ETV Bharat / state

কোরোনা আবহে 50 স্টল নিয়ে শুরু দক্ষিণ দিনাজপুর বইমেলা - দক্ষিণ দিনাজপুর বইমেলা

কোরোনা আবহে মাত্র 50টি স্টল নিয়ে শুরু হল 25তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। বইমেলা উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। এই মেলা চলবে 6 দিন।

siddikullah chowdhury inaugurated south dinajpur book fair
কোরোনা আবহে 50 স্টল নিয়ে শুরু দক্ষিণ দিনাজপুর বইমেলা
author img

By

Published : Jan 25, 2021, 9:31 PM IST

বালুরঘাট, 25 জানুয়ারি: বালুরঘাটে শুরু হল 25তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। সোমবার বই মেলার উদ্বোধন হয় বালুরঘাট হাইস্কুল ময়দানে। জেলা বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, বালুরঘাট পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বিপ্লব খাঁ, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে, জেলা তথ্য ও সংকৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী-সহ বিশিষ্টজনরা।

কোরোনা আবহে মাত্র 50টি বইয়ের স্টল নিয়ে এবার জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে। সিদ্দিকুল্লা চৌধুরী আজ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন। প্রতিদিন দুপুর 12 টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। বালুরঘাট হাইস্কুল মাঠে মেলা চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জেলা বইমেলায় বিভিন্ন প্রকাশকরা তাঁদের বইয়ের স্টল নিয়ে বসেছেন। ছয় দিন চলবে মেলা।

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এ দিন বলেন, ''এই বই মেলায় রাজ্য সরকারের তরফে আমি থাকতে পেরে গর্বিত। কোরোনা অতিমারীর কারণে কেনাবেচা বন্ধ হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা স্বাস্থ্যবিধি মেনে এই বইমেলা শুরু করেছি। আড়াই মাস ধরে রাজ্যে বইমেলা চলবে। শেষ হবে কালিম্পং-এ বইমেলা দিয়ে।

আরও পড়ুন:তৃণমূলে যোগ অভিনেত্রী কৌশানী ও ইম্পা প্রধান পিয়া সেনগুপ্তর

বর্তমান সরকার গ্রন্থাগার ও বই মেলার জন্য পাঁচ গুণ অর্থ বৃদ্ধি করেছে।'' নানান সুবিধার জন্য প্রকাশকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সিদ্দিকুল্লা।

বালুরঘাট, 25 জানুয়ারি: বালুরঘাটে শুরু হল 25তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। সোমবার বই মেলার উদ্বোধন হয় বালুরঘাট হাইস্কুল ময়দানে। জেলা বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, বালুরঘাট পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বিপ্লব খাঁ, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে, জেলা তথ্য ও সংকৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী-সহ বিশিষ্টজনরা।

কোরোনা আবহে মাত্র 50টি বইয়ের স্টল নিয়ে এবার জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে। সিদ্দিকুল্লা চৌধুরী আজ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন। প্রতিদিন দুপুর 12 টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। বালুরঘাট হাইস্কুল মাঠে মেলা চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জেলা বইমেলায় বিভিন্ন প্রকাশকরা তাঁদের বইয়ের স্টল নিয়ে বসেছেন। ছয় দিন চলবে মেলা।

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এ দিন বলেন, ''এই বই মেলায় রাজ্য সরকারের তরফে আমি থাকতে পেরে গর্বিত। কোরোনা অতিমারীর কারণে কেনাবেচা বন্ধ হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা স্বাস্থ্যবিধি মেনে এই বইমেলা শুরু করেছি। আড়াই মাস ধরে রাজ্যে বইমেলা চলবে। শেষ হবে কালিম্পং-এ বইমেলা দিয়ে।

আরও পড়ুন:তৃণমূলে যোগ অভিনেত্রী কৌশানী ও ইম্পা প্রধান পিয়া সেনগুপ্তর

বর্তমান সরকার গ্রন্থাগার ও বই মেলার জন্য পাঁচ গুণ অর্থ বৃদ্ধি করেছে।'' নানান সুবিধার জন্য প্রকাশকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সিদ্দিকুল্লা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.