হরিরামপুর (দক্ষিণ দিনাজপুর), 1 মে: তৃণমূলে নবজোয়ার আনতে কোচবিহার থেকে পথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ উত্তরবঙ্গের চারটি জেলা ঘুরে ওই কর্মসূচি নিয়ে আগামিকাল মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ শেষ মুহূর্তে তাই প্রস্তুতিতে ব্যস্ত উত্তরবঙ্গের ওই জেলার ঘাসফুল শিবির ৷
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামিকাল সকাল 10টা নাগাদ উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । জেলার দেহাবন্ধ মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হবে । এরপর সকাল 11টা নাগাদ হরিরামপুর হাইস্কুল মাঠে তাঁর জনসভা রয়েছে । পাশাপাশি জেলার পতিরাম এলাকায় বিকেলে আরও একটি জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ।
বাংলার শাসক দলের ওই শিবির থেকে আরও জানানো হয়েছে যে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক ৷ তার পর সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি ৷ এছাড়াও জাগ্রত বললা কালী মন্দিরে পুজো দেবেন অভিষেক । দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘিরে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ জেলার তৃণমূল নেতৃত্ব তৎপর হয়ে উঠেছে । অভিষেকের সভায় প্রচুর লোক সমাগম হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব ।
হরিরামপুর ব্লকে তৃণমূলের সভাপতি হাতেম আলি জানান, সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়ান । সেই কারণে সরকারের উন্নয়নের কথাগুলি একেবারে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন তাঁরা৷ তাই কর্মসূচি ৷ একই সঙ্গে তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও গোষ্ঠীকোন্দল নেই । তাই আগামিকাল সকলে ঐক্যবদ্ধ হয়ে অভিষেকের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ৷
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন দোড়গোড়ায় ৷ তার আগে টানা দু’মাসের জন্য এই তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নেওয়া হয়েছে ৷ কোচবিহার থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে ৷ টানা দু’মাস এই কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গত 24 এপ্রিল কোচবিহারে পৌঁছান অভিষেক ৷ তার পরের দিন শুরু করেন এই কর্মসূচি৷ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর হয়ে মঙ্গলবার তিনি দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে পৌঁছাবেন ৷
আরও পড়ুন: কথা দিয়েও গেলেন না অভিষেক, দলের সেকেন্ড ইন কমান্ডের আচরণে হতাশ তৃণমূল বিধায়ক