ETV Bharat / state

ত্রিমোহিনীতে দখল তুলে জাতীয় সড়কের কাজ শুরু - NH_ROAD_EXPANSION

কাটল জমিজট ৷ প্রশাসনের হস্তক্ষেপে জাতীয় সড়ক সম্প্রসারণে জন্য ভাঙা হল রাস্তার পাশের দখল করা দোকানপাট ৷ রাস্তার সমস্যা মিটতে চলেছে ৷ ফলে খুশি এলাকাবাসীরা ৷

The NH authorities started work on the national highway by clearing the land of Trimohini , south dinajpur
ত্রিমোহিনীতে জমিজট কাটিয়ে দখল তুলে জাতীয় সড়কে কাজ শুরু করল NH কর্তৃপক্ষ
author img

By

Published : Jun 24, 2020, 11:57 AM IST

হিলি, 23 জুন : অবশেষে কাটল জমিজট ৷ বালুরঘাট হিলি 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ভাঙা হল ত্রিমোহিনীর দু'পাশের দোকান । গতকাল পুলিশ, প্রশাসন ও ঠিকাদার সংস্থার উপস্থিতিতে ভাঙা হয় দোকানপাট থেকে নির্মাণ সামগ্রী । প্রথমদিকে কয়েকজন ব্যবসায়ী বাধা দেয় ৷ এরপর ঘটনাস্থলে যায় DSP হেড কোয়ার্টার ধীমান মিত্রসহ অন্যান্য পুলিশকর্মীরা । পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । একাধিকবার রাস্তা সম্প্রসারণের কথা থাকলেও জমিজটের কারণএ থামকে ছিল রাস্তা ও হাই ড্রেনের কাজ । এবার সেই সমস্যা মিটতে চলেছে । খুশি এলাকাবাসীরা ।

প্রসঙ্গত, বালুরঘাট থেকে ত্রিমোহিনী প্রায় 23 কিলোমিটার পর্যন্ত 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বছর দেড়েক আগে । বর্তমানে বেশির ভাগ রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হয়েছে । বাকি রয়েছে তিওর থেকে ত্রিমোহিনী পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার কাজ । জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ লগ্নে এসে পৌঁছেছে । কিন্তু ত্রিমোহিনী এলাকায় কাজ শুরু করতে গিয়ে বিভিন্ন রকমভাবে বেগ পেতে হয় প্রশাসনকে । সরকারি জায়গা বেদখল হয়ে থাকায় উচ্ছেদ করতে গিয়ে সমস্যা হয় প্রশাসনের । তবে, আজ প্রশাসন অর্ডার জারি করে সরকারি জায়গা দখলমুক্ত করে ব্লক পুলিশ, প্রশাসনসহ NH কর্তৃপক্ষ ।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল অল্প বৃষ্টিতেই জল জমার সমস্যা । সরু রাস্তা, নেই শৌচালয়, নেই বাসট্যান্ড । স্থানীয়দের দাবি ছিল, প্রশাসন এলাকার উন্নয়ন করুক । তবে, দখল হয়ে থাকায় রাস্তার উন্নয়নের কোনও কাজ করতে পারছিল না প্রশাসন । আজ দখলমুক্ত করে সড়ক সম্প্রসারণের কাজে হাত লাগানোয় খুশি স্থানীয়রা ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্চয় দাস বলেন, " আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ত্রিমোহিনীতে উন্নয়ন মূলক কাজের জন্য । দখল মুক্ত করে রাস্তা সম্প্রসারণের কাজে হাত লাগাল প্রশাসন । আমরা ত্রিমোহিনীবাসী প্রশাসনকে ধন্যবাদ জানাই । এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা প্রশাসনকে ভেবে দেখার জন্য অনুরোধ করব । রাস্তা ভাঙার জন্য কয়েকজন ব্যবসায়ী বাধা দিয়েছিল ৷ তাই অনেকের ক্ষতি হয়ে গেল ৷ তবে, এখানে হাট , স্কুল আছে ৷ তাই আমাদের আবেদন রাস্তা যেন একটু বড় হয় ৷ যে সব ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে ৷ যারা কোনওরকমে করে খায় ৷ তাদের দিকেও যেন সরকার একটু নজর দেয় ৷ " অন্যদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক সম্প্রসারণের কাজ চলছে । সেকারণে দখলমুক্ত করে সড়ক সম্প্রসারণের কাজ করা হবে ।

হিলি, 23 জুন : অবশেষে কাটল জমিজট ৷ বালুরঘাট হিলি 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ভাঙা হল ত্রিমোহিনীর দু'পাশের দোকান । গতকাল পুলিশ, প্রশাসন ও ঠিকাদার সংস্থার উপস্থিতিতে ভাঙা হয় দোকানপাট থেকে নির্মাণ সামগ্রী । প্রথমদিকে কয়েকজন ব্যবসায়ী বাধা দেয় ৷ এরপর ঘটনাস্থলে যায় DSP হেড কোয়ার্টার ধীমান মিত্রসহ অন্যান্য পুলিশকর্মীরা । পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । একাধিকবার রাস্তা সম্প্রসারণের কথা থাকলেও জমিজটের কারণএ থামকে ছিল রাস্তা ও হাই ড্রেনের কাজ । এবার সেই সমস্যা মিটতে চলেছে । খুশি এলাকাবাসীরা ।

প্রসঙ্গত, বালুরঘাট থেকে ত্রিমোহিনী প্রায় 23 কিলোমিটার পর্যন্ত 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বছর দেড়েক আগে । বর্তমানে বেশির ভাগ রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হয়েছে । বাকি রয়েছে তিওর থেকে ত্রিমোহিনী পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার কাজ । জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ লগ্নে এসে পৌঁছেছে । কিন্তু ত্রিমোহিনী এলাকায় কাজ শুরু করতে গিয়ে বিভিন্ন রকমভাবে বেগ পেতে হয় প্রশাসনকে । সরকারি জায়গা বেদখল হয়ে থাকায় উচ্ছেদ করতে গিয়ে সমস্যা হয় প্রশাসনের । তবে, আজ প্রশাসন অর্ডার জারি করে সরকারি জায়গা দখলমুক্ত করে ব্লক পুলিশ, প্রশাসনসহ NH কর্তৃপক্ষ ।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল অল্প বৃষ্টিতেই জল জমার সমস্যা । সরু রাস্তা, নেই শৌচালয়, নেই বাসট্যান্ড । স্থানীয়দের দাবি ছিল, প্রশাসন এলাকার উন্নয়ন করুক । তবে, দখল হয়ে থাকায় রাস্তার উন্নয়নের কোনও কাজ করতে পারছিল না প্রশাসন । আজ দখলমুক্ত করে সড়ক সম্প্রসারণের কাজে হাত লাগানোয় খুশি স্থানীয়রা ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্চয় দাস বলেন, " আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ত্রিমোহিনীতে উন্নয়ন মূলক কাজের জন্য । দখল মুক্ত করে রাস্তা সম্প্রসারণের কাজে হাত লাগাল প্রশাসন । আমরা ত্রিমোহিনীবাসী প্রশাসনকে ধন্যবাদ জানাই । এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা প্রশাসনকে ভেবে দেখার জন্য অনুরোধ করব । রাস্তা ভাঙার জন্য কয়েকজন ব্যবসায়ী বাধা দিয়েছিল ৷ তাই অনেকের ক্ষতি হয়ে গেল ৷ তবে, এখানে হাট , স্কুল আছে ৷ তাই আমাদের আবেদন রাস্তা যেন একটু বড় হয় ৷ যে সব ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে ৷ যারা কোনওরকমে করে খায় ৷ তাদের দিকেও যেন সরকার একটু নজর দেয় ৷ " অন্যদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক সম্প্রসারণের কাজ চলছে । সেকারণে দখলমুক্ত করে সড়ক সম্প্রসারণের কাজ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.