ETV Bharat / state

AIDS নিয়ে সংশোধনাগারের আবাসিকদের সচেতনতায় উদ্যোগ - AIDS নিয়ে সচেতন করতে উদ্যোগ জেলা স্বাস্থ্য বিভাগের

AIDS আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েছে জেলায় । তাই মানুষকে সচেতন করতে যাত্রা ও পালাগানের ব্যবস্থা করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ।

AIDS Awarness Prgramme
AIDS সচেতনতা কর্মসূচি
author img

By

Published : Dec 10, 2019, 11:42 PM IST

বালুরঘাট, 10 ডিসেম্বর : সাধারণ মানুষদের সচেতনতা করার পাশাপাশি সংশোধনাগারের বন্দী আবাসিকদের AIDS নিয়ে সচেতন করতে উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য বিভাগ । আজ যাত্রা ও পালাগানের (আলকাপ) মাধ্যমে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের AIDS সম্পর্কে সচেতন করা হয় । শুধু বালুরঘাটেই নয় চলতি মাসে জেলার বিভিন্ন প্রান্তে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এই অনুষ্ঠান করা হবে বলে খবর ।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় AIDS আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ । পথনাটিকা থেকে শুরু করে যাত্রাপালা ও র‍্যালি সহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে । এবার সাধারণ মানুষের পাশাপাশি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । AIDS নিয়ে যাতে মানুষের মধ্যে ভুল ধারণা না জন্মায় তাই সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এবিষয়ে জেলা উপদেষ্টা কাকলি মুখার্জি জানান, যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে HIV হতে পারে ? কোথা থেকে আসতে পারে ? তিনি বলেন, "HIV ব্যক্তিকে স্পর্শ করলেই তা সংক্রমিত হয় । এই ভুল ধারণা আমাদের মধ্যে এখনও অনেকেরই রয়েছে । এই সমস্ত বিষয়গুলি নাটক ও যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হচ্ছে ।"

1 ডিসেম্বর থেকে র‍্যালির মাধ্যমে এই সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে । চলতি মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত জেলার মোট চারটি জায়গায় এই কর্মসূচি করা হবে । আজ বালুরঘাট জেলা সংশোধনাগারে যে দলটি যাত্রাপালা করেছে তারা জেলার বিভিন্ন জায়গায়, বিশেষত হাট-বাজারের মতো জনবহুল এলাকাতে তাদের এই যাত্রা ও পালাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের সচেতন করা হবে ।

বালুরঘাট, 10 ডিসেম্বর : সাধারণ মানুষদের সচেতনতা করার পাশাপাশি সংশোধনাগারের বন্দী আবাসিকদের AIDS নিয়ে সচেতন করতে উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য বিভাগ । আজ যাত্রা ও পালাগানের (আলকাপ) মাধ্যমে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের AIDS সম্পর্কে সচেতন করা হয় । শুধু বালুরঘাটেই নয় চলতি মাসে জেলার বিভিন্ন প্রান্তে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এই অনুষ্ঠান করা হবে বলে খবর ।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় AIDS আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়েছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ । পথনাটিকা থেকে শুরু করে যাত্রাপালা ও র‍্যালি সহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে । এবার সাধারণ মানুষের পাশাপাশি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । AIDS নিয়ে যাতে মানুষের মধ্যে ভুল ধারণা না জন্মায় তাই সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এবিষয়ে জেলা উপদেষ্টা কাকলি মুখার্জি জানান, যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে HIV হতে পারে ? কোথা থেকে আসতে পারে ? তিনি বলেন, "HIV ব্যক্তিকে স্পর্শ করলেই তা সংক্রমিত হয় । এই ভুল ধারণা আমাদের মধ্যে এখনও অনেকেরই রয়েছে । এই সমস্ত বিষয়গুলি নাটক ও যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হচ্ছে ।"

1 ডিসেম্বর থেকে র‍্যালির মাধ্যমে এই সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে । চলতি মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত জেলার মোট চারটি জায়গায় এই কর্মসূচি করা হবে । আজ বালুরঘাট জেলা সংশোধনাগারে যে দলটি যাত্রাপালা করেছে তারা জেলার বিভিন্ন জায়গায়, বিশেষত হাট-বাজারের মতো জনবহুল এলাকাতে তাদের এই যাত্রা ও পালাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের সচেতন করা হবে ।

Intro:যাত্রাপালা গানের মাধ্যমে এইডস্ বিষয়ে সংশোধনাগারেরআবাসিকদের সচেতন করল জেলা স্বাস্থ্য দপ্তর।।

বালুরঘাট, ১০ ডিসেম্বর: সাধারণ মানুষদের সচেতনতা করবার পাশাপাশি সংশোধনাগারের বন্দী আবাসিকদের এইডস্ বিষয়ে সচেতন করতে এগিয়ে আসল জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার যাত্রা পালা গানের(আলকাপ) মাধ্যমে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিকদের মধ্যে এইডস্ সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়।জেলা স্বাস্থ্য দপ্তর চলতি মাসে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অনুষ্ঠান করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় এইডস্ আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে নানান উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। পথনাটিকা, যাত্রাপালা, র‍্যালি সহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে। এবার সাধারণ মানুষের পাশাপাশি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এইডস্ নিয়ে যাতে মানুষের মধ্যে ভুল ধারনা না জন্মায় তাই সংশোধনাগারের বন্দী আবাসিকদের সচেতন করা হয়।

এবিষয়ে জেলা উপদেষ্টা কাকুলি মুখার্জি জানান, যাত্রাপালার মাধ্যমে তুলে ধরা হয়েছে কিভাবে এইচআইভি হতে পারে। কোথা থেকে আসতে পারে। একজন এইচআইভি ব্যক্তিকে ছুলে আমাদের হয়ে যেতে পারে। এই ধারনা আমাদের মধ্যে এখনো অনেকেরই রয়েছে। এই সমস্ত বিষয় গুলো নাটক ও যাত্রাপালার মধ্যে তুলে ধরা হচ্ছে। তিনি আরও জানান, গত ১ ডিসেম্বর থেকে র‍্যালির মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়। চলতি মাসের ১৫ তারিখ থেকে জানুয়ারি মাসের ৫ তারিখ পর্যন্ত জেলার মোট চারটি জায়গায় সচেতনতামূলক প্রোগ্রাম করা হবে। আজ বালুরঘাট জেলা সংশোধনাগারে যে যাত্রাপালাটি হয়েছে সেই যাত্রা পালার দলটি জেলার বিভিন্ন জায়গায় যেমন হাট-বাজার জনবহুল এলাকাতে তাদের এই যাত্রা গানের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের সচেতন করবে।

*আবাসিকদের মুখ গুলো ঢেকে দেবেন প্লিজ। * Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.