ETV Bharat / state

নেই ছাউনি, জল নিকাশি ব্যবস্থা; সমস্যায় বালুরঘাটের ব্যবসায়ীরা - traders of balurghat market face various problems due to rain

মার্চের শেষে তহবাজার এলাকা থেকে বালুরঘাট হাইস্কুল মাঠে সরিয়ে আনা হয় বাজার । ব্যবসায়ীদের অভিযোগ, এখানে ছাউনি নেই । জল নিকাশি ব্যবস্থাও নেই । তাই সমস্যায় রয়েছেন তাঁরা।

ছবি
ছবি
author img

By

Published : Apr 15, 2020, 6:40 PM IST

বালুরঘাট, 15 এপ্রিল : একেই লকডাউনের জেরে মার খাচ্ছে ব্যবসা। তারপর ভিড় এড়াতে হাইস্কুল মাঠে সরিয়ে আনা হয়েছিল বাজার । কিন্তু সেখানে না আছে ছাউনি না আছে কোনও জল নিকাশি ব্যবস্থা । বৃষ্টি-ঝড়ে জল ঢুকে যায় দোকানে । এর জেরেই সমস্যায় পড়েছেন বালুরঘাটের তহবাজার এলাকার ব্যবসায়ীরা । জেলা প্রশাসনের কাছে তাঁদের আবেদন, চরম সমস্যায় রয়েছেন তাঁরা । প্রশাসন যেন দ্রুত কোনও পদক্ষেপ করে । ইতিমধ্যেই পুরো বিষয়টি বালুঘাট পৌরসভাকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল।

কোরোনা মোকাবিলায় 24 মার্চ থেকে লকডাউন চলছে । তাই ব্যবসায় ক্ষতি হয়েছে । এর মাঝেই ভিড় এড়াতে বালুরঘাট পৌরসভার তরফে তহবাজার এলাকা থেকে বাজার সরিয়ে নিয়ে আসা হয়েছে বালুরঘাট হাইস্কুল মাঠে। মার্চের শেষে প্রথমবার বাজার সরানো হয়েছিল । কিন্তু ছাউনি না থাকায় পুরোনো জায়গায় ফিরে যান ব্যবসায়ীরা। শেষে 6 এপ্রিল থেকে হাইস্কুল মাঠেই বাজার বসছে। অস্থায়ী ছাউনি তৈরি করে তার নিচেই দোকান দিয়েছেন ব্যবসায়ীরা ।

এই পরিস্থিতিতে আজ সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়। যার জেরে সমস্যায় পড়েছেন শতাধিক ব্যাবসয়ী। অনেকের দোকানেও জল ঢুকে পড়ে। একেই লকডাউন, তার উপর এই বৃষ্টির জেরে বেচাকেনা প্রায় বন্ধ হয়ে যায় । ব্যবসায়ীরা বলেন, স্থায়ী দোকান না থাকায় অস্থায়ী ছাউনিতে সমস্যা হচ্ছে । তা ছাড়া মাঠের পরিস্থিতি ভালো না । চারিদিকে জল জমে গেছে । ফলে এভাবে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে তাঁদের দাবি, অত্যন্ত পক্ষে একটি স্থায়ী ছাউনি করে দেওয়া হোক । জল নিকাশির ব্যবস্থা করা হোক ।

এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, বালুরঘাট হাইস্কুলের মাঠে ব্যবসায়ীদের কী সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি দেখার জন্য পৌরসভাকেও নির্দেশ দেওয়া হয়েছে ।

বালুরঘাট, 15 এপ্রিল : একেই লকডাউনের জেরে মার খাচ্ছে ব্যবসা। তারপর ভিড় এড়াতে হাইস্কুল মাঠে সরিয়ে আনা হয়েছিল বাজার । কিন্তু সেখানে না আছে ছাউনি না আছে কোনও জল নিকাশি ব্যবস্থা । বৃষ্টি-ঝড়ে জল ঢুকে যায় দোকানে । এর জেরেই সমস্যায় পড়েছেন বালুরঘাটের তহবাজার এলাকার ব্যবসায়ীরা । জেলা প্রশাসনের কাছে তাঁদের আবেদন, চরম সমস্যায় রয়েছেন তাঁরা । প্রশাসন যেন দ্রুত কোনও পদক্ষেপ করে । ইতিমধ্যেই পুরো বিষয়টি বালুঘাট পৌরসভাকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল।

কোরোনা মোকাবিলায় 24 মার্চ থেকে লকডাউন চলছে । তাই ব্যবসায় ক্ষতি হয়েছে । এর মাঝেই ভিড় এড়াতে বালুরঘাট পৌরসভার তরফে তহবাজার এলাকা থেকে বাজার সরিয়ে নিয়ে আসা হয়েছে বালুরঘাট হাইস্কুল মাঠে। মার্চের শেষে প্রথমবার বাজার সরানো হয়েছিল । কিন্তু ছাউনি না থাকায় পুরোনো জায়গায় ফিরে যান ব্যবসায়ীরা। শেষে 6 এপ্রিল থেকে হাইস্কুল মাঠেই বাজার বসছে। অস্থায়ী ছাউনি তৈরি করে তার নিচেই দোকান দিয়েছেন ব্যবসায়ীরা ।

এই পরিস্থিতিতে আজ সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়। যার জেরে সমস্যায় পড়েছেন শতাধিক ব্যাবসয়ী। অনেকের দোকানেও জল ঢুকে পড়ে। একেই লকডাউন, তার উপর এই বৃষ্টির জেরে বেচাকেনা প্রায় বন্ধ হয়ে যায় । ব্যবসায়ীরা বলেন, স্থায়ী দোকান না থাকায় অস্থায়ী ছাউনিতে সমস্যা হচ্ছে । তা ছাড়া মাঠের পরিস্থিতি ভালো না । চারিদিকে জল জমে গেছে । ফলে এভাবে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে তাঁদের দাবি, অত্যন্ত পক্ষে একটি স্থায়ী ছাউনি করে দেওয়া হোক । জল নিকাশির ব্যবস্থা করা হোক ।

এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, বালুরঘাট হাইস্কুলের মাঠে ব্যবসায়ীদের কী সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি দেখার জন্য পৌরসভাকেও নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.