ETV Bharat / state

ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে যুবতির অশ্লীল ছবি পোস্ট, সুরাত থেকে গ্রেপ্তার যুবক - অর্ণব দেশমুখ

ফেসবুকে পরিচয় থেকে ঘনিষ্ঠতা । এরপর দূরত্ব বাড়লে যুবতির নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্টের অভিযোগ । গ্রেপ্তার যুবক ।

sensitive pics of a girl posted in facebook, accused arrested from surat
ফেসবুকে যুবতীর অশ্লীল ছবি পোস্ট, গ্রেপ্তার অভিযুক্ত যুবক
author img

By

Published : Mar 2, 2020, 9:04 PM IST

বালুরঘাট, ২ মার্চ: ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে যুবতির অশ্লীল ছবি পোস্টের অভিযোগে গুজরাতের সুরাত থেকে এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট সাইবার থানার পুলিশ । ধৃত যুবকের নাম অর্ণব দেশমুখ(২০) । আজ দুপুরে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তার পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

অর্ণবের আদি বাড়ি হুগলিতে । দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে সুরাতে থাকেন তিনি । BSc সেকেন্ড ইয়ারের ছাত্র সে । প্রায় বছর খানেক আগে বালুরঘাট থানার পতিরাম এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার । ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। গোপন ছবিও আদান-প্রদান শুরু হয় । কিন্তু, মাস কয়েক আগে তাদের মধ্যে দূরত্ব বাড়ে । এরপরই যুবতির নামে দুটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করা হয় বলে অভিযোগ । বিষয়টি নজরে আসতেই গত বছর অগাস্টে বালুরঘাট সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি । সপ্তাহ খানেক আগে সুরাতে বিশেষ দল পাঠায় পুলিশ । এরপর অভিযুক্তকে গতকালই গ্রেপ্তার করে তাকে বালুরঘাটে নিয়ে আসা হয় ।

ফেসবুকে যুবতির অশ্লীল ছবি পোস্ট, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, বালুরঘাট ব্লকের এক যুবতি বালুরঘাট থানায় অভিযোগ জানিয়েছিলেন যে, তার নামে ফেসবুকে প্রোফাইল খুলে তাতে অশ্লীল ছবি ও মন্তব্য করা হয়েছে । এই অভিযোগ পেতেই বালুরঘাট সাইবার থানা তদন্তে নামে । সব তথ্য পাওয়ার পর সপ্তাহ খানেক আগে বালুরঘাট সাইবার থানার বিশেষ দল সুরাতে যায় এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে ।

বালুরঘাট, ২ মার্চ: ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে যুবতির অশ্লীল ছবি পোস্টের অভিযোগে গুজরাতের সুরাত থেকে এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট সাইবার থানার পুলিশ । ধৃত যুবকের নাম অর্ণব দেশমুখ(২০) । আজ দুপুরে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তার পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

অর্ণবের আদি বাড়ি হুগলিতে । দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে সুরাতে থাকেন তিনি । BSc সেকেন্ড ইয়ারের ছাত্র সে । প্রায় বছর খানেক আগে বালুরঘাট থানার পতিরাম এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার । ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। গোপন ছবিও আদান-প্রদান শুরু হয় । কিন্তু, মাস কয়েক আগে তাদের মধ্যে দূরত্ব বাড়ে । এরপরই যুবতির নামে দুটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করা হয় বলে অভিযোগ । বিষয়টি নজরে আসতেই গত বছর অগাস্টে বালুরঘাট সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি । সপ্তাহ খানেক আগে সুরাতে বিশেষ দল পাঠায় পুলিশ । এরপর অভিযুক্তকে গতকালই গ্রেপ্তার করে তাকে বালুরঘাটে নিয়ে আসা হয় ।

ফেসবুকে যুবতির অশ্লীল ছবি পোস্ট, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, বালুরঘাট ব্লকের এক যুবতি বালুরঘাট থানায় অভিযোগ জানিয়েছিলেন যে, তার নামে ফেসবুকে প্রোফাইল খুলে তাতে অশ্লীল ছবি ও মন্তব্য করা হয়েছে । এই অভিযোগ পেতেই বালুরঘাট সাইবার থানা তদন্তে নামে । সব তথ্য পাওয়ার পর সপ্তাহ খানেক আগে বালুরঘাট সাইবার থানার বিশেষ দল সুরাতে যায় এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.