ETV Bharat / state

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের - balurghat

কেন্দ্রীয় বাজেটে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বালুরঘাটে পথে নামল তৃণমূল কংগ্রেস ৷ পোড়ানো হল প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা ৷ গোরুর গাড়ির উপর বাইক চাপিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা ৷

পোড়ানো হল কুশপুত্তলিকা
পোড়ানো হল কুশপুত্তলিকা
author img

By

Published : Feb 3, 2021, 6:28 PM IST

বালুরঘাট, 3 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেসের বালুরঘাট টাউন কমিটি। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার সুভাষ চাকি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা বিপ্লব খাঁ, বালুরঘাট টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তপন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কর্মী সমর্থকরা।

আরও পড়ুন:বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আসানসোলে বামেদের বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতি ও বাজেটে অস্বাভাবিক পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেস। এছাড়াও বালুরঘাট থানা মোড়ে গোরুর গাড়ির উপরে মোটরসাইকেল তুলে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন।

পোড়ানো হল কুশপুত্তলিকা
পোড়ানো হল কুশপুত্তলিকা

এই বিষয়ে বালুরঘাট টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল বলেন, "গতকাল যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে সেখানে পেট্রল ও ডিজেলের ওপর সেস বসানোর ফলে পেট্রল প্রায় আড়াই টাকা এবং ডিজ়েল 4 টাকা লিটারে বেড়েছে। পেট্রল এবং ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুত্তলিকা দাহ করি।" পাশাপাশি তাঁর দাবি,"কেন্দ্রীয় সরকারের ভান্ত নীতির ফলে আমাদের দেশ মধ্যযুগীয় পন্থাকে অবলম্বন করতে শুরু করেছে ৷ দেশ যেভাবে পিছনের দিকে যেতে শুরু করেছে, তাতে বাইক নয় ৷ গোরুর গাড়ি করেই ভবিষ্যতে যাতায়াত করতে হবে ৷ তাই গোরুর গাড়ির উপর বাইক চাপিয়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ৷"

বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল-কংগ্রেসের

বালুরঘাট, 3 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেসের বালুরঘাট টাউন কমিটি। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার সুভাষ চাকি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা বিপ্লব খাঁ, বালুরঘাট টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তপন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কর্মী সমর্থকরা।

আরও পড়ুন:বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আসানসোলে বামেদের বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতি ও বাজেটে অস্বাভাবিক পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেস। এছাড়াও বালুরঘাট থানা মোড়ে গোরুর গাড়ির উপরে মোটরসাইকেল তুলে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন।

পোড়ানো হল কুশপুত্তলিকা
পোড়ানো হল কুশপুত্তলিকা

এই বিষয়ে বালুরঘাট টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল বলেন, "গতকাল যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে সেখানে পেট্রল ও ডিজেলের ওপর সেস বসানোর ফলে পেট্রল প্রায় আড়াই টাকা এবং ডিজ়েল 4 টাকা লিটারে বেড়েছে। পেট্রল এবং ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুত্তলিকা দাহ করি।" পাশাপাশি তাঁর দাবি,"কেন্দ্রীয় সরকারের ভান্ত নীতির ফলে আমাদের দেশ মধ্যযুগীয় পন্থাকে অবলম্বন করতে শুরু করেছে ৷ দেশ যেভাবে পিছনের দিকে যেতে শুরু করেছে, তাতে বাইক নয় ৷ গোরুর গাড়ি করেই ভবিষ্যতে যাতায়াত করতে হবে ৷ তাই গোরুর গাড়ির উপর বাইক চাপিয়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ৷"

বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল-কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.