ETV Bharat / state

গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন, গ্রেপ্তার স্বামী - বংশীহারী খবর

লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ যাওয়ার কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত স্বামী এবং স্ত্রীর মধ্যে এবং সেই কারণেই খুন হতে হয় স্ত্রীকে । পুলিশি জিজ্ঞাসাবাদে স্বামী বলে, পারিবারিক অশান্তির জেরে খুন করেছে স্ত্রীকে ।

The arrested husband killed his wife
গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন
author img

By

Published : May 5, 2020, 5:04 PM IST

বংশীহারী, 5 মে : পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে । ঘটনাটি ঘটেছে মহাবাড়ি গ্রামপঞ্চায়েতের রূপাহাটা এলাকায় ৷ আজ সকালে খাঁড়ির ধারে সকাল মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

বংশীহারী থানার মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের রূপা হাটা এলাকায় বসবাস করত রবি শীল (45) সহ তার পরিবার । কাজকর্ম বন্ধ যাওয়ার কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত স্বামী এবং স্ত্রীর মধ্যে এবং তার জেরেই খুন হতে হল স্ত্রীকে । পুলিশি জিজ্ঞাসাবাদে স্বামী বলে, পারিবারিক অশান্তির জেরে খুন করেছে স্ত্রীকে ।

এই বিষয়ে এলাকাবাসী লিটন সরকার জানান প্রায় 20 বছর আগে বিয়ে হয় রবি শীল এবং রুমা শীল (42) এর । তাঁদের তিন মেয়ে এবং এক ছেলে । স্বামী এবং স্ত্রী বিভিন্ন মাঠে-ঘাটে কাজ করত এবং এই ভাবে সংসার চলত ।

লকডাউনে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল এবং গতকাল সেই বিবাদ চরমে ওঠে ৷ রবি শীল নিজের বাড়িতে স্ত্রী রুমা শীলকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে খুন করে ৷ খুন করার পরে বাড়ি থেকে 500 মিটার দূরত্বে খাঁড়ির ধারে মৃতদেহ গাছের মধ্যে ঝুলিয়ে দেয় । এলাকাবাসীরা বংশীহারী থানার খবর দেয় এবং বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ রবিকে আটক করে ।

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, বংশীহারী থানার রূপা হাটা এলাকায় একটি মৃতদেহ উদ্ধার করেন এবং সেই সঙ্গে মৃতার স্বামীকে আটক করা হয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।

বংশীহারী, 5 মে : পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে । ঘটনাটি ঘটেছে মহাবাড়ি গ্রামপঞ্চায়েতের রূপাহাটা এলাকায় ৷ আজ সকালে খাঁড়ির ধারে সকাল মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

বংশীহারী থানার মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের রূপা হাটা এলাকায় বসবাস করত রবি শীল (45) সহ তার পরিবার । কাজকর্ম বন্ধ যাওয়ার কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকত স্বামী এবং স্ত্রীর মধ্যে এবং তার জেরেই খুন হতে হল স্ত্রীকে । পুলিশি জিজ্ঞাসাবাদে স্বামী বলে, পারিবারিক অশান্তির জেরে খুন করেছে স্ত্রীকে ।

এই বিষয়ে এলাকাবাসী লিটন সরকার জানান প্রায় 20 বছর আগে বিয়ে হয় রবি শীল এবং রুমা শীল (42) এর । তাঁদের তিন মেয়ে এবং এক ছেলে । স্বামী এবং স্ত্রী বিভিন্ন মাঠে-ঘাটে কাজ করত এবং এই ভাবে সংসার চলত ।

লকডাউনে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল এবং গতকাল সেই বিবাদ চরমে ওঠে ৷ রবি শীল নিজের বাড়িতে স্ত্রী রুমা শীলকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে খুন করে ৷ খুন করার পরে বাড়ি থেকে 500 মিটার দূরত্বে খাঁড়ির ধারে মৃতদেহ গাছের মধ্যে ঝুলিয়ে দেয় । এলাকাবাসীরা বংশীহারী থানার খবর দেয় এবং বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ রবিকে আটক করে ।

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, বংশীহারী থানার রূপা হাটা এলাকায় একটি মৃতদেহ উদ্ধার করেন এবং সেই সঙ্গে মৃতার স্বামীকে আটক করা হয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.