ETV Bharat / state

কাটমানি : গ্রেপ্তার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ

ঠিকাদারি কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । তাঁকে ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

ধৃত সুনীল বিশ্বাস
author img

By

Published : Jun 26, 2019, 9:49 AM IST

হিলি, 26 জুন : ঠিকাদারি কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । অভিযুক্ত ওই পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গেছে, হিলির বাসিন্দা পেশায় ঠিকাদার জয়ন্ত সরকারকে কাজ দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকা দাবি করেন সুনীল বিশ্বাস । সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হওয়ার পরই তৃণমূল পরিচালিত হিলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তবাবু । তাঁর অভিযোগের ভিত্তিতেই গতকাল হিলি থানার পুলিশ তৃণমূল এই নেতাকে গ্রেপ্তার করে । ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন : কাটমানি ফেরত দিলেন সিউড়ির তৃণমূল বুথ সভাপতি

এই বিষয়ে অভিযোগকারী জয়ন্ত সরকার বলেন, তিনি হিলি পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারের কাজ দেওয়ার কথা সুনীল বিশ্বাসকে বলেন । সেজন্য ঘুষ হিসেবে তাঁর থেকে দু'লাখ টাকা চান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । টাকা দিতে অস্বীকার করলে সুনীল বিশ্বাস তাঁকে হুমকি দেন । এরপরই তিনি হিলি থানায় সুনীল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । যদিও গোটা ঘটনায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ । গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ ।

আরও পড়ুন : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল

হিলি, 26 জুন : ঠিকাদারি কাজ দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । অভিযুক্ত ওই পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গেছে, হিলির বাসিন্দা পেশায় ঠিকাদার জয়ন্ত সরকারকে কাজ দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকা দাবি করেন সুনীল বিশ্বাস । সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হওয়ার পরই তৃণমূল পরিচালিত হিলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তবাবু । তাঁর অভিযোগের ভিত্তিতেই গতকাল হিলি থানার পুলিশ তৃণমূল এই নেতাকে গ্রেপ্তার করে । ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন : কাটমানি ফেরত দিলেন সিউড়ির তৃণমূল বুথ সভাপতি

এই বিষয়ে অভিযোগকারী জয়ন্ত সরকার বলেন, তিনি হিলি পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারের কাজ দেওয়ার কথা সুনীল বিশ্বাসকে বলেন । সেজন্য ঘুষ হিসেবে তাঁর থেকে দু'লাখ টাকা চান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ । টাকা দিতে অস্বীকার করলে সুনীল বিশ্বাস তাঁকে হুমকি দেন । এরপরই তিনি হিলি থানায় সুনীল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । যদিও গোটা ঘটনায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ । গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ ।

আরও পড়ুন : কাটমানির নালিশ শুনতে এবার উত্তরকন্যায় গ্রিভ্যান্স সেল

Intro:ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, হিলিতে গ্রেফতার পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ।।

হিলি, ২৬ জুন: ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ পেতে সুনীল বিশ্বাস নামে ওই পূর্ত কর্মাধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি হিলি থানার রায়নগর এলাকায়। ধৃতকে মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

জানা গেছে, হিলির বাসিন্দা পেশায় ঠিকাদার জয়ন্ত সরকারের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়া নাম করে লক্ষাধিক টাকা দাবি করেন সুনীলবাবু। পঞ্চায়েত সমিতির কাজে পাইয়ে দেবার জন্যই টাকা চেয়েছিলেন তিনি। এদিকে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী কাটমানি নিয়ে সরব হওয়াতেই ওই ঠিকাদার হিলির পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নামে মঙ্গলবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করে হিলি থানায়। লিখিত অভিযোগ ভিত্তিতে হিলি থানার পুলিশ সুলীন বিশ্বাসকে তড়িঘড়ি গ্রেফতার করে। এদিন ধৃত সুলীন বিশ্বাসকে বালুরঘাট আদালতে তোলা হয়। হিলি থানার পক্ষ থেকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানালে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। বর্তমানে সুলীন বিশ্বাসকে বালুরঘাট থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত নেমেছে হিলি থানার পুলিশ।

এবিষয়ে অভিযোগকারী জয়ন্ত সরকার জানান, হিলি পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারের কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন সুনীল বিশ্বাস। ঘুষ হিসেবে প্রায় ২ লাখ টাকা চেয়েছিলেন তিনি। সেই টাকা দিতে অস্বীকার করলে নানান হুমকি দিতেন। এর পর তিনি হিলি থানায় পুরো বিষয়ে অভিযোগ দায়ের করেন।

অন্য দিকে অভিযুক্ত সুনীল বিশ্বাস পুরো ঘটনার কথা অস্বীকার করেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ফাঁসানো হচ্ছে।

হিলি থানার ওসি টাসি শিরিং শেরপা জানান, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা।Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.