ETV Bharat / state

বালুরঘাটে অভুক্ত সারমেয়দের পেট ভরাল মন্দির কর্তৃপক্ষ

লকডাউন পরিস্থিতিতে বৃহস্পতিবার বালুরঘাট শহরের পথ সারমেয়দের খাবার দিলেন মন্দিরের সদস্যরা । করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে রাজ্যে চলছে কার্যত লকডাউন ৷ তাই খুলছে না শহরের হোটেল ও রেস্তোরাঁ । এই জন্য পথ সারমেয়রা নিত্যদিন অভুক্ত থাকছে । এই পরিস্থিতিতে বালুরঘাটের শিলানাথ শিবমন্দিরের সদস্যরা ক্ষুধার্ত এই সারমেয়দের খাবারের ব্যবস্থা করল ।

বালুরঘাটে অভুক্ত পথ সারমেয়দের পেট ভরাল মন্দির কর্তৃপক্ষ
বালুরঘাটে অভুক্ত পথ সারমেয়দের পেট ভরাল মন্দির কর্তৃপক্ষ
author img

By

Published : Jun 3, 2021, 10:23 PM IST

বালুরঘাট,৩ জুন : "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"। বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে বালুরঘাট চৌরঙ্গীর শিলানাথ শিবমন্দিরের সদস্যরা এবারে জীব সেবায় ব্রতী হলেন । লকডাউন পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের পথ সারমেয়দের খাবার দিলেন মন্দিরের সদস্যরা ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমাতে রাজ্য সরকারের নির্দেশে গত 15 মে থেকে চলছে কার্যত লকডাউন । খুলছে না শহরের হোটেল ও রেস্তোরাঁ । হোম ডেলিভারির ক্ষেত্রে খাবার তৈরি হয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। অথচ উপবাস থাকতে হচ্ছে রাস্তার কুকুরদের। এদিন ক্ষুধার্ত এই সারমেয়দের খাবারের ব্যবস্থা করল শিলানাথ শিবমন্দিরের সদস্যরা ।

বালুরঘাটে অভুক্ত পথ সারমেয়দের পেট ভরাল মন্দির কর্তৃপক্ষ

আরও পড়ুন... খুলল তারকেশ্বর মন্দির, কোভিড বিধি মেনে চলছে পুজো

মন্দিরের সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে মানুষ সহ নানা প্রাণী কষ্টে রয়েছে। মানুষের পাশে নানা সংস্থা দাঁড়ালেও পথে ঘাটে জীব জন্তু অভুক্ত হয়ে কষ্টে রয়েছে । এদিন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। সারা শহরে আমরা অভুক্ত পথের সারমেয়দের খাবার দিচ্ছি ।

বালুরঘাট,৩ জুন : "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"। বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে বালুরঘাট চৌরঙ্গীর শিলানাথ শিবমন্দিরের সদস্যরা এবারে জীব সেবায় ব্রতী হলেন । লকডাউন পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের পথ সারমেয়দের খাবার দিলেন মন্দিরের সদস্যরা ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমাতে রাজ্য সরকারের নির্দেশে গত 15 মে থেকে চলছে কার্যত লকডাউন । খুলছে না শহরের হোটেল ও রেস্তোরাঁ । হোম ডেলিভারির ক্ষেত্রে খাবার তৈরি হয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। অথচ উপবাস থাকতে হচ্ছে রাস্তার কুকুরদের। এদিন ক্ষুধার্ত এই সারমেয়দের খাবারের ব্যবস্থা করল শিলানাথ শিবমন্দিরের সদস্যরা ।

বালুরঘাটে অভুক্ত পথ সারমেয়দের পেট ভরাল মন্দির কর্তৃপক্ষ

আরও পড়ুন... খুলল তারকেশ্বর মন্দির, কোভিড বিধি মেনে চলছে পুজো

মন্দিরের সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে মানুষ সহ নানা প্রাণী কষ্টে রয়েছে। মানুষের পাশে নানা সংস্থা দাঁড়ালেও পথে ঘাটে জীব জন্তু অভুক্ত হয়ে কষ্টে রয়েছে । এদিন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। সারা শহরে আমরা অভুক্ত পথের সারমেয়দের খাবার দিচ্ছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.