.